শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আর বাজবে না তার ড্রাম...

বিশ্বকে বদলে দেওয়া, সর্বকালের সেরাদের অন্যতম ড্রামার টেইলর হকিন্স আর নেই। তিনি মার্কিন রক ব্যান্ড দি ফো ফাইটার্সের ড্রামার ছিলেন। খুব ভালো গাইতেন। তার জীবনের গল্প...

টেইলর হকিন্সের পুরো নাম অলিভার টেইলর হকিন্স। ১৯৭২ সালে জন্মেছেন আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওর্থে। বেড়ে উঠেছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লাগুনা বিচে। ক্যালিফোনিয়ার অরেঞ্জ কাউন্টির একটি ছোট্ট শহরে, সাগরের ধারে। ছোটবেলায় দক্ষিণ ক্যালিফোনিয়ান একটি ছোট ব্যান্ড সিলভিয়াতে গান ও বাজানো শুরু করেন। এরপর ড্রামারের বিখ্যাত ক্যারিয়ারটি শুরু করেন। প্রথম কাজ করেছেন কানাডিয়ান গায়ক স্যাস জর্ডানের ড্রামার হিসেবে। তারপর চলে আসেন ‘দি এলানেস মোরিস্যাট’ ব্যান্ড দলে। ১৯৯০’র দশকের মাঝামাঝিতে গিয়ে টানা দুটি বছর ড্রামার হিসেবে বাজালেন, গাইলেন টেইলর হকিন্স। তারপর ‘দি ফো ফাইটাস’-এ।

তার ড্রাম বাজানোর ভালোবাসা তৈরি হয়েছে ও অনুকরণ করতেন ছোটবেলায় জেইন’স অ্যাডিকশন নামের মার্কিন রক ব্যান্ডের ড্রামার স্টিফেন পারকিনসকে। তিনি এখনো বেঁচে আছেন। গুরুর কথা বলেছেন টেইলর হকিন্স এভাবে-‘আমার ড্রামগুলো তার মতো করে বসাতাম। পুরো কাজকর্মের সবই তার মতো ছিল। এখনো তার অনুকরণ সেভাবে করি। নিজের স্টাইল আমার বাজানো ও গানে আছে। তবে তার মতো করে শব্দ বানাই না। আমি আমার মতো করে শব্দ করি। তবে আমার জন্য তিনি বিরাট বড় একজন অনুপ্রেরণা।’

২০১৯ সালে এপিকে হকিন্স বলেছেন, তার ড্রামিং জীবনের শুরু দিকে আরো অনুপ্রেরণা ছিলেন ‘দি পুলিশ’ ব্যান্ডের ড্রামার স্টুয়ার্ট কোপল্যান্ড, ‘কুইন’র রজার টেইলর ও ফিলিপ কলিন্স। ফিলিপ কলিন্স ‘দি জেনেসিস’ ব্যান্ডের ড্রামার। তার সম্পর্কে বলেছেন, ‘তিনি আমার সবসময়ের প্রিয় ড্রামারদের একজন। আপনি জানেন, তিনি যে একজন বিখ্যাত ড্রমার ছিলেন লোকেরা তা ভুলে গিয়েছে এবং সেই সঙ্গে এও ভুলেছে, সোয়েটার পরা একজন ভালো মানুষ ছিলেন।’

১৯৯৭ সালে তিনি চলে এলেন মার্কিন রক ব্যান্ড ‘দি ফো ফাইটার্স’-এ। ১৯৯৪ সালে দলটি প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠাতা ডেইভ গ্রোল। এর আগে মার্কিন ব্যান্ডদল নির্ভানাতে, ড্রামার ছিলেন। তিনি একজন বিশ্বখ্যাত গায়ক, নিজের প্রজন্মের সেরা ড্রামারদের অন্যতম। তার নির্ভানা দলের প্রধান ও লিড সিঙ্গার কার্ট কোবেনের আত্মহত্যার পর দলটি ভেঙে গেল। এরপর নতুন দল ‘দি ফো ফাইটার্স’ গড়ে তোলেন। তিনি প্রধান ভোকালদের, গিটারবাদককে তার নতুন দলে নিয়ে নিলেন