শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

অভিমানী অ্যান্টনি গনসালভেস

অ্যান্টনি গনসালভেস ভারতের গোয়া অঙ্গরাজ্যের মানুষ। ব্রিটিশ ভারতে, ১৯২৭ সালে জন্ম, ১২ জুন। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। অল্প বয়সেই সঙ্গীতশিল্পী বাবার শিক্ষাগুলো আত্মস্থ করেছেন। কিশোর কালে গেয়ান সঙ্গীতশিল্পীদের সঙ্গে এক হতে বম্বে চলে গিয়েছেন। নওশাদের দলেই এই আধো, আধো ভায়োলিন বাদকের যাত্রা। তার দলটির জন্ম ১৯৪৩ সালে। তারা কাজ করেছেন সব বিখ্যাত চরিত্র-অনিল বিশ্বাস, গুলাম হায়দার, সাইয়াম সুন্দর, শচীন দেব বর্মণ, তার ছেলে আর. ডি. বর্মণ ও পেয়ারে লাল।
১৯৫০’র দশকের মাঝামাঝিতে গোয়ার নিজস্ব, হারানো সঙ্গীত সম্পদ-সিম্ফনির সুধাকে হিন্দুস্তানী মেলোডি ও সিনেমার ছন্দগুলোর সঙ্গে এক করতে আবার নতুন জীবন শুরু করলেন অ্যান্টনি গনসালভেস। তিনি অত্যন্ত নামকরা ভায়োলিন বাদক ছিলেন। ১৯৫০ ও ১৯৬০’র দশকের ভারতের সবচেয়ে সেরা পরিচালকদের সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে খ্রিস্টান এই সঙ্গীতবিদের। বি.আর. চোপরার ‘নয়া ধুর’, ‘ওয়াক্ত’, গুরু নওশাদের ‘দিল্লাগি’তে তার অধীনে কাজ করেছেন ও নিজের প্রতিভার ছাপ রেখেছেন। চেতন আনন্দের ‘হাকিকত’-এ কাজ করেছেন।`পয়সা’র জন্যও চিরকাল বেঁচে থাকবেন। তিনি ১৯৪৫ সালের ছবি ‘পেহিলি নজর’, ১৯৪৯ সালের ‘মহল’, ১৯৫০ সালের ‘দোলাক’-এই তিনটি ছবিতে মিউজিক অ্যারেঞ্জার হিসেবে কাজ করেছেন। 
১৯৫৮ সালে অ্যান্টনি গনসালভেস ভারতে সিম্ফনি অর্কেস্টা দল গড়ে তোলেন। নাম ‘দি ইন্ডিয়ান সিম্ফনি অর্কেস্টা’। লতা মুঙ্গেশকার ও মান্না দের সলো অনুষ্ঠানগুলোর জন্য তিনি দলটি গড়েছিলেন। তারা তাদের একক শোতে কাজ করতেন। সেগুলো হয়েছে বম্বের ‘সেন্ট জেভিয়ার্স কলেজ’-এ।
১৯৬৫ সালে গনসালভেজ ভারতীয় সিনেমা শিল্প থেকে সরে গেলেন ও চলে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তিনি শিক্ষাবৃত্তি পেয়েছিলেন নিউ ইয়র্কের ‘সিরাকিইজ ইউনির্ভাসিটি’তে। চার্চের প্রতিষ্ঠিত ও পরিচালিত, ১৮৭০ সালের পুরোনো ও ঐতিহ্যবাহী একটি বেসরকারী, গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়। তবে ১৯২০ সাল থেকে অসাম্প্রদায়িক নীতিতে চলছে। সেখানে গিয়ে অ্যান্টনি হলেন একজন সদস্য ‘দি আমেরিকান সোসাইটি অব কম্পোজারস, পাবলিশারস অ্যান্ড অথরস’র।
শেষ জীবনে চলে এলেন মাতৃভূমি ভারতে। সেই যে গ্রাম, যেখানে জন্মেছিলেন, সেখানেই কৃতবিদ্য মানুষটি তার শেষ ঠিকানা নিলেন। একসময় পর্তুগিজদের দখলে থাকা গোয়ার গ্রামটির নাম ‘মাজোরদা’। ফের সঙ্গীত রচনা, সুর তৈরি, গান গাওয়া ও লেখার জীবন তার ভারতের মাটিতে। তবে ভারতের হিন্দি ছবিতে ফেরা হলো না অভিমানে। নিউমোনিয়ায় রোগে তার ফুসফুসে প্রদাহ হয়েছিল। নিম্ম রক্তচাপ ছিল। ১৮ জানুয়ারি ২০১২ সালে এই মহান সঙ্গীতবিদ চলে গেলেন।
