শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বয়স ২২ হলেও মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট প্রবল

মাওলানা ভাসানীর নামে তার টাঙ্গাইলের সন্তোষে আছে বিজ্ঞান ও প্রযুক্তির ‘মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’। ১৯৯৯ সালে তৈরি হলেও এখনো আবাসনের তীব্র সমস্যা পোহাতে হয় ছাত্র, ছাত্রীদের। তারা পড়ালেখা করতে পারেন না। বাড়ি থেকে ৫ থেকে ৭ হাজার টাকা করে এনে চলেন। অথচ প্রায় সবাই নিম্মমধ্যবিত্ত ও নিম্মবিত্তের সন্তান। ক্যাম্পাসটি ঘুরে, উপাচার্য ও অধ্যাপকদের সঙ্গে কথা বলে লিখেছেন ঢাকাপ্রকাশ ২৪.কমের প্রতিনিধি ও ছাত্র রাসেল চৌধুরী

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নামে তার টাঙ্গাইলের সন্তোষে একটি সরকারী বিশ্ববিদ্যালয় আছে, বিজ্ঞান ও প্রযুক্তির। ‘মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’। ২২ বছর পরেও ছাত্র, ছাত্রীদের আবাসের সংকট কাটাতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। এখন এই নামকরা ক্যাম্পাসে পড়ালেখা করছেন প্রায় সাড়ে ৫ হাজার ছাত্র, ছাত্রী। ক্যাম্পাস ঘুরে জানা গিয়েছে, তাদের বেশিরভাগই মধ্যবিত্ত ও নিম্মমধ্যবিত্ত পরিবারের সন্তান। মেধা ও যোগ্যতায় ভর্তি হয়েছেন এখানে। তবে এই অভাবী ছেলেমেয়েরা বলেছেন, প্রথম বর্ষ থেকে তাদের থাকা, খাওয়ার চরম সংকট থাকে। পাঁচ বছর পর পাশ করে ফেললেও আবেদন করা হলের সিট পান না। মেয়েদের সংকট আরো তীব্র। তাদের বাবা, মাও চরম উদ্বিগ্নতায় ভোগেন, মেয়ে কোথায় থাকে? কীভাবে থাকে? নিরাপদে থাকে তো? তার কোনো অসুবিধা হয় না তো? এই অভাব ও অভিযোগ বিশ্ববিদ্যালয়টির প্রায় সব ছাত্রীর মা-বাবার, তাদের নিজেদের। ছেলেদের জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে তিনটি ও মেয়েদের জন্য আছে দুটি হল। তবে সেগুলোতে সিটের সংখ্যা খুব কম রেখেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র, ছাত্রী বেড়েছে এখানে, সিট সেভাবে বাড়েনি। ফলে এই বিশ্ববিদ্যালয়ের সবার চোখেই পড়ছে অনেক বছর ধরে, আবাসনের দারুণ অভাব।
বেশিরভাগ ছাত্র, ছাত্রীই সন্তোষ, কাগমারি, পাল পাড়া, বেবিটেক্সি স্ট্যান্ড, শান্তিকুঞ্জ মোড় ও শহরে মেস এবং বাসা ভাড়া নিয়ে কয়েকজন মিলে থাকছেন বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পর থেকে। এই বাসাগুলোর এবং তাদের সিটগুলোর ভাড়া অনেক বেশি। এক কথায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রীদের সরকারী ফিতে হলে থাকা হয় না, সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়েও। এমন নয় যে তাদের জায়গার অভাব আছে বা সরকারের বরাদ্দ আনা যায় না। বেশি টাকা খরচ করে থাকতে গিয়ে, খেতে হচ্ছে বলে তারা মা-বাবার গালাগাল শোনেন, খারাপ পরিবেশে থাকেন। লেখাপড়ার মান ভালো হয় না। ভবিষ্যত অন্ধকার থাকে। খরচ মেটাতে গিয়ে অনেকে টিউশনি করেন বলে পড়ালেখার মান ভালো হয় না। তাদের এখানে টিউশনি তেমন নেই, কম টাকা পান। কিন্ত চলতে তো হবে?
কদিন আগেই ভর্তি হলেন ২০২০-’২১ শিক্ষাবর্ষের নতুন ছাত্র, ছাত্রীরা। এই দিনই তাদের অভিভাবকরা জেনে গিয়েছেন, এখানে বিশ্ববিদালয় থাকলেও আবাসনের তীব্র অভাব আছে। শায়লা খানম নামের একজন ছাত্রীর সঙ্গে আসা অভিভাবক বলেছেন, ‘আমরা এই ক্যাম্পাসের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট হয়েছি। তবে মেয়েকে বাইরে রাখতে হলে এই পরিবেশের কী দাম? হোস্টেলে বা মেসে থাকলে সে কী খাবে? কীভাবে থাকবে? লেখাপড়ার পরিবেশ পাবে? ভালো ফলাফল ও মানুষ হয়ে বেরুতে পারবে?’
এই বিষয়ে অনেক সিনিয়র ও জুনিয়র ছাত্র, ছাত্রীর সঙ্গে আলাপ করেছেন এই প্রতিবেদক রাসেল চৌধুরী। তারা বলেছেন, ‘আমাদের অনেকের পরিবার খুব গরিব। ফলে দ্রুত আমাদের জন্য হলের ব্যবস্থা করতে হবে।’ প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ মামুন জানিয়েছেন, ‘আমরা এখানে নতুন পরিবেশে ভর্তি হয়েছি, চারপাশের অপরিচিতদের ভালোভাবে চিনিও না। আমাদের কারো কোনো আত্মীয়, পরিজন এখানে থাকেন না। টাঙ্গাইলে টিউশনি বা অন্য কোনো কাজের সুযোগ ছাত্র, ছাত্রীদের জন্য নেই। যারা টিউশনি করেন অনেকটা জোর করে নেন। ফলে বাসা থেকে আমাকে মাসে, মাসে এতগুলো টাকা কীভাবে দেবেন এই দু:শ্চিন্তায় পড়ালেখায় মন বসে না। দ্রুত হলে সিট পেলে ভালোভাবে পড়ালেখা করতে পারবো। কী করবো বুঝতেও পারছি না।’
তার ঠিক চার বছরের সিনিয়র প্রান্ত রায়। চতুথ বর্ষের এই ছাত্রটি বলেছেন, ‘আমি তো এখনো হলে উঠতে পারিনি। ওরা কীভাবে পারবে? প্রতিটি মাসে ছয় থেকে সাত হাজার টাকা করে প্রথম বর্ষ থেকে দিয়ে চলেছি থাকা ও খাওয়ার জন্য। এত টাকা যোগাড় করতে খুব কষ্ট হয়।’ তিনি জানলেন, বাংলাদেশের প্রতিটি সরকারী বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও হলে থাকতে মাসে ১৫শ টাকা লাগে। হলে থাকতে ও দুই বেলা-দুপুর এবং রাতের খাবার খেতে তাদের খরচ সামান্য হয়। তিনি বলেছেন, হলে প্রতিদিনের খাবার খরচ ৫০ টাকা। ফলে গড়ে ৫ হাজার টাকা বাঁচবে সিট পেলে। এই আশায় তিনি এখনো পড়ালেখা প্রায় শেষ হয়ে যাওয়ার পরেও সিটের জন্য হণ্যে হয়ে ঘুরছেন।
তাদের সবার খুব মন খারাপ হয়, পরিবারের হাল ধরতে এগিয়ে না এসে বা সামান্য টাকা মা-বাবার হাতে তুলে দিতে না পেরে টাকা চেয়ে আনতে হয়। টাকার জন্য মা, বাবার সঙ্গে ঝগড়া করতে হয়। এই সমস্যাগুলো জানার পরেও শিক্ষকরা কেন সমাধানে নামছেন না? মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র সিমন মিয়া বলেছেন, ‘এখনো আমরা প্রথম বর্ষে আবেদনের পর এখনো তিন বছরে সিট পাইনি। আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী সুবিধার ছিঁটেফোটাও লাভ করতে পারি না। আমার মতো এমন শত, শত ছাত্র, ছাত্রী আছেন। শিক্ষকরা আমাদের মানুষ হিসেবে গড়ে উঠতে বলেন। কীভাবে উঠবো? আমরা আবাসন সমস্যার সমাধান অনেক বছর ধরে চেয়ে আসছি। কিন্তু হচ্ছে না। কেন?’
শিক্ষকরা জানিয়েছেন, একটি ভর্তি হওয়া সেশনের ছাত্র-ছাত্রীরা পাশ করে না যাওয়া পর্যন্ত মানে অন্তত পাঁচ বছর আগে আবাসনের সংকট কাটাতে পারবেন না। এই বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রভোস্ট এবং হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন, ‘আসলে আমাদের হলগুলোর সবগুলো মিলিয়ে পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা নেই। সিট নেই বলে ছেলে, মেয়েরা হলে থাকতে পারে না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ আমরা সব অধ্যাপকরা হলের সংকট কাটানোর জন্য কাজ করে চলেছি। আগামী পাঁচ থেকে সাত বছর পর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর কোনো সিটের সংকট থাকবে না। সব ছাত্র, ছাত্রী হলে সিট পাবে। তাতে নতুন ছাত্র, ছাত্রীরা র‌্যাগিংয়ের শিকার হবে না। কোনো অপসংস্কৃতির চচাও থাকবে না।’ তিনি আরো জানালেন, ‘হলে থাকার ব্যবস্থা করতে পারলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন র‌্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। রোধ করতে পারবে।’
অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলামের কাছ থেকে জানা গেল, হলে থাকতে না পেরে ছাত্র, ছাত্রীরা অপসংস্কৃতির শিকার হচ্ছেন। তাদের মধ্যে বাজে র‌্যাগিংয়ের চর্চা চলছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখন তৈরি হচ্ছে শেখ রাসেল হল। এই হলের প্রভোষ্ট হিসেবে এর মধ্যে দায়িত্ব পেয়েছেন ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ইশতিয়াক আহমেদ তালুকদার। স্যার বলেছেন, ‘আগামী মাসের শেষ দিন মানে ৩০ মে, ২০২২ তারিখে আমাদের হলটির কাজ শেষ হবে। ফলে অন্তত ছয়শ ছেলে থাকতে পারবে। তাতেও আমাদের আবাসন সমস্যার কিছুটা লাঘব হবে। তাদের জীবনগুলো বদলে যাবে।’ তিনি জানিয়েছেন, ‘আমরা নবাগতদের এবং জুনিয়রদের আবাসনের ব্যবস্থা এখানে করব। তারাও যেন সিট পায়, সেটি আমি গুরুত্ব দিয়ে দেখবো। অন্তত ৩০ জনকে আবাসনের সুবিধায় এনে আমি হলের কাজ শুরু করবো।’
আরেকটি হল তৈরি হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। এই প্রতিবেদক হলটি ঘুরে দেখেছেন। পুরো বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় হল হচ্ছে এটি। হলটিও এই বছরের মাঝামাঝিতে তৈরি হয়ে যাবে, জানিয়েছেন কর্তৃপক্ষ। তারা বলেছেন, এখানে অন্তত ১ হাজার ছাত্রীর থাকার ব্যবস্থা হবে। ফলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক সংকটের অনেকটা দূর হবে।
নিজের বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকট নিয়ে ছাত্র ও সাংবাদিক রাসেল চৌধুরীর সঙ্গে কথা বলেছেন ভিসি স্যার। অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বলেছেন, ‘২০২২ সালের জুনের মধ্যে আমাদের শেখ রাসেল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের কাজ আমি শেষ করব বলে কাজ করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে স্থান সংকটও আছে। তারপরও আমি আরো দুটি হল তৈরি করতে কাজ করবো।’ তারা জানিয়েছেন, ‘এর ফলে আগামী এক কী দুই বছরের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকটের তীব্রতা কাটবে, ভালোভাবে থাকতে পারবে ছাত্র, ছাত্রীরা। তারা থাকলে শিক্ষকদেরও থাকার ব্যবস্থা হবে প্রভোস্ট, হাউজ টিউটর হিসেবে। তখন ছাত্র, ছাত্রীদের প্রায় সবাইকে আবাসনের সুবিধা প্রদান করা যাবে। প্রশাসন কাজ করে চলেছে। ফলে বিশ্ববিদ্যালয়টির পরিবেশ, ছাত্রছাত্রীদের জীবনের মান বাড়বে। তাদের কম দামে ভালো খাবারের ব্যবস্থাও করতে পারবেন শিক্ষকরা। তাদের পড়ালেখা ও ফলাফল অনেক ভালো হবে।’
ওএস।

Header Ad
Header Ad

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গেও বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের দ্বিতীয় দিনে পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক সম্মেলন শেষে প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি।

এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্নের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ড. ইউনূস। থাই প্রধানমন্ত্রী বাংলাদেশকে দুই বছরের জন্য বিমসটেকের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

পরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠকে বসেন ড. ইউনূস। আঞ্চলিক উন্নয়ন ও পারস্পরিক সহায়তা নিয়ে আলোচনা করেন তারা। একই দিন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গে হোটেল সাংগ্রিলায় বৈঠক করেন ড. ইউনূস, যেখানে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার বিষয়টি উঠে আসে।

বিকেলে মিয়ানমারের সরকার প্রধানের সঙ্গে হেঁটে হেঁটে বিভিন্ন ইস্যুতে আলাপ করেন ড. ইউনূস।

এদিকে, বৈঠকের পর নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন—“বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, “বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। সীমান্ত নিরাপত্তা ও সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে আলোচনা করেছি।”

উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেক বর্তমানে বাণিজ্য, প্রযুক্তি, পরিবহন, জ্বালানি ও সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আন্তঃআঞ্চলিক জোট হিসেবে কাজ করছে।

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে

ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট ৬৮২ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে অধিকাংশই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। শুক্রবার (৪ এপ্রিল) ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ লোকসভায় এ তথ্য জানান।

তিনি বলেন, সীমান্তে আটক হওয়া ভারতীয়দের নথিপত্র যাচাইয়ের পর যুক্তরাষ্ট্র তাদের প্রত্যাবাসন করে। একই সঙ্গে ভারত সরকার অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ে উদ্বিগ্ন এবং এই সমস্যা মোকাবিলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছে। অপরাধমূলক অভিবাসন চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থী, পর্যটক এবং পেশাদারদের আমেরিকা যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয়, সেদিকেও নজর দিচ্ছে মোদী সরকার। মার্কিন কর্তৃপক্ষ যে ভারতীয় নাগরিকদের তালিকা পাঠায়, তা গুরুত্ব সহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, জালিয়াতির দায়ে অভিযুক্ত ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সক্রিয় হয়েছে ভারত সরকার। মানব পাচারচক্রের সঙ্গে এজেন্টদের যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Header Ad
Header Ad

কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে বিয়ের খবর জানিয়েছেন তিনি। স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করে ক্যাপশনে লিখেছেন— "আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।"

এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কাভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা। ছবিতে অন্তর্বর্তী সরকারের রেল উপদেষ্টা ফাওজুল কবির খানকেও দেখা গেছে।

 

তবে স্ত্রীর পরিচয় সম্পর্কে ফেসবুক পোস্টে কিছু উল্লেখ করেননি শামীম।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে
কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?
ঢাকার পথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস
মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
দেশে তীব্র তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ
হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় : বিক্রম মিশ্রি
মার্কিন গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা কানাডার
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল বাংলাদেশ
চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো