২৫ বছর ধরে হোটেল-রেস্তরাঁয় পানি দেন নূর
পটুয়াখালীর পৌর শহরের হোটেল-রেস্তরাঁয় কলসি ও বালতিতে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করেন মোহাম্মদ নূর হোসেন।
গত ২৫ বছর ধরে কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত দোকানে দোকানে ভাঙা ভ্যানে করে পানি টেনে জীবন নির্বাহ করেন নূর হোসেন। তার স্ত্রী ও দুই মেয়ে এক ছেলে নিয়ে ছোট্ট একটা সংসার।
প্রতিদিন কত টাকা উপার্জন করেন নূর হোসেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রতি বালতিতে ও কলসে ৫ টাকা করে পাই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করি তারপর বাড়ি যাই। বেশির ভাগ সময় শরীর খুব ক্লান্ত থাকায় বাড়িতে চলে যাই। দুই থেকে আড়াইশত টাকার বেশি হয় না।
তিনি আরও বলেন, সারাদিন পানি টানার কাজে ব্যস্ত থাকায় বছরের বেশিরভাগ সময় দুপুরে ভাত খাওয়া হয় না। আর বাড়িও যাওয়া হয় না। বেশিরভাগ সময় দুপুরে রুটি আর চা খেয়েই থাকি।
নূর হোসেন জানান, নিজের কোনো সম্পত্তি না থাকায় পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে সরকারি সম্পত্তিতে খুপড়ি ঘরে বসবাস করেন নূর হোসেন। মানবেতর জীবনযাপন করছেন তিনি। খালি পা, ছেঁড়া-ময়লা জামাকাপড় নিয়ে পানি টেনে এভাবেই যুগের পর যুগ চলছে নূর হোসেনের জীবন সংগ্রাম।
মের্সাস শাহীন হোটেল অ্যান্ড রেন্টুরেন্টের ম্যানেজার বলেন, নূর হোসেন আমাদের হোটেল চালুর পর থেকেই এখানে পানি দিয়ে আসছে। আগে প্রতি কলসে নিত তিন টাকা এখন নেয় পাঁচ টাকা এদিয়েই ওর সংসার চলে।
এসএন