তুমি বন্ধু ছবি তোলো?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাঁতার এবং ওয়াটার পোলোতে ছয় বারের টানা চ্যাম্পিয়ন কিংশুক পার্থ অসাধারণ আলোকচিত্রী। তার আছে আরো অর্জন, নানা গুণ।
ভালো নাম ‘পার্থ বণিক’। তবে সাংবাদিকতায় আমি ‘কিংশুক পার্থ’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ ও সাংবাদিকতায় অনার্স, মাস্টার্স। এরপর এখান থেকে ‘ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন’, আধুনিক ভাষা ইনস্টিটিউটের ‘ডিপ্লোমা ইন স্পোকেন ইংলিশ’। বিশ্ববিদ্যালয়ের পরিচিত আলোকচিত্রী। ক্যাম্পাস সাংবাদিক। অর্থসূচক ২৪. কম, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ, দৈনিক কালের কন্ঠ’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। ‘দি ডেইলি এশিয়ান এজ’, ‘দি ডেইলি বিজনেস পোস্ট’র আলোকচিত্র সাংবাদিক। আমার শেষ সংবাদ লেখা আজকের পত্রিকায়। এখন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘অ্যাকশন এইড’র অ্যাসোসিয়েট কমিউনিকেশন অফিসার।
বয়সে ২৯। জন্ম হুমায়ূন আহমেদ ও যতীন সরকারের নেত্রকোনা। স্কুল-কলেজ থেকে ছবি তুলতে ভালোবাসি। অনেক ছবি তুলেছি। এখন ঢাকার কাউন্টার ফটো ইনস্টিটিউটে ‘ডিপ্লোমা ইন ফটোগ্রাফি’ পড়ছি। খেলোয়াড় হিসেবে সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে টানা ৬ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি আমি। সাইকেল চালাতে ভালোবাসি। ২০১৬ সালে গড়া ‘চিটাগং ইউনির্ভাসিটি সাইকিং ক্লাব’র আমি প্রতিষ্ঠাতা। নদী বাঁচাতে কাজ করি। ‘রিভারাইন পিপল’র ভালান্টিয়ার কো-অর্ডিনেটর ছিলাম। রোভার স্কাউটিং, কালের কন্ঠের শুভসংঘ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তরুণ স্বেচ্ছাসেবক, চিটাগং ইউনর্ভাসিটি ফিল্ম সোসাইটি, সনাতন ধর্ম পরিষদ সদস্য।
এবার আমার ছবি। অনুরাগ ছোট থেকে। ছবি আমার প্রতিবাদের নির্বাক অস্ত্র। দেশে ও বাইরের ৩১টি প্রদর্শনীতে আমার ছবি স্থান লাভ করেছে। বাংলাদেশে ৩টি একক আলোকচিত্র প্রদর্শনী করতে পেরেছি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে বিষয়ভিত্তিক কাজ করে ২০১৭ সালে ইউনাইটেড নেশন ফটোগ্রাফি অ্যাওয়ার্ড (ইউএনএফএ) জয় করেছি। তুলতে ভালোবাসি প্রকৃতি, পরিবেশ, ছিন্নমূল পথশিশু, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, শরণার্থী ও মানবাধিকারের ছবি। পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গি ও সংস্কৃতিকে ক্যামেরার লেন্সে আটকে রাখতে চাই।
ছবি : ১. শহরে সবুজায়ন-ছাদ বাগান। ২. ছিন্নমূল কিশোরীদের বৃষ্টি বিলাস। ৩. পানি নেই-বহুদূর থেকে বহু কষ্টে গরীবের বৌয়ের খাবার পানি সংগ্রহ। ৪. হিন্দুদের তীর্থকেন্দ্র সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড় ৫. পাহাড়ের ওপরের চন্দ্রনাথ মন্দির।
ওএফএস।