সিংড়ায় লিরা জামানের শখের ফুল বাগান
বসতবাড়ির আঙ্গিনায় ফুল-ফলের বাগান করে সফলতা পেয়েছেন লিরা জামান নামে এক নারী উদ্যোক্তা। তার বসতবাড়ির আঙ্গিনায় প্রায় ৩ বিঘা জায়গায় এখন শোভা পাচ্ছে দেশি-বিদেশি ১২০ রকমের ফুল গাছ, ২৫ রকমের আম গাছ ও ১০ রকমের সবজি গাছ।
তার এ সফলতায় ফুল-ফলের বাগান করতে উৎসাহী হচ্ছেন অনেকেই। সারাদিন বাড়ির কাজ, সংসারের কাজের মধ্যে দিয়েই একটি অনলাইনে ‘জায়রাস ফ্যাশন’ নামে একটি পেজের মাধ্যমে অনলাইন ব্যবসাও করছেন লিরা জামান। এর মাধ্যমে নারীদের ব্যবহার্য নানা পণ্য বিক্রি করেন।
নাটোরের সিংড়া পৌর শহরের কাঁটাপুকুরিয়া মহল্লার বাসিন্দা জামান আইটির কর্ণধার ফ্রিল্যান্সার আবু হেনা মোস্তফা জামান রনির সহধর্মিণী লিরা জামান।
সংসারের সব কাজ করে বাগানের যত্ন নিতে কমতি নেই দুই সন্তানের জননী লিরার। ছোটবেলায় বাবার বাড়িতে আর বিয়ের পরে এখন শ্বশুরবাড়িতে বাগানেই যেন কাটে তার বেশি সময়।
প্রায় ২০ বছর আগে ফুল-ফলের বাগান শুরু করেন লিরা জামান। ঢাকা, রংপুর, পাবনা, রাজশাহী, নাটোর, বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে তিনি দেশি-বিদেশি প্রায় ১২০ প্রজাতির ফুল গাছ সংগ্রহ করে বাগান তৈরি করেছেন। তার নিরলস প্রচেষ্টায় বাগানে শোভা পাচ্ছে অসংখ্য ফুল ও ফল।
লিরা জামান ঢাকাপ্রকাশ-কে বলেন, ছোটবেলা থেকে গাছ ও প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই এ বাগানের জন্ম। যখন স্কুলে পড়তাম উপবৃত্তির টাকা পেলে সেই টাকায় গাছ কিনে বাড়ির আঙ্গিনায় লাগাতাম। তখন থেকেই শুরু। আমার গাছের প্রতি মমত্ববোধে কেউ বাধা দেয়নি। বরং সমর্থন পেয়েছি। এখনো আমার স্বামী সার্বক্ষণিক সমর্থন দেন। বাইরে থেকে হরেক রকম গাছ এনে দেন। আমিও কোথাও গেলে নিজেই পছন্দের গাছ সংগ্রহ করি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুল গাছগুলো প্রকৃতির সৌন্দর্য ধরে রেখেছে, যা সবাইকে মুগ্ধ করে। এখান থেকে ফরমালিনমুক্ত ফল ও সবজি পাওয়া যায়। নিজেদের চাহিদা পূরণ করে প্রতিবেশী ও স্বজনদের দেওয়া হয় এসব ফল।
এসএন