বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

একটি সুবর্ণ গল্প

ছন্দের পতনে ভরা সুবর্ণা মজুমদারের জীবন। বহমানতা নেই, আছে দু:খ। তারপরও থেমে থাকেনি জীবনের সংগ্রাম । চমকে দেওয়া কাহিনী লিখেছেন ও ছবি তুলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুনিয়র সাংবাদিক সফিকুল আহসান ইমন

জন্ম বাগেরহাটের চিতলমারী উপজেলার কুরমুনি গ্রামে। বাবা তার সামান্য একজন দিনমজুর। সুবর্ণা মজুমদাররা সবাই বোন। তিনি দ্বিতীয়। দিনমজুরের মেয়ে হওয়া বড় দুর্ভাগ্যের। তাই দিয়ে যে জীবন গড়া ওদের। বড় বোনেরও যথেষ্ট মেধা ছিল। টাকার অভাবে সরকারী বিশ্ববিদ্যালয় তো দূরের কথা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরমও তুলতে পারেননি। টানাপোড়েনের এক নিদারুণ সংসার। বাবা এই মেয়েটিরও পড়ালেখার খরচ চালাতে পারেননি। নবম শ্রেণীতে পড়–য়াকে তাই বিয়ে দিয়েছেন। জামাই একই উপজেলার কালশিরা গ্রামের আশীষ কুমার মন্ডল। তবে সুবর্ণা অদম্য মেধাবী। জীবনের কোনো প্রতিবন্ধকতাই তাকে হারাতে পারেনি। সংসারের অনেক কাজ সামলেছেন। লেখাপড়া করেছেন খুব কষ্টে। এভাবেই এইচএসসি পাশ।
এরপর পড়ালেখা করবেন কীভাবে? এই চিন্তায় রাতে ঘুমাতে পারতেন না সুবর্ণা। পড়ালেখার তার বড় শখ। মানুষের জীবনে শিক্ষাই পাথেয়-এই সত্যটি খুব অল্প বয়সেই জানতে পারলেন কিশোরী মেয়েটি। মাসে দেড়শ টাকা পারিশ্রমিকে একটি গ্রামের সামান্য গ্রন্থাগারে লাইব্রেরিয়ানের চাকরি নিলেন সুবর্ণা। এই তার মাসে টাকার যোগান। এ কটি টাকা দিয়েই তিনি সামনে এগিয়েছেন। তিলে, তিলে টাকা জমিয়েছেন বহু কষ্টে। অভাব, অনটন হাসিমুখে সয়েছেন। সংসারের সব কাজ করেছেন। পড়ালেখা করেছেন সময় বের করে।
২০১৭ সালে জীবনটি বদলে গেল সংখ্যালঘু সম্প্রদায়ের গরীব ঘরের এই বৌটির। ভর্তি হলেন তিনি সমাজবিজ্ঞানে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। অত্যন্ত ভালো একটি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো এক বিভাগের ছাত্রী হলেন তিনি। সংসার আছে যার, আছেন শ্বশুড়, শ্বাশুড়ি, দেবর, ননদ, জা। আবার নিজের সংসার আছে। স্বামী আছেন। নিজের পরিবারও আছে। তাদের নিয়ে জীবন বদলে দেওয়ার স্বপ্ন আঁকতে থাকলেন একটি গ্রামের অসামান্য তরুণী। তার মধ্যেই মেধাতালিকাতে নামটি রইলো তার। চমকে গেলেন নিজেও। আসলেই কী আমি এত মেধাবী? তবে সেখানেও তার জীবনে আঘাত এলো খুব করুণ। বিশ্ববিদ্যালয়ে মোটে ক্লাস শুরু হয়েছে। আর সবার মতো স্বপ্ন বুনতে বুনতে ক্যাম্পাসে যান সুবর্ণা মজুমদার। স্বামী হলেন তার জীবনের স্বপ্ন দেখানোর মানুষ।
সেদিন ছিল রবিবার। বৃহস্পতিবার গিয়ে সেদিন সকালে চলে এলেন তিনি বাসে বিশ্ববিদ্যালয়ে। প্রধান ফটকের সামনের মূল রাজপথে এসে নামলেন। ততক্ষণে ক্লাসের দেরি হয়ে গিয়েছে। সময় কী আর বসে থাকে? প্রথম বর্ষে দ্রুত ক্লাস ধরবেন বলে বেখেয়ালে পড়ালেখাপ্রেমী সুবর্ণা রাস্তা পেরুতে গেলেন। একজন বাসের চালক, তিনি বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ি চালনা করেন, অসতর্ক হয়ে চাপা দিলেন সুবর্ণাকে। তীব্র আতনাদে তার চারপাশ নি:স্তব্ধ হয়ে গেল। ছাত্র, ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উদ্ধার করলেন তাকে। থেঁতলে গিয়েছে শরীর। নিথর পড়ে আছেন তিনি। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। সঙ্গে, সঙ্গে গোপালগঞ্জ সদর হাসপাতালে উদ্ধার করে নিয়ে গেলেন শিক্ষকরা। অনেকে চিনেছেন, এই মেয়েটি সুবর্ণা মজুমদার। আমাদেরই ছাত্রী।
অনেকক্ষণ যুদ্ধ করে বাঁচার আশা কম বলে হতাশ চিকিৎসকরা বেরিয়ে এলেন অপারেশন থিয়েটার থেকে। ভালো চাইলে এখনই নিয়ে যান ঢাকায়-রোগীকে বাঁচাতে বললেন তারা। ভিসি স্যারের কল্যাণে সরকার থেকে এয়ার অ্যাম্বুলেন্স দেওয়া হলো সঙ্গে, সঙ্গে। তারা একজন উপাচার্যের কাতর অনুরোধ ফেলতে পারেননি। ছাত্রীকে বাঁচানোর শিক্ষকের আর্তনাদ তাদের কষ্ট হয়েছে। সঙ্গে, সঙ্গে ঢাকার অন্যতম সেরা অ্যাপোলো হাসাপাতাল থেকে চিকিৎসক নিয়ে ঢাকার দিকে চললো বিমান। এরপর টানা একটি সপ্তাহ আইসিইউতেই কেটেছে তার। সুবর্ণাকে নিয়ে চিকিৎসকরা লড়েছেন জীবন ও মৃত্যুর লড়াই। জ্ঞানই ফেরেনি তার। তারপর চোখে আলো এলো, তার মস্তিস্ক সাড়া দিলো। এই সময়টিতে সুবর্ণার সহায় হয়ে পাশে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. খন্দকার নাসির উদ্দিন। তিনি সারাক্ষণ গরীব বাবার অভাব দূর করেছেন তার ক্ষমতা, যোগ্যতা, দক্ষতা ও প্রচেষ্টায়।
সুবর্ণার প্রথম বাক্যই ছিল-‘আমি কে? তুমি কী আমাকে চেন মা?’ অনেক দূর থেকে মৃদু স্বর আস্তে, আস্তে তার কানের পর্দায় এসে লাগলো। মনে করতে পারেন, অবিশ্বাস্য মেধাবী মেয়েটি, দারুণ যার স্মৃতিশক্তি। আবছা, আবছা দৃষ্টিতে এক পলক তাকিয়ে থাকলেন তিনি তার দিকে। এরপর রোগাক্রান্ত স্বরটি জবাব দিল ধীরে, ‘জ্বী। আমি আপনাকে চিনি, আপনি আমাদের উপাচার্য স্যার।’ তার পাশে বসে আছেন তিনি। সুবণা নিজেকে একটি ভালো হাসপাতালের ভালো বেডে আবিস্কার করলেন। জানলেন তিনি খুব অসুস্থ। মনে পড়লো, পুরোনো জীবনের কথা, আহত হবার কথাও খেয়াল হলো। চিকিৎসক আর নার্সদের ভীড়ে, চারদিকে মা-বাবা, আত্মীয়জনকে স্বামীসহ দেখে ভয় পেয়ে গেলেন। নিজের অসুখও তার শরীর জানালো। ফলে কাঁদতে লাগলেন তিনি। আর কোনোদিন উচ্চতম শিক্ষিত হতে পারবেন না, পঙ্গু হয়ে পড়ে থাকতে হবে বিছানায়। তার বাবার এই টাকা শোধেরও ক্ষমতা নেই। স্বামী থাকবে না, সংসারও না। একজন অসহায় দুর্বল, অক্ষম মেয়ে হিসেবে জীবনটি কাটবে আমার। এই হাসপাতালের টাকা শোধের ক্ষমতাও তো আমার পরিবারের কারো নেই। জানেন তিনি।
তবে তার কোনোকিছুই ঘটেনি উপাচার্য অধ্যাপক ড. খন্দকার নাসির উদ্দিনের কারণে। পাশে দাঁড়িয়েছেন তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু, স্বজনেরা। তারা আইসিইউতে ভর্তি সুবর্ণার জন্য মিছিল, মানববন্ধন করেছেন। সুবর্ণা মজুমদারের উন্নত চিকিৎসা, ব্যয়ভার বহন, চাকরি প্রদান ছিল। অন্যদিকে নিজের সব যোগাযোগ ও পরিচিতি ব্যবহার করেছেন উপাচার্য স্যার। ফলে অ্যাপোলো হাসপাতালের সেরা চিকিৎসা লাভের সুযোগ হয়েছে সুবর্ণার। তিনটি মাস হাসপাতালের বেডে পড়েছিলেন তিনি। তিনবার পায়ে ও দুইবার মাথায় অপারেশন করতে হয়েছে। মোট ২০ লাখ টাকার পুরোটাই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সরকার বহন করেছেন। এই সময় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, ছাত্র, ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীর ভালোবাসা লাভ করেছেন তিনি।
উপাচার্য অধ্যাপক ড. খন্দকার নাসির উদ্দিনের ভালোবাসার কথা কোনোদিন ভুলবে না তার পরিবার। তিন মাসের মাথায় প্রিয় অসহায় ছাত্রী যখন বাড়ি ফিরে গেল বাগেরহাটে, তিনি এক সপ্তাহের মধ্যে তার স্বামী আশীষ কুমার মন্ডলকে মাস্টার রোলে একটি চাকরি দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ফলে অভাব, অনটন আর দু:শ্চিন্তার কালো মেঘ সরে গেল পরিবারটির ওপর থেকে। কাজ শেষে স্ত্রীর যত্ন করতে পারেন। তাদের বাসা হলো ক্যাম্পাসের ভালো পরিবেশে। তারা উন্নত জীবনের দেখা পেলেন। ধীরে, ধীরে আবার সাহস বেড়ে গেল মেয়েটির অন্যদের পড়ালেখা করতে দেখে। তার বয়সের মেয়েরা যখন ব্যাগ কাঁধে নিয়ে ক্লাস করতে যান, তিনি আর বসে থাকতে পারেন না। স্বামীও এসে বিশ্ববিদ্যালয়ের বদন্যতা ও সহযোগিতার কথা শতমুখে বলেন। ফলে চিকিৎসকদের বেঁধে দেওয়া নিয়মে এগুতে থাকেন তিনি। তারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সাহায্যে আরো ভালোভাবে তরুণী বৌ, ছাত্রীটির যত্ন নিয়েছেন। তাতে পড়ালেখার সুযোগ হয়েছে ফের সুবর্ণা মজুমদারের।
কম বেতনে তাদের সংসার ভালোভাবে চলতে থাকে। ক্যাম্পাস তাদের ভুলে যায়নি মোটেও। ওষুধ, সংসার খরচ, পড়ালেখা ইত্যাদি বিবেচনা করে আজকের উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব এই ফেব্রুয়ারিতেই সুবর্ণা মজুমদারের স্বামী আশীষ কুমার মন্ডলকে স্থায়ী চাকরি দিয়েছেন বিশেষ বিবেচনায়। ফলে তারা ঘুরে দাঁড়িয়েছেন খুব ভালোভাবে। এরপর পড়ালেখার খবর। দারুণ ছাত্রী সুবর্ণা অনার্সে সমাজবিজ্ঞান থেকে প্রথম শ্রেণী লাভ করেছেন। তিনি আছেন মেধাতালিকায় ৩.৬০। এখন শিক্ষক হতে চান তিনি। উচ্চতর ডিগ্রি নেবেন। বলেছেন ক্যাম্পাসের ছোট ভাই সাংবাদিক সফিকুল আহসান ইমনকে, ‘আমরা ভালো আছি খুব। ভেবেছিলাম, মরেই যাবো। সেটি হয়নি তোমাদের সবার কারণে। এখনো মাথা ও পায়ে ব্যথা করে। খুব যন্ত্রণা হয়। নিয়মিত ওষুধ খেতে হয়। তবে আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই।’
পুরোনো জীবনে ফিরে তাকাতে চান না সবগুলো পর্যায়ে খুব ভালো ফলাফল করা মেয়েটি। পাঁচ বছরের টানা ভালোবাসায় তিনি অভিভূত। মেয়েটিকে সাহায্য করতে পেরে খুব ভালো লাগছে তাদের ক্যাম্পাসের। সবার হয়ে উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব বলেছেন, ‘ভিসি হিসেবে যোগদানের পর থেকে আমি মেয়েটির পাশে আছি। নিয়মানুযায়ী সুবর্ণার স্বামীকে স্থায়ী চাকরিতে যোগদান করানো হয়েছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।’ এরপর বলেছেন, ‘আমাদের প্রশাসন সবসময় ছাত্র, ছাত্রীদের পাশে থাকে। আমরা তাদের ভালোবাসি।’

ছবি : অসাধারণ সুন্দরী ও মেধাবী সুবর্ণা মজুমদার; তাদের যৌথজীবন-আশীষ কুমার মন্ডল ও স্ত্রী সুবর্ণা।
ওএস।

Header Ad
Header Ad

সরকারে এলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে বিএনপি ১ কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবে। ২০৩৪ সালে জিডিপির লক্ষ্যমাত্রা ১ ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে বিএনপি। এ ছাড়া জনগণের ঘাড় থেকে বাড়তি করের লাগাম টেনে ধরা, মানুষের মন থেকে করের ভয় দূর করে কীভাবে কর আহরণ বাড়ানো যায়, তা নিয়েও দলটি কাজ করতে চায়।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বিনিয়োগ সম্মেলন ২০২৫–এ অংশ নিয়ে বিএনপি এসব পরিকল্পনার কথা জানিয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘১ ট্রিলিয়ন ডলার ইকোনমি’ শিরোনামে দেওয়া ওই পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই)/মোট দেশজ উৎপাদন (জিডিপি) লক্ষ্যমাত্রার শূন্য দশমিক ৪৫ শতাংশ থেকে জিডিপির ২ দশমিক ৫ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বিএনপি। ২০৩৪ সালে জিডিপির লক্ষ্যমাত্রা ১ ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে বিএনপি। জনগণের ঘাড় থেকে বাড়তি করের লাগাম টেনে ধরা, মানুষের মন থেকে করের ভয় দূর করে কীভাবে কর আহরণ বৃদ্ধি করা যায়, তা নিয়েও কাজ করতে চায় বিএনপি।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বা এফডিআইকে জনপ্রিয় করতে বিএনপি ১১টি রেগুলেটরি পরিবর্তনের প্রস্তাব করেছে বলেও পোস্টে উল্লেখ করেন মির্জা ফখরুল। এর মধ্যে আটটি প্রস্তাবের কথা তুলে ধরেছেন তিনি। এগুলো হলো বিডাকে কার্যকর করা, ভিসা বা ওয়ার্ক পারমিট বিধির আধুনিকীকরণ, বিনিয়োগকারীদের জন্য ২৪x৭ (দিনে ২৪ ঘণ্টা ও সপ্তাহে ৭ দিন) সেবা চালু করা, স্বয়ংক্রিয় মুনাফা প্রত্যাবাসনের ব্যবস্থা, স্থানীয়ভাবে দক্ষ জনশক্তির ব্যবস্থা করা, বিনিয়োগকারীদের নিরাপত্তা আইন প্রণয়নের সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন, মানবসম্পদের কর্মদক্ষতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া এবং প্রকৃত প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করে বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ ও আওতা বৃদ্ধি।

সরকার গঠন করতে পারলে দেশের মানবসম্পদের কর্মদক্ষতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া, প্রকৃত প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করে বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ ও আওতা বৃদ্ধির জন্য বিএনপি অতীতের চেয়েও ব্যাপক সফলতা অর্জন করতে চায় বলে জানান মির্জা ফখরুল। পোস্টে তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিনিয়োগ সম্মেলন উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় তিনটি বিষয় বলেছেন। এগুলো হলো ঐক্যই ভবিষ্যৎ জাতীয় উন্নয়নের সোপান, এফডিআই আকৃষ্ট করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার আইন করেছিল এবং দেশনেত্রী খালেদা জিয়ার সরকারগুলোর বিনিয়োগবান্ধব নীতি ছিল।

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১ টা থেকে ‍দুপুর ১২ টা ২০ মিনিট পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা মেহেরপুর জেলার ইছাখালি সীমান্ত এলাকার মেইন পিলার ১২৪ এর নিকট শূন্য রেখা বরাবর ভারতীয় পার্শ্বে বিএসএফ নব চন্দ্রপুর ক্যাম্পে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্র জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং প্রতিপক্ষ ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিজিবি’র পক্ষে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান স্টাফ অফিসারসহ মোট ৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করেন।

অপরদিকে বিএসএফ এর পক্ষে ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী বিনয় কুমার তাঁর স্টাফ অফিসারসহ ৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠকের শুরুতে উভয় পক্ষ ঈদ-উল-ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়ের পর উভয় ব্যাটালিয়ন কমান্ডার সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, যৌথ টহল তৎপরতা জোরদারকরণ এবং গোয়েন্দা নজরদারির বিষয়সমূহে বিস্তারিত আলোচনা করেন। সীমান্তকে অধিক সুসংহত ও কার্যকরী করার লক্ষ্যে বিজিবি-বিএসএফ যৌথভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডারগণ একমত পোষণ করেন। এছাড়াও, সীমান্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও সীমান্ত সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনার তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের বিষয়ে উভয় ব্যাটালিয়ন কমান্ডারগণ সম্মত হন।

বৈঠক শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার মেইন পিলার ১২৪ সহ তৎসংলগ্ন সীমান্ত পিলারসমূহ যৌথভাবে পায়ে হেঁটে পরিদর্শন করেন।
দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে আন্তরিক ও সদ্ভাবপূর্ণ পরিবেশে বৈঠক শেষ হয়।

Header Ad
Header Ad

আবারও চেন্নাইয়ের অধিনায়ক হলেন ধোনি

মহেন্দ্র সিং ধোনি। ছবি: সংগৃহীত

আবারও চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ফিরলেন 'ক্যাপ্টেন কুল' মহেন্দ্র সিং ধোনি। ইনজুরির কারণে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন তরুণ অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়। তার অনুপস্থিতিতে হাল ধরলেন অভিজ্ঞ ধোনি।

আইপিএল ২০২৫-এর মাঝপথে এসে বড়সড় পরিবর্তন আনলো চেন্নাই সুপার কিংস। দলের কোচ স্টিফেন ফ্লেমিং নিশ্চিত করেছেন, চেন্নাইয়ের নেতৃত্ব আবারও ধোনির কাঁধেই তুলে দেওয়া হয়েছে।

ফ্লেমিং বলেন, "আমাদের হাতে বেশ কয়েকটি নেতৃত্বের বিকল্প থাকলেও ধোনির অভিজ্ঞতাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে দেয়। ধোনি পরিস্থিতি বিবেচনা করে নিজেই সম্মত হয়েছেন দায়িত্ব নিতে।"

গত মৌসুম থেকে অধিনায়কত্ব সামলাচ্ছিলেন তরুণ ব্যাটার ঋতুরাজ গাইকোয়াড়। চলতি মৌসুমেও তাকেই সামনে রেখে প্রস্তুতি নেয় চেন্নাই। তবে কনুইয়ের ইনজুরিতে আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে পড়েন তিনি। ফলে ফের নেতৃত্বভার ফিরে গেল ধোনির হাতে।

২০২৩ আইপিএলের ফাইনালে চেন্নাইকে নেতৃত্ব দিয়েছিলেন ধোনি। তার কৌশলী নেতৃত্বেই সিএসকে ঘরে তোলে পঞ্চম শিরোপা। এর আগেও তিনি নেতৃত্ব ছেড়েছিলেন, কিন্তু সেসময় অধিনায়কত্বে ব্যর্থ হন রবীন্দ্র জাদেজা। পরে আবার দায়িত্ব নেন ধোনি, এবং প্রমাণ করেন—বয়স শুধুই সংখ্যা, অভিজ্ঞতা কখনও পুরনো হয় না।

চলতি মৌসুমে অবশ্য চেন্নাইয়ের পারফরম্যান্স আশানুরূপ নয়। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে মাত্র একটি জয়ে পয়েন্ট তালিকার ৯ নম্বরে রয়েছে দলটি। এই মুহূর্তে দলকে নতুন করে উজ্জীবিত করতে পারে ধোনির নেতৃত্ব, এমনটাই আশা ভক্ত-সমর্থকদের।

আগামীকাল শুক্রবার ধোনির অধীনে চেন্নাই মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ম্যাচটি হতে পারে দলের ঘুরে দাঁড়ানোর টার্নিং পয়েন্ট।

এদিকে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও ধোনিকে আবারও অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছিলেন। সম্প্রতি তিনি বলেন, “আমি জানি না চেন্নাই ম্যানেজমেন্ট কী ভাবছে, তবে ধোনি যেহেতু এখনো খেলছে, তার অভিজ্ঞতা কাজে লাগানো উচিত। সে চেন্নাইয়ের জন্য সেরা সিদ্ধান্ত নেবে, এতে কোনো সন্দেহ নেই।”

অন্যদিকে পয়েন্ট টেবিলে এখন শীর্ষে গুজরাট টাইটান্স, দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটালস, তৃতীয়তে রয়েছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সমান ম্যাচে সমান জয়ে চারে পাঞ্জাব কিংস। তবে শিরোপাধারী কেকেআর রয়েছে ছয়ে, পাঁচ ম্যাচে দুটো জয় নিয়ে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সরকারে এলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
আবারও চেন্নাইয়ের অধিনায়ক হলেন ধোনি
‘ক্রিম আপা’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা গ্রেফতার
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরি ১ লাখ ৫৯ হাজার টাকা
ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে প্রেম, বাবার হাতে প্রাণ গেল মেয়ের
পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল
জেনে নিন গ্রীষ্মে সুস্বাদু আর উপকারী কাঁচা আমের ১১টি বিস্ময়কর গুণ
এসএসসি পরীক্ষা না দিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কিশোরী
সাধারণ মানুষ চায় এই সরকার আরো ৫ বছর থাকুক: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন (ভিডিও)
জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস (ভিডিও)
নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি
২০ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি
কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে চিঠি
সিলেটে থানায় লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা
দিল্লিতে লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা নিতে এসে গ্রেপ্তার ৫ বাংলাদেশি
রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সবমিলিয়ে টানা ৪ দিনের অবকাশ
এসএসসির ফল ৬০ দিনে প্রকাশের চেষ্টা করা হবে: শিক্ষা উপদেষ্টা