বলিউডের প্রথম মিউজিক অ্যারেঞ্জার হলেন এই অ্যান্টনি গনজালভেস। শব্দটি সিনেমা ও গানের ভুবনের সবার জানা। তিনি একজন কিংবদন্তী মিউজিক অ্যারেঞ্জার (যারা নানা ধরণের শিল্পীকে একটি শিল্পকর্মের জন্য যোগাড় ও তাদের পরিচালনা করেন) ছিলেন। আগের দিনে, অ্যান্টনিদের সময়ে গানের লাইনগুলোকে ঘিরেই সঙ্গীত তৈরি করা হতো। গানটি যখন সঙ্গীত পরিচালক ও শিল্পী মিলে গাইতেন, যন্ত্রসঙ্গীতকাররা তাদের নৈপুণ্য প্রদর্শন করতেন। এভাবেই গানগুলো অক্ষয় হয়েছে। অ্যান্টনি গনসালভেসই প্রথম ‘স্টাফ নোটেশন’ প্রদান করেছেন বলিউডের গানের ভুবনকে। ফলে যন্ত্র সঙ্গীতশিল্পীরা তাদের কাছে যা চাওয়া হলো, ঠিক তাই দিতে পারতেন। তাতে হিন্দি সিনেমার গানের ভুবন চিরকালের জন্য বদলে গেল। আরো উন্নতির পথ ধরলো। তিনি গানের দুটি অন্তরার মাঝের সময়ে তার সঙ্গীত বোধকে ব্যবহার করে সুরকে বিস্তার করতে পারতেন দারুণভাবে। এই স্বীকৃতিও তাকে খ্যাতি দিয়েছে। মদন মোহন, এস.ডি বর্মণের মতো সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করে তাদের তৈরি করেছেন। এছাড়াও অনেক তরুণ শিল্পীকে হাতে ধরে শিখিয়েছেন স্টাফ নোটেশন। ফলে তারা পূর্ণতা পেয়েছেন ভালোবাসার গানের ভুবনে।
অ্যান্টনি গনসালভেস বিবাহিত ছিলেন। তার স্ত্রী আগেই গত হয়েছেন। একমাত্র মেয়ে লক্ষ্মী গনসালভেস একজন পেশাদার চিত্রশিল্পী। তার বাবা মারা গিয়েছেন তার গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ২০১২ সালের ১৮ জুন। তখন তার বয়স ৮৪ বছর।
তবে এই মানুষটিকে পেয়ারে লাল গানের মাধ্যমে, ছবিতে চরিত্র হিসেবে নিয়ে আসার আগ পর্যন্ত বম্বের শিল্পীদের ছোট একটি ভুবনের বাইরে আর কেউই চিনতেন না। তার নামটিও তেমন জানা ছিল না। তিনি ১৯৬০’র দশকেই কিশোরকালের ভালোবাসার এই ভুবন ছেড়ে চলে গেলেন।
যখন বলিউডের কিংবদন্তী সঙ্গীত পরিচালক লক্ষ্মীকান্ত-পেয়ারে লাল গীতিকার আনন্দ বক্সির সঙ্গে ‘অমর, আকবর, আন্টনি’ সিনেমার গানগুলো নিয়ে বসলেন, ‘মাই নেম ইজ অ্যান্টনি ফার্নান্দেজ’ গানটির সুর আবেদন তৈরি করতে পারছে না। এই নিয়ে কাজ করতে, করতে পেয়ারে লাল তার গুরু অ্যান্টনি গনসালভেসের নামে এই চরিত্রটির নাম রাখতে অনুরোধ করলেন। এভাবেই তার ভায়োলিন শিক্ষককে অমর করে রাখতে চাইলেন তিনি। সেখানে উপস্থিত সিনেমাটির পরিচালক মদন মোহন দেশাই সঙ্গে, সঙ্গে ভাবনাটি গ্রহণ করলেন। তিনিও জানতেন, অ্যান্টনি গনসালভেস আছেন, একজন কিংবদন্তী। একটি ছবিতে সত্যিকারের নামে থাকছেন তিনি। তার জীবন থাকছে সেলুলয়েডে চিরকালের মতো বলিউডের ভুবনে।
এরপর অমিতাভ বচ্চন ১৯৭৭ সালের হিট ছবি ‘অমর, আকবর, অ্যান্টনি’ ছবিতে তার চরিত্র করেছেন। তার নামে বিখ্যাত গানটি হলো অমিতাভের কন্ঠে ও পেয়ারে লালের সুরে, ‘মাই নেম ইজ অ্যান্টনি গনসালভেস’। ভারতের হিন্দি গানের ভুবনে অত্যন্ত বিখ্যাত ‘হেমোগ্লোবিন ইন দি অ্যাটমোসফেরিক প্রেশার ইন দি কান্ট্রি’তে গানের শুরু। চটুল ধারার, রসাত্নক, কিশোর কুমার গেয়েছেন। অমিতাভের অভিনয়েও চিরস্মরণীয় হয়ে আছেন। যেখানে পেয়ারে লাল তার ভায়োলিন শিক্ষক ও গুরুর প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশে করেছেন।
‘কোনোদিনও বুড়ো হবে না গানটি’ বলেন বোদ্ধারা। গানের ও সিনেমার অন্যতম চরিত্র, অমিতাভ বচ্চনের রূপদান করা, অ্যান্টনি গনসালভেস সত্যিকারের উৎসাহমূলক চরিত্র। জীবনীধর্মী ছবিটি মশলা ধারার-ধর্মীয় সহনশীলতার দারুণ গল্প। পরিচালক মনমোহন দেশাই, লিখেছেন কাদের খান। প্রধান তিন অভিনেতা বিনোদ খান্না, ঋষি কাপুর ও অমিতাভ। তিনি অ্যান্টনির জীবনী অবলম্বনে খ্রিস্টান ছেলের চরিত্র করেছেন। তাদের বিপরীতে শাবানা আজমি, নিতু সিং (এখন ঋষির স্ত্রী) ও পারভীন ববি। তিন ভাইয়ের গল্প যাদের তিন ধরণের বিশ্বাস-হিন্দু, ইসলাম ও খ্রিস্টান। লক্ষ্মীকান্ত-পেয়ারে লাল দুজনে সঙ্গীত পরিচালক। গীতগুলো লিখেছেন আনন্দ বক্সি। ২৭ মে মুক্তি পাওয়া ছবিটি ২০২০ সাল পর্যন্ত ৪৬ মিলিয়ন রূপী আয় করেছে। বছরের সবচেয়ে বিক্রি হওয়া সিনেমা ছিল তখনই। সেবারের ২৫তম ফিল্ম ফেয়ারে ছবিটি সেরা অভিনেতা, সেরা সঙ্গীত পরিচালক ও সেরা এডিটিংয়ের পুরস্কার জয় করেছে।
অমিতাভ তার সেরা সময়ে সেরা নায়কদের ভীড়ে যাকে পর্দায় ফুটিয়েছেন, তিনি ভারতের অনেক বিখ্যাত সঙ্গীতশিল্পীর শিক্ষাগুরু ছিলেন। এক আর. ডি. বর্মণের নামই তো যথেষ্ট। পেয়ারে লাল বলেছেন, ‘আমার ওস্তাদ অ্যান্টনি গনসালভেস রাগ প্রধান কম্পোজিশনে বিশ্বাস করতেন।’ তিনিই ওস্তাদের নামে অমিতাভের জন্য চরিত্রটির নাম রাখতে অনুরোধ করেছিলেন দেশাইকে। এরপর ঘরে, ঘরে নামটি ছড়িয়েছে। ফলে অ্যান্টনি গনসালভেস বেঁচে গিয়েছেন। অথচ বলিউডের লোকেরা বিশ্বাস করেন, কারো বলিউডের ক্লাসিক্ল্যাল মিউজিকের জ্ঞান থাকলেই তিনি এই নামটি শুনেছেন। যিনি গানের একটি রহস্য, একজন নায়ক ও ভুলে যাওয়া একটি চরিত্র। একটি আমোদ ও একজন অত্যন্ত সিরিয়াস মানুষ। একটি মিথ। মূলধারাতে এসেছেন তাদের ওই ছবিতে, সবার সামনে প্রথম। ইস্টারের দিনে পারভীন ববির মাধ্যমে প্রথম পর্দায়। সুপার-ডুপার হিট ‘অমর, আকবর, অ্যান্টনি’ পরে তামিল ভাষায় রিমেক হয়েছে। তেলেগুতে, মালায়ালামেও। পরের বছরই পাকিস্তান অনানুষ্ঠানিকভাবে তৈরি করেছে পাঞ্জাবি ভাষায়, একই নামে।
বলিউড এই অসাধারণ সঙ্গীত পরিচালক ও প্রবল হিট ছবিটিকে ভুলতে পারেনি। ২০০৮ সালে তার নামেই ‘মাই নেম ইজ অ্যান্টনি গনসালভেস’ তৈরি হলো। পরিচালক ঈশ্বর নিভাস। সেখানে অ্যান্টনির চরিত্র করেছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। তবে ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে নানা কারণে। এছাড়াও ‘অ্যান্টনি গনসালভেস’ নামে ‘রাজ কমিকস’ নামের একটি ভারতীয় কমিক বুক প্রকাশনা সংস্থা বই করেছে। সেখানে তার নায়ক চরিত্র। প্রতি রাতে নিজের গুহা থেকে বেরিয়ে পড়ে। যারা আত্মহত্যা করতে যায়, তাদের বাঁচায়। তাদের ভেতরের শয়তানকে হারিয়ে দেয়। দিনের বেলা সে একজন অসাধারণ ভায়োলিন বাদক।
তার জীবনের ওপর ৫৮ মিনিটের একটি প্রামাণ্যচিত্র বানানো হয়েছে ভারত সরকারের তরফে। ২০১০ সালের ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই)’-তে তাকে শ্রদ্ধা জানানোর জন্য প্রদর্শন করা হয়েছে। ‘স্পেশাল জুরি বোড অ্যাওয়ার্ড’ পেয়েছে। পরে অসংখ্যবার, নানা জায়গাতে দেখানো হয়েছে।
তার নামটি আরো আছে গ্রেগরি ডি. বুথের বইতে। তিনি ভারত, জনপ্রিয় গানের ধারা ও গান শিল্প নিয়ে আগ্রহী। তার বিখ্যাত বই “বিহাইন্ড দি সার্টেন : মেকিং মিউজিক অব মুম্বাই’জ ফিল্ম স্টুডিওজ (পদার আড়ালে : মুম্বাইয়ের ফিল্ম স্টুডিওগুলোর গান তৈরি)”। এই বইতে উল্লেখ করেছেন, ‘এই স্বল্প খ্যাতি লাভ করা মানুষটি, তিনি অনেকের শিক্ষক ছিলেন। তবে সবসময় পর্দার আড়ালে থাকতেন। তাকে সবার কাছে জনপ্রিয় ও পরিচিত করে দিলো, লক্ষ্মীকান্ত-পেয়ারে রালের কাজের অন্ধভক্তদের কাছেও চিনিয়ে দিলো প্রথমবারের মতো ওই গান ও ছবিটি।’
তিনি মারা যাওয়ার পর পেয়ারে লাল বলেছেন, ‘১৯৭৭ সালে ছবিতে যখন আমরা কাজ করেছি, আমাদের ছবির গানটি তার নামে অমিতাভ ও কিশোরকে দিয়ে বানিয়ে আমি তার প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে চেয়েছি। তিনি আমার গুরু ও একজন সঙ্গীত সাধু। জীবনের শেষ তিনটি বছর ভালো ছিলেন না। আমি নিয়মিত দেখতে গিয়েছি। এই মানুষটির কাছে মোটে ১৪ বছর বয়সে গিয়েছিলাম। বলেছিলাম, আমার বাবা একজন সঙ্গীত শিল্পী হলেও আপনার কাছেই শিখতে চাই। ভারতীয় ও পাশ্চাত্যের সঙ্গীতযন্ত্রগুলো আমি তার কাছেই বাজাতে শিখেছি। অনেক বছর তার ছাত্র ছিলাম। আজীবনেরও বটে। কোনোদিনও কোনোকিছুর জন্য মানুষটি আমার কাছ থেকে একটি পয়সাও নেননি। তিনি আমাকে সন্তানের মতো, ছেলের আদরে মানুষ করেছেন। একজন সত্যিকারের শিল্পী ছিলেন। তিনি শিল্পীদের শিল্পী। সঙ্গীতের খ্যাতির জন্য কাজ করেছেন জীবনভর, নিজের জন্য নয়। যদিও ভারতের হিন্দি ছবির সব বিখ্যাত সঙ্গীত পরিচালকের সবচেয়ে বেশিজনের সঙ্গে তিনিই কাজ করেছেন। মিউজিক অ্যারেঞ্জার ছিলেন প্রায় ৪শ ছবিতে, ২শ গানে কাজ করেছেন অ্যান্টনি গনজালভেস ১৯৪৩ থেকে ১৯৬৫ সালের হিন্দি সিনেমার ক্যারিয়ারে। আমি তার কাছে অত্যন্ত ঋণী। আমাকে সারাজীবন গাইড করেছেন। আমি তার কাছে শিখতে পেরে সৌভাগ্যবান।’
ওএফএস।

Header Ad
Header Ad

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি

চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। ঢাকার ভাটারা থানায় গৃহকর্মী পিংকি আক্তার এই অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) পিংকি আক্তার এ জিডি করেন। অভিযোগে বলা হয়েছে, পরীমণির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গৃহকর্মীকে মারধর করা হয়।

 

ছবি: সংগৃহীত

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে গৃহকর্মী থানায় জিডি করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

Header Ad
Header Ad

পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিস্তৃতি এতদূর গিয়েছে যে, জনমানবহীন দ্বীপপুঞ্জও এর আওতায় এসেছে। ভারত মহাসাগরে অবস্থিত অ্যান্টার্কটিকার জনশূন্য হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জের ওপরও যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে।

এই দ্বীপপুঞ্জে মানুষের কোনো বসবাস নেই, সেখানে শুধু পেঙ্গুইন, সিল এবং পরিযায়ী পাখিরা বসবাস করে। কিন্তু যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির অংশ হিসেবে এই দ্বীপপুঞ্জের ওপরও ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এর পাল্টা হিসেবে দ্বীপগুলোও যুক্তরাষ্ট্রের পণ্যে একই হারে শুল্ক আরোপ করেছে!

অস্ট্রেলিয়ার সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপ বিশ্বের অন্যতম প্রত্যন্ত ও দূরবর্তী জনশূন্য অঞ্চল। আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের ফ্রেম্যান্টল বন্দর থেকে সেখানে পৌঁছাতে জাহাজে কমপক্ষে ১০ দিন সময় লাগে। দ্বীপগুলোর বাসিন্দারা শুধুই বিভিন্ন প্রজাতির সংরক্ষিত পাখি, সিল এবং পেঙ্গুইন।

ট্রাম্পের এই শুল্ক নীতির বিস্তার নিয়ে অনেকে বিস্মিত। জনমানবহীন দ্বীপপুঞ্জের সঙ্গে শুল্ক-সংক্রান্ত বিরোধ সত্যিই নজিরবিহীন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Header Ad
Header Ad

নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে দিয়ে অতীতে ভারতে পালিয়ে গিয়েছিলেন। এবার তিনি ফের একই কৌশলে মাঠে নেমেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় উদ্ধারের জন্য তিনি নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে রাজপথে নামার নির্দেশ দিয়েছেন।

একটি টেলিফোন কথোপকথনে শেখ হাসিনা স্পষ্টতই বলেছেন, সামনে ও পেছনে দুই ভাগে বিভক্ত হয়ে মাঠে নামতে হবে। সামনের গ্রুপ আক্রান্ত হলে পেছনের গ্রুপকে প্রতিহত করতে হবে এবং হামলাকারীদের চরম শিক্ষা দিতে হবে।

বুধবার গণমাধ্যমের হাতে আসা একটি ফোনালাপে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যে কোনো মূল্যে পুনরুদ্ধারের জন্য নির্দেশ দেন শেখ হাসিনা। দিল্লি থেকে টেলিফোনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বর্তমানে বিদেশে পলাতক নুরুন্নবী চৌধুরী শাওনকে তিনি এই নির্দেশ দেন।

এই নির্দেশনার পর আওয়ামী লীগের ভেতরেই ক্ষোভের সঞ্চার হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা গণমাধ্যমকে জানান, ‘শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত এবং কিছু হাইব্রিড আওয়ামী লীগারের দুর্নীতির কারণে দল আজ এই পরিস্থিতিতে পড়েছে। অথচ নেত্রীর এবং তার পরিবারের কোনো ক্ষতি হয়নি। তারা নিরাপদে আছেন, কিন্তু সাধারণ নেতাকর্মীরা পথে পথে মার খাচ্ছেন। এখন তিনি আবার তাদের বিপদে ঠেলে দিতে চান।’

টেলিফোন কথোপকথনে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘তোমরা এত বড় বড় কথা বলো, অথচ এখনো কেন্দ্রীয় কার্যালয় উদ্ধার করতে পারলা না! ৫০ থেকে ১০০ জন লোক গেলে কি তোমাদের সবাইকে মেরে ফেলা হবে? লাখ লাখ লোক ঢাকায় আনার কথা বলো, অথচ একটা অফিস উদ্ধার করতে পারো না! যেভাবেই হোক, দলীয় কার্যালয় পুনরুদ্ধার করতে হবে—এটাই আমার শেষ কথা।’

জবাবে নুরুন্নবী চৌধুরী শাওন জানান, পরিকল্পনা করা হলেও কিছু কারণে সেটি বাস্তবায়ন করা হয়নি। তিনি আরও বলেন, ‘আপনার নির্দেশেই আমরা কাজ করব। শুধু ভোলা থেকেই ২০ লাখ লোক ঢাকায় সমবেত হবে। যখনই আপনার ডাক আসবে, আমরা তিন থেকে চার লাখ লোক নিয়ে ঢাকায় আসব।’

টেলিফোন আলাপে শেখ হাসিনা আরও কিছু নির্দেশনা দেন। তিনি বলেন, ‘ছোট ছোট বিক্ষোভের দরকার নেই, বড় আকারে মিছিল করতে হবে। সামনে একটি গ্রুপ থাকবে, পেছনে আরেকটি গ্রুপ। কেউ হামলা করলে পাল্টা আক্রমণ চালিয়ে তাদের শিক্ষা দিতে হবে। কেউ কাউকে কিছু দেবে না, নিজেদের অধিকার নিজেরাই আদায় করতে হবে।’

ফাঁস হওয়া কথোপকথনে শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ড. ইউনূস সব জায়গায় মিথ্যা কথা বলছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা এবং তাদের বাড়িঘরে হামলার তথ্য সংগ্রহ করো। ছবি তোলো, ভিডিও করো এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করার প্রস্তুতি নাও।’

জবাবে নুরুন্নবী চৌধুরী শাওন জানান, ইতোমধ্যে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে, এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘শেখ হাসিনা ও তার পরিবারের বেশির ভাগ সদস্য এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখন বিদেশে আরামে আছেন। অথচ তারা দেশে থাকা নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন, যাতে তারা জীবনের ঝুঁকি নিয়ে ফের রাস্তায় নামে। কিন্তু একজন দুর্নীতিবাজ নেত্রীর জন্য সাধারণ নেতাকর্মীরা কেন ঝুঁকি নেবে?’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যে কৌশলে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে, সেটি সফল হবে বলে মনে হয় না। সাড়ে ১৫ বছরের অপশাসন, দুর্নীতি, লুটপাট, খুন-গুমের কোনো অনুশোচনা তাদের মধ্যে নেই। বরং তারা নিজেদের শাসনামলকে গৌরবান্বিত করার চেষ্টা করছে।’

উল্লেখ্য, ছাত্র-জনতার ব্যাপক গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং দিল্লিতে পালিয়ে যান। সেখান থেকেই তিনি বিভিন্ন সময়ে দলের নেতাকর্মীদের টেলিফোনে নির্দেশনা দিচ্ছেন। সম্প্রতি তার একাধিক ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো
লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বিএনপি সমর্থকের বসতবাড়ি, গ্রেপ্তার ৯
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসারণ করল আদালত
গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা
নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: টুকু
যৌথবাহিনীর অভিযান: ৭ দিনে গ্রেপ্তার ৩৪১
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো নারীর
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, হোটেলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ব্যাংককে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ
রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংহের ইয়াসিন নিহত
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা