সবচেয়ে কম বয়সের সিরিজ লেখক রিতাজ
মেয়েটির বয়স মোটে ১২। বিশ্বের ‘সর্বকনিষ্ঠ সিরিজ লেখক হিসেবে বই প্রকাশ করেছে’। নাম রিতাজ হুসাইন আল হাজমি। সৌদী আরবের বালিকা। এখন বিশ্বরেকর্ডের মালিক। তার বইগুলোই সবচেয়ে কম বয়সী সিরিজ লেখকের। রেকর্ডের সময় তার বয়স ছিল ১২ বছর ২শ ৯৫ দিন। তখন তার দুটি বই প্রকাশিত হয়েছে। এখন তার বয়স ১৩।
রিতাজের প্রথম বইটির নাম হলো ‘ট্রেজার অব দি লস্ট সি’। বেরিয়েছে ২০১৯ সালে। দুই ভাইয়ের গল্প। তারা একটি নি:সঙ্গ দ্বীপে তাদের পরিবারের সঙ্গে বাস করে। খুব গরিব ওরা। তাদের জীবন বাধা, কষ্ট ও অধ্যবসায়ে ভরা। তবে অকল্পনীয় কিছু বিষয় আসে ওদের ভুবনে। ফলে তারা অচিন্তনীয় একটি নতুন জীবনের দিকে যাত্রা শুরু করে। এরপর তাদের অভিযানে নামে ও নায়ক বনে যায়। সে বছরই বেরিয়েছে সিরিজের পরের বই ‘পোর্টাল অব দি হিডেন ওয়াল্ড’। এরপর তার নাম উঠেছে গিনেজ বুকে। তৃতীয় বইও প্রকাশ করেছে সে। নাম ‘বিয়ন্ড দি ফিউচার ওয়াল্ড (ফিমেল)’। প্রকাশ করেছে ২০২০ সালে। এখন লিখছে ‘প্যাসেজ টু দি আননোন’, সিরিজের চতুর্থ বই। আরো একটি বইয়ের কাজ করছে সে।
রিতাজের জন্ম দাহরানে। সৌদী আরবের পূর্বের একটি প্রদেশ। সে আরবী ও ইংরেজি ভাষা খুব ভালো পারে। এখন জাপানিজ ভাষা শিখছে। প্রতিটি বই-ই ইংরেজিতে লিখছে আরবী ভাষাভাষী মেয়েটি। কেন লিখছো-এই প্রশ্নের জবাবে বলেছে, ‘আমার জীবনের ভালোর জন্য।’ নিজের লেখক জীবনের গল্প করেছে রিতাজ এভাবে, ‘আমি লেখা শুরু করেছি ছয় বছর বয়সে। তখন আমি আমার পরিবারের সঙ্গে বিদেশে পড়তে গিয়েছিলাম।’ একটি প্রকাশিত বইয়ের লেখিকা হওয়ার এই আগ্রহের শুরুটির বছর ২০১৬। সেদিন তার বাবা মেয়েকে একটি বইয়ের দোকানে নিয়ে গিয়েছিলেন। সে সময়ই বিখ্যাত নামগুলোর পাশে নিজের একটি বইও সেলফে থাকুক, এই ইচ্ছেটি জন্ম লাভ করেছে তার ভেতরে।
রিতাজ জানিয়েছে, ‘আমি ছয় বছর বয়সে লেখা শুরু করেছি।’ সাত বছর বয়স থেকে সে তার সৌদী আরবের গ্রন্থাগারগুলোতে যাওয়া শুরু করেছে। তখন থেকে ছোট গল্প লেখার মাধ্যমে লেখার শুরু। ব্রিটেনের হ্যারি পটার সিরিজের লেখিকা জে কে রাউলিংয়ের লেখার স্টাইল ও গল্পের ভুবন তার খুব প্রিয়। জেসিকা ব্রডির কাজের পদ্ধতিও তার মেধাকে উন্নত করেছে। জোয়ান রেন্ডলও তার প্রিয়।
বিশ্বরেকর্ডের মালিক রিতাজ শিশুদের বই লেখার ভুবনে নিজের স্থায়ী আসন করে নিতে চায়-‘আমি আমার ভক্ত ও পাঠক শিশুদের জন্য লিখি। এই শিশুদের জন্য বেশি বই লেখা হয়নি বলে উপলব্ধি করেছি। ফলে লেখার সিদ্ধান্ত নিয়েছি।’ সে আরো বলেছে, তার চেয়ে বয়সে বড় বা ছোটদের নিয়ে বই লেখা হয় বলে নিজের বয়সের ছেলেমেয়েদের জন্যও লেখার ইচ্ছে হয়েছে তার।
এর আগে বিশ্বের সবচেয়ে কম বয়সে বই প্রকাশ করা নারী লেখকের বিশ্বরেকর্ডটি একজন ব্রিটিশ বালিকার। মোটে ৫ বছর বয়সে সে বই ছাপিয়েছে। নাম বেলা জে ডার্ক। সে লিখেছে ও ছবি এঁকেছে তার বইয়ের। নাম ‘দি লস্ট ক্যাট’ বা হারানো বেড়াল। এক হাজার কপি বিক্রি হয়েছে পুরোনো রেকর্ডটি ভাঙার জন্য। তার মা বলেছিলেন, ‘বইটি একটি বেড়ালের ওপর যেটি বেরিয়ে হারিয়ে গিয়েছে।’ বইটি প্রকাশের সময় তার বয়স ছিল ৫ বছর ২শ ১১ দিন। প্রকাশক জিনজার ফায়ার, প্রকাশের তারিখ ২০২২ সালের ৩১ মার্চ।
রিতাজ ফিকশন ও ফ্যান্টাসি পড়তে ভালোবাসে। লেখক হবার বাসনা জন্ম নেওয়ার পর থেকে নিজের চোখ দুটিকে সে বই পড়াতে মনোযোগী করেছে। এরপর বলেছে, ‘আমি আমার বিশ্বটি পড়া, লেখা, ভাবনাগুলো আদানপ্রদান ও মনের ভেতরে প্রবেশ এবং মতামত শোনা ও গ্রহণের দিকে নিয়ে যেতে চেয়েছি।’