বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

‘আইইআরের প্রডাক্টদের অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পরিচালক অধ্যাপক ড. এম. আবদুল হালিম। এবার তারা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করেছেন। র‌্যালি, সেমিনার ও বিতর্ক হয়েছে। এছাড়াও তাদের বিপুল কার্যক্রম রয়েছে সারা দেশ জুড়ে। তার সঙ্গে আলাপ করেছেন ওমর শাহেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের পরিচালক হিসেবে এবারের সাক্ষরতা দিবস নিয়ে আপনার ভাবনা?
আমাদের লিটারেসিতে যে বিষয়টি বলা আছে, আমাদের সাক্ষরতা দিবসের এবারের প্রতিপাদ্য যে বিষয়, সেটি তুমি নিশ্চয়ই জানো। প্রতিপাদ্য বিষয় ছিল আসলে, কীভাবে লিটারেসিকে ট্রান্সফরম করা যায়, ‘টান্সফরমিং লিটারেসি’। এখন বাংলাদেশের সাক্ষরতার হার সত্যিকারভাবে ৭৪.০৪ শতাংশ। এখনো কম। ব্যাপকসংখ্যক অর্থাৎ ২৫. ৯৬ শতাংশ’র মতো শিক্ষাথী কিন্তু লিটারেসির বাইরে আছেন। তাদের এই বয়স সীমা হলো, ১৫ থেকে ৪৫ বছর। সংখ্যায় যদি বলি, তারা ৩ কোটি ২০ লাখের মতো। রিপোর্টেও তুলেছে পত্র, পত্রিকার। এই ব্যাপক সংখ্যার নারী, পুরুষকে সাক্ষরতার বাইরে রেখে একটি দেশের পরিপূর্ণ উন্নয়ন কখনো, কোনোভাবেই সম্ভব হয় না। এর কিন্তু বিশাল ও ব্যাপক প্রভাবও পড়ে। কারণ হলো, শিক্ষার যে আউটপুট সেখানে মৌলিক পার্থক্য ঘটে। সাক্ষরতা জ্ঞানসম্পন্ন একজন মানুষ ও নিরক্ষর একজন মানুষ-তাদের আয়, ইনকাম, রোজগারের মধ্যেও অনেক ডিফারেন্স রয়েছে। একজন জেনে, শুনে বুঝে আয়-রোজগার করছে। আরেকজন না জেনে, না বুঝে তার জীবন ও আয় রোজগারের পথে চলেছে। এখন তাদের অনেকে হয়তো বাহ্যিক বা সাময়িকভাবে বোঝার চেষ্টা করছেন, আমার সন্তান বা আমার নিজের এই লিটারেসি শিখে কী লাভ? বা আমার নিজের এই শিক্ষায় লাভ কী? তখন হয়তো এটি ভাবতেও পারেন যে, আসলে সাক্ষরতায় কী হবে? এজন্য একটি উদাহরণ যদি আমরা দেই-দুইজন একই স্টোরে বা দোকানে চাকরি করেন। মনে কর, কাপড়ের দোকানে; একজনের দেখা গেল, প্রমোশন হয়ে যাচ্ছে বারবার। কারণ তার লিটারেসি বা সাক্ষরতা জ্ঞান আছে। দৈনন্দিন হিসাব-নিকাশ রাখতে পারেন, লিখে রাখতে পারেন। যোগ-বিয়োগ করতে পারেন, সব খাতা কলমে লিখে রাখতে পারেন। তাতে ম্যানেজার ও মালিক হ্যাপি। আরেকজন নিরক্ষর কিন্তু সে শুধু বেচা-কেনায় ভালো ও পটু। কিন্তু সাক্ষরতা ও যোগাযোগীয় বা কোনো ধরণের হিসাবের কাজ রাখতে পারে না লিখে। স্বাভাবিকভাবে তাহলে তার একটি অংশ শুধু ভালো। যিনি সাক্ষরজ্ঞানসম্পন্ন তার আউটপুটও তো অনেক বেশি। স্বাভাবিকভাবে বিশ্বব্যাপী সাক্ষরতা দিবসের যে অঙ্গীকার, একজন শিক্ষিত মানুষকেও যেন বেকার না থাকতে হয়। আমাদের দেশের ক্ষেত্রে অঙ্গীকারটি এরকম যে, বঙ্গবন্ধু সরকার, তিনি যখন দেশ স্বাধীন করেছেন, তখন কিন্তু তার একটি অঙ্গীকার ছিল, একজনও নিরক্ষর থাকবেন না, রাখা হবে না। সেই বঙ্গবন্ধুর দেশ বাংলাদেশ, আমরা দেখি, এই আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে পর, পর তিনবার ক্ষমতায় এসেছে। তাদের ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচনেও একটি বিশেষ অঙ্গীকার ছিল যে, নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়বেন। ২০১৮ সালে কিন্তু তারা তাদের এই অঙ্গীকারের কথা পরিস্কার বলেননি কিন্তু বলেছেন আরো এগিয়ে, সবাইকেই শিক্ষাদান করা হবে। এবার তারা সেই কমিটমেন্ট নিয়ে এসেছেন সাক্ষরতা দিবসের মাধ্যমে। এমনটি থাকা উচিত ও প্রয়োজন। কারণ একটি দেশ গড়তে হলে, মানুষের কাছে যেতে হলে প্রতিটি মানুষকে নিরক্ষর করতে হবে। তাদের যে অর্থনৈতিক ইনপুট, সেটি যেন তারা প্রতিজনে সঠিকভাবে দিতে পারেন, সেটি করা হলেই আমরা আসলে বলব, সত্যিকারের সোনার বাংলাদেশ গড়ার একটি অঙ্গীকার আমরা সাক্ষরতামুক্ত বাংলাদেশের মাধ্যমে পাব।

দিবসটি এবার আপনারা কীভাবে পালন করেছেন? ইনস্টিটিউশনের প্রধান হিসেবে আপনার কর্মতৎপরতা কী ছিল?
এই দিবসটি আমরা প্রথমেই শুরু করেছি একটি র‌্যালির মাধ্যমে। এই সময়ে আমাদের সবারই পরীক্ষা চলছে। তাদের মধ্যে যাদের পরীক্ষা ছিল না, তাদের নিয়ে আমরা দিবসের জন্য কাজ করেছি আগে থেকে। তবে আমাদের সব ছাত্র, ছাত্রীরা শিক্ষা অনুষদের বলে অংশগ্রহণ করেছে। সাবেকরাও এসেছে। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। আমাদের একটি পরীক্ষা ছিল এবং মিটিংও ছিল বিকেলের দিকে। তারপরও দিনটিকে কোনোভাবেই আমরা ভুলে যাইনি। আমাদের ইনস্টিটিউশনাল রেসপনসিবিলিটির মাধ্যমে পালন করেছি। মানুষের মধ্যে আরো সচেতনতা আনার জন্য ও আমাদের চিন্তা-চেতনাকে কাজে লাগানোর জন্য কাজ করেছি। আমরা সেমিনার করেছি। আমরা ভেবেছি, মানুষকে সচেতন করতে হবে ও নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে হবে। এই আন্দোলনের প্রেক্ষিতে আমরা কিন্তু একটি লিটারেসি র‌্যালি তৈরি করেছি। সাক্ষরতা দিবসের র‌্যালিটি থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করেছি। আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় ড. এম. আখতারুজ্জামান সেখানেও সম্পৃক্ত হয়েছেন। তিনি আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন। দেশের প্রতিথযশা শিক্ষাবিদ ও আইইআর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক এবং কিংবদন্তী কারিকুলাম বিশেষজ্ঞ অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি এসেছেন। আমরা সবাই দীর্ঘসময় আলোচনা করেছি, নানা ধরণের করণীয় জানিয়েছি। দিবসের তাৎপর্য তুলে ধরেছি যে, সাক্ষরতার যে অবদান একটি জীবন পরিবর্তনের, একটি দিনবদলের অঙ্গীকার। বলেছি কীভাবে এই পরিবর্তনগুলো নিয়ে আসা যায়। সেই বিশাল ফোকাসগুলো কিন্তু আমাদের এখান থেকে করা হয়েছে। এই কাজটিও আমরা করেছি।

র‌্যালি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করেছে। আপনি এই বিশ্ববিদ্যালয়ের একজন নামকরা ছাত্র ও অধ্যাপক। আপনার কেমন লেগেছে?
আমরা সকালে র‌্যালি করেছি কিন্তু সকালে যতটা চিন্তা করেছিলাম যে আমাদের ভাইস চ্যালেন্সর মহোদয় তার সময় সংকটের কারণে আমাদেরকে সময় দিয়েছিলেন যে ১০টা সোয়া ১০টার মধ্যে আমাদের র‌্যালিটি শেষ করতে হবে কিন্তু আমাদের ছাত্র, ছাত্রী এবং অধ্যাপকরা সবাই একেবারে পৌনে নয়টার মধ্যেই এখানে এসে হাজির হয়েছি। আমাদের র‌্যালি এখান থেকে শুরু হয়েছে। সারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করেছে। র‌্যালির ব্যাপক প্রসারও কিন্তু হয়েছে। আমরা র‌্যালির ভেতরে থেকেই দেখেছি যে-অন্যান্য বিভাগ, ইনস্টিটিউট ও অফিস, সাধারণ জনতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অধ্যাপক, কর্মকর্তা এবং কর্মচারী ও তাদের পরিবার সবার মধ্যে একটি নতুন ডাইমেনশনের জন্ম হয়েছে। তারা সবাই এও বলেছেন যে, তারা আইইআর থেকে প্রতি বছর এই সাক্ষরতা দিবসের করেন। তাদের সহযোগিতা ও সমর্থন জানানো আমাদেরও একটি দায়বদ্ধতা। তাদেরকে অনুপ্রাণিত করা আমাদের দায়বোধের মধ্যেও নিয়ে আসতে হবে। তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি যে, ব্যাপক কাজ হয়েছে র‌্যালিতে। যদি সময় ও সুযোগ থাকলে তাকে বাইরে নিয়ে যেতে পারতাম! যেহেতু পরীক্ষা, পদ্ধতির কাজগুলোও চলছে; স্বাভাবিকভাবে আমরা আর ক্যাম্পাসের বাইরে যাইনি।

দিবসের যে আলোচনা সভা, অনন্য উদ্যোগ হয়েছে। শিরোনাম কী ছিল?
এবারের দিবসের প্রতিপাদ্য তো ছিল ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’। সেমিনারে আমাদের সাবেক পরিচালক অধ্যাপক ও নামী শিক্ষাবিদ ড. সৈয়দা তাহমিনা আখতার সভাপতিত্ব করেছেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন খ্যাতিমান শিক্ষাবিদ ও সাবেক পরিচালক অধ্যাপক ড. আবদুল মালেক। আমাদের সেমিনারের বিষয় ছিল দিবসের শিরোনামই, ‘ট্রান্সফরমিং লিটারেসি ইন দি লার্নিং স্পেস (সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার)’। অংশগ্রহণ করেছি আমি ও সাবেক পরিচালক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমানসহ সবাই। এই সেমিনারে আমরা আসলে আলোচনা নিয়ে এসেছিলাম যে, শিখন ক্ষেত্রের প্রসার কীভাবে করা যায়? যেমন আমরা বলেছি, শিক্ষা বা লার্নিংয়ের ক্ষেত্রে আমরা যদি আমাদের ও সমাজের প্রতিটি ছাত্র, ছাত্রীকে কাজে লাগাতে পারি; সমাজের প্রতিজন শিক্ষিত মানুষকে কাজে লাগাতে পারি, একজন মানুষ যদি আরেকজনকে শিক্ষিত করেন, তিনি আবার আরেকজনকে শিক্ষিত করেন, তাহলে শিক্ষা ও সাক্ষরতা এবং শিক্ষিত করার কার্যক্রমটি স্প্রেড হয়ে যাবে। তাহলেও কেউ কিন্তু নিরক্ষর থাকে না। একারণে প্রত্যেক শিক্ষাথীর মধ্যে সবখানে সচেতনতা ছড়িয়ে দিতে হবে। এ কারণে একসময় ছিল এভাবে কাজ করলে শিক্ষার্থীকে মার্কিং করা হবে-এমন একটি ভালো ব্যবস্থা ছিল। তবে মার্কিং ব্যবস্থায় না গিয়েও এখন কোনো একজন ছাত্র বা ছাত্রী এসএসসি পাশ করেছে, বসে আছে; দুইজন, তিনজনকে সাক্ষরতা দান করেছে। এমনভাবেও খুব ভালো কাজ হয়। যারা শিক্ষিত সমাজ, তারা এভাবে কোনো না কোনো উপায়ে ব্যবস্থা গ্রহণ করলে, তাদের প্রতিজনের দায়িত্ব রয়েছে মানুষ ও সমাজের প্রতি, তারা সমাজ ও দেশের জন্য এভাবেও তো কাজ করতে পারেন। তাহলে সাক্ষরতার হার অবশ্যই বেড়ে যাবে। ফলে সামাজিক মূল্যবোধও তারা আরো ভালোভাবে বুঝতে শিখবেন। এই ধরণের কিছু বিষয়ও আমরা এখানে হাজির করেছি। আরো বলেছি, এই কাজগুলোও কিন্তু করা যায়। এছাড়াও দেশের রাজনৈতিক অঙ্গীকারকেও আমাদের আলোচনায় হাজির করা হয়েছে, যেন তারা যথাযথভাবে পালন করার চেষ্টা করেন। তাহলেও শিক্ষার হার বেড়ে যাবে। আবার অফিশিয়াল যেসব প্রকল্প আছে, কাজ আছে, বাংলাদেশে সরকারের নন-ফরমাল, প্রাইমারি এডুকেশনের যেসব প্রকল্প আছে, যারা গণ সাক্ষরতার ওপর কাজ করছেন, তাদের সবার আরো কার্যকর অংশগ্রহণের সুযোগ আছে। এই বক্তব্যগুলোও আমরা এখানে যুক্তিনির্ভরভাবে তুলে ধরেছি।

আপনি কী বলেছেন স্যার?
আমার মূল বক্তব্য হলো, জাতির প্রতি দায়বদ্ধতা থেকে শিক্ষার হার বাড়াতে হবে, সবাইকে যথাযথভাবে শিক্ষিত করতে হবে। যারা নিরক্ষর আছেন, তাদেরকে কোনোভাবে পিছিয়ে রাখা যাবে না, অবহেলা করা যাবে না, তাদেরকে পেছনে ঠেলেও দেওয়া যাবে না। এই সমাজ ব্যবস্থায় প্রত্যেককে সাক্ষরতা প্রদানের মাধ্যমে সমাজের মূল ধারায়, এডুকেশনের মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে। নিরক্ষরদের সাক্ষরতা প্রদান করতেই হবে।

আর আয়োজন?
এরপর আমরা ছাত্র, ছাত্রীদের আইইআর ডিবেটিং ক্লাবের মাধ্যমে ‘লিটারেসি অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্ট’ নামের একটি বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের সংগঠনটির ফেসবুক গ্রুপে সরাসরি সম্প্রচারিতও হয়েছে।

আপনাদের অসংখ্য ছাত্র, ছাত্রী এখন এডুকেশন এক্সপার্ট হিসেবে কাজ করেন। এনজিওতে চাকরি করেন, সরকারী চাকরি করেন। পিটিআই, সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। তাদের শিক্ষাক্ষেত্রে অবদান কেমন বলে আপনার মনে হয়?
শিক্ষাক্ষেত্রে আমাদের প্রাতিষ্ঠানিক যে অবদান সেটি তো আছেই, আমাদের ছেলেমেয়েরা তো কাজ করছেই। তাদের কাজ খুব ভালো এবং অতি উচ্চমানের। তারা সারা বাংলাদেশে আছে, জিও (গভর্নমেন্ট অর্গানাইজেশন), এনজিতে (বেসরকারী উন্নয়ন সংস্থা) চাকরি করছে। বিশেষ করে এই আইইআর থেকে যারা গ্রাজুয়েট হয়েছে, তারা বাংলাদেশের শিক্ষা এবং উন্নয়ন খাতে নেতৃত্ব দান করছে। তারা বিশাল ভূমিকা রাখছে। আলটিমেটলি আমাদের অবশ্যই বড় ভূমিকা আছে। নিরক্ষরতা দূরীকরণে তাদের ও উন্নয়ন খাতের একটি বিরাট ভূমিকা রয়েছে। তাদের যে কাজ এবং কার্যক্রম সেটির ন্যাশনালিও বিরাট ভূমিকা রয়েছে। তাদের প্রভাব বিস্তারের ক্ষমতাও অনেক রয়েছে। রাখছেও। তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ আমাদের জন্য গর্বের। আইইআরের প্রডাক্ট, আমাদের এই সন্তানদের অবদানকে খাটো করে কখনো দেখার কোনো সুযোগ কোথাও নেই।

(১৩ সেপ্টেম্বর, আইইআর, পরিচালকের কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়।)

Header Ad

খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেছেন উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তাদের এ কুশল বিনিময় হয়।

সেনাকুঞ্জে খালেদা জিয়া পৌঁছালে উপস্থিত সবাই তাকে স্বাগত জানান। অনুষ্ঠানের এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক ও সরকারের উপদেষ্টা তার পাশে এসে দাঁড়ান এবং শারীরিক খোঁজখবর নেন। এ সময় খালেদা জিয়া তাদের অভিনন্দন জানান এবং দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

এ সময় এই ৩ উপদেষ্টা বিএনপি চেয়ারপারসনের কাছে দোয়া চান এবং সরকারের সংস্কার কাজে তার সর্বাত্মক সহযোগিতা চান।

এদিকে সেনাকুঞ্জে গেলে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া এখানে এসেছেন। একযুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি।

Header Ad

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজকেও ছিল এক লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শুক্রবার (২২ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।

এর আগে, সবশেষ গত ১৯ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় টানা চার দফা কমার পর ভরিতে ২ হাজার ৯৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছে গত ২০ নভেম্বর থেকে।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৫১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৩০ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২১ বার।

Header Ad

‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন। কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব তিনি। কথা বলেন নানা ইস্যু নিয়ে। সেই ধারাবাহিকতায় সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার গঠনেও বিভিন্ন সময় নিজের আকাঙ্ক্ষা, প্রত্যাশার কথা জানিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যেও বিভিন্ন বার্তা দিয়েছেন। এবার এমনি একটি বার্তায় দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জনগনের আস্থার বিষয়ে আক্ষেপ জানালেন এই নির্মাতা।

বুধবার (২০ নভেম্বর) আশফাক নিপুন তার ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল, বাসায় বসে বসে দোয়া করেছিল, যার যা সামর্থ্য দিয়ে সহায়তা করেছিল। কারণ, তারা দেখেছিল লড়াইটা আওয়ামী ফ্যাসিস্ট শাসক বনাম সাধারণ ছাত্র-জনতার। এটাও অস্বীকার করার কোনো উপায় নাই যে এই আন্দোলন বেগবান করতে বিরোধী সকল দলের কর্মীদের ভূমিকা অনস্বীকার্য। তাদের সংগ্রামও গত দেড় দশকের। কিন্তু এটা যদি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যকার লড়াই হতো তাহলে সাধারণ মানুষ এই লড়াই থেকে দূরে থাকত। সেই প্রমাণ বিগত ১৫ বছরে আছে।

‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’

কারণ হিসেবে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ এখনো দেশের কোনো রাজনৈতিক দলকেই পুরোপুরি বিশ্বাস করতে পারে না। এটাই বাস্তবতা। এই বাস্তবতা মেনে সকল রাজনৈতিক দলগুলোর উচিত কীভাবে সাধারণ জনগণের ভেতর নিজের দলের প্রতি আস্থা তৈরি করা যায় সেই বিষয়ে নিরলস কাজ করা। এই আস্থা ক্ষমতায় গিয়ে অর্জন করা সম্ভব না। কারণ, সাধারণ মানুষ আজীবন এস্টাবলিশমেন্টের বিপক্ষে। এই আস্থা অর্জন করতে হয় ক্ষমতা বলয়ের বাইরে থেকেই।

নিপুন আরও লিখেন, অরাজনৈতিক সরকার দিয়ে দীর্ঘদিন দেশ চালানো যেমন কাজের কথা না ঠিক তেমনি রাজনৈতিক সরকার হতে চাওয়া সকল রাজনৈতিক দলগুলোর বোঝা উচিত মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে সকল প্রকার পূর্বানুমান (যেমন- বর্ষাকালে আন্দোলন হয় না, নির্বাচনের আগেই কেবল জোরেশোরে আন্দোলন হয়, ঘোষণা দিয়ে বিরোধী সকল পক্ষ আন্দোলনে শামিল না হলে সফল হয় না) অগ্রাহ্য করেই। সেটা সম্ভব হয়েছে সাধারণ মানুষের ন্যায্যতার আকাঙ্ক্ষা থেকেই।

সবশেষ এই নির্মাতা লিখেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষার দুই পয়সার দাম দেন নাই। সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষা, ইচ্ছা আর দেশপ্রেমকে পুঁজি করে অরাজনৈতিক এবং রাজনৈতিক যারাই রাজনীতি রাজনীতি খেলতে চাইবে, তাদের দশাও কোন একসময় যেন পলাতক শেখ হাসিনার মতো না হয়, সেই বিষয় নিশ্চিত করতে হবে তাদেরকেই।

Header Ad

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’
‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার
সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না
নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
ডিএনএ টেস্টের ফলাফল: ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ছিলেন ক্যামেরুনের
জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা সেই শাহজাহান ওমর গ্রেপ্তার
মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া
‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’, এমন কথা বলেননি ট্রাম্প
লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি কিশোর-কিশোরী
ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত