২১-২৫ সেপ্টেম্বর সাস্টে দৃক থিয়েটারের নাট্যোৎসব

লেখা ও ছবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
২৪ বছরে পা রেখেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট)’র নাট্যদল ‘দৃক থিয়েটার’। ফলে তিনটি বিশ্ববিদ্যালয়ের নাটকের দলগুলোকে নিয়ে তারা একটি বিরাট উৎসব করতে যাচ্ছেন।
প্রথম দিন ২১ সেপ্টেম্বর বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ‘ইউনিভার্সিটি সেন্টার’র সামনে থেকে উৎসব র্যালি করবেন। দুপুর দেড়টায় সেখানে ফিরে এসে কেক কেটে উৎসব শুরু করবেন।
‘নাটকে সাম্যের আন্দোলন,জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ’ শ্লোগানে ১৯৯৯ সালের ১৮ আগস্ট জন্ম দিয়েছেন তারা। নাট্যচর্চাকে সমৃদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রীদের নিয়ে দীর্ঘ ২৪ বছর পাড়ি দিয়েছেন। মঞ্চনাটক, পথনাটক, চ্যারিটি নাটক, নাট্যোৎসব ইত্যাদির মাধ্যমে নাটকের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
২১ সেপ্টেম্বর, বুধবার থেকে হতে যাচ্ছে তাদের চার দিনের বর্ণাঢ্য ‘আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব’।
‘যুগান্তরে দিক’ নামের এই উৎসবের নাটকগুলো উপভোগ করতে পারবেন সকল নাট্যামোদী। উৎসবটি জমকালো হবে। শেষ হবে ২৫ সেপ্টেম্বর রাতে।
নাটক হবে সাস্টের কেন্দ্রীয় মিলনায়তনে। নাটকগুলো ঢাকা, জগন্নাথ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রী এবং শিক্ষক নাট্যাভিনেতাদের।
দৃক থিয়েটারের এখন দম ফেলার সময় নেই। তারা প্রস্তুতি নিচ্ছেন চূড়ান্ত উৎসবের। সাস্টের অর্জুনতলায় নাটক দেখার জন্য সম্মানসূচক রেজিস্ট্রেশন বুথ চালু করেছেন তারা। তাদের ফেসবুক পেইজের লিংক হলো-https://www.facebook.com/events/846345069688531/?ref=newsfeed. নাটক দেখতে ও খবর জানতে চাইলে স্বাগতম।
তারা জানিয়েছেন, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ক্যাম্পাসের ছেলেমেয়েদের নাটকগুলো শুরু হবে। জীবনবাদী, গভীর দর্শন ও ভালোবাসার এই নাটকেগুলো আলোকিত করবে সবাইকেই।
নাটকের কর্মীদের এই উৎসবের প্রতিটি নাটক ৫০ টাকা শুভেচ্ছা দর্শনীর বিনিময়ে ও সবগুলো নাটক ১শ ২০ টাকার একটি টিকেটে দেখা যাবে। উৎসবে নাটক প্রেমীদের ঢল নামবে বলে তারা আশা করছেন। মাঝে শুক্র ও শনিবার অনেক দর্শক সমাগম হবে বলে তাদের বিশ্বাস।
দৃকের ব্যস্ত কর্মীরা জানিয়েছেন, উৎসবের দ্বিতীয় দিন ২২ সেপ্টেম্বর দিক থিয়েটার পরিবেশন করবে পাপ্পু রায়ের নির্দেশনায় বাদল সরকারের ‘এবং ইন্দ্রজিৎ’ ।
তৃতীয় দিন শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ পরিবেশন করবে দিগার মো. কৌশিকের নির্দেশনায় ফ্লয়িড ডেলের ‘সুইট এন্ড টুয়েন্টি’।
উৎসবের শেষ দিন ২৫ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘রঙ্গভূমি’ নাটক আনবে করবে মুসফিকুল হাসান টনির নির্দেশনায় সেলিম আল দীনের বিখ্যাত ‘কীর্তনখোলার কিচ্ছা।’ এই জমকালো নাটকগুলো দেখার জন্য অপেক্ষা সইছে না অনেক দর্শকের।
ওএফএস।
