হারিয়ে যাচ্ছে নেত্রকোনার সীমান্ত এলাকার ঘোড়ার গাড়ি
কয়েক বছর আগেও নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় বরুয়াকোনা বিভিন্ন গ্রাম থেকে ঘোড়ার গাড়িতে করে চলাচল করেছে এ অঞ্চলের মানুষ। বিভিন্ন গৃহস্থালি প্রয়োজনীয় পণ্য আনা-নেয়া করা হতো। কিন্তু কালের পরিক্রমায় এখন তা হারিয়ে যেতে বসেছে। ঘোড়ার গাড়ির স্থানে জায়গা করে নিচ্ছে যন্ত্র চালিত যান। এতে হারাতে বসেছে ঐতিহ্যের এই বাহনটি।
কলমাকান্দা উপজেলা সদর বাজার থেকে বরুয়াকোনা অন্তত ৩ কিলোমিটার দূরে অবস্থিত।এই বরুয়াকোনা বাজার থেকে বিশেষ করে বিভিন্ন গ্রাম শ্রীপুর, নতুন বাজার, বাদশাহ গোবিন্দপুর, রংছাতি ও পাচগাও গ্রাম থেকে ঘোড়ার গাড়িতে করে যাত্রীরা উপজেলা শহরে আসত। আবার বাড়িতে ফিরে যেত ঠিক তেমনিভাবে। পাটকাঠি থেকে শুরু করে হাঁস মুরগিসহ বিভিন্ন পণ্য সেই ঘোড়ার গাড়িতে করেই আনা নেওয়া হতো।
কলমাকান্দায় আধুনিক যানবাহন অটোরিকসা, রিকসা, হোন্ডাসহ বিভিন্ন যানবাহন হওয়ার পর থেকেই এই ঘোড়াগাড়ি বিলুপ্ত হয়ে যাচ্ছে । অন্যদিকে ঘোড়ার গাড়ির চালকরা বলছেন, যে এলাকায় ঘাস বা চারণভূমির অভাবে ঘোড়াকে লালন পালন করা সম্ভব হচ্ছে না। ফলে ঘোড়া গাড়ি চালানো সম্ভব হচ্ছে না আগের মত। অনেকে চালক সরকারি ঋণ দাবি করছেন।
কলমাকান্দা বাজারের বিভিন্ন সড়ক বিশেষ করে বাঁকুড়ার সড়ক খানাখন্দে ভরা । ফলে বর্ষাকালে জলাবদ্ধতার সৃষ্টি হয় । বিভিন্ন স্থানে যার জন্য ঘোড়ার গাড়ি চলাচল করতে পারছে না। এই হলো এখানকার সর্বশেষ পরিস্থিতি।
কলমাকান্দা উপজেলা নির্বাহি কর্মকর্তা আবুল হাসেম জানিয়েছেন, চালকরা ঘোড়ার গাড়ি যারা পরিচর্যায় আছেন তারা যদি আবেদন করেন তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।
কলমাকান্দা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা কনিকা আক্তার বলেছেন, বিলুপ্তপ্রায় ঘোড়ার গাড়িকে রক্ষা করতে হলে ঘোড়াকে বাঁচাতে হবে এবং ঘোড়ার পুষ্টিগুণ সম্পর্কে জানতে হবে। তার খাবার সরবরাহ নিশ্চিত করতে হবে তা না হলে এই ঘোড়ার গাড়ি ও ঘোড়া হারিয়ে যাবে। ঠিক তেমনি অদূর ভবিষ্যতে ঘোড়াগাড়ি উপজেলা থেকে বিলুপ্ত হয়ে যাবে।
কলমাকান্দা উপজেলায় হারিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়ি। রহমান পাতলা বনগ্রামের ছিলেন ঘোড়ার গাড়ি একজন পরিচালক। তিনি মত প্রকাশ করেছেন, আমিও একসময় ঘোড়ার গাড়ি চালাতাম। ঘোড়া গাড়ি চালিয়ে পরিবারের ব্যয় নির্বাহ করতাম। কিন্তু আধুনিক যানবাহন চলাচলের পর এখন আমি অন্য পেশায় ফিরে এসেছি। আমাদের উচিত সেই আদিবাসীদের এলাকায় কলমাকান্দা উপজেলা আদিবাসীদের আদি যানবাহন সংরক্ষণ করা এর জন্য সবাইকে এগিয়ে আসা উচিত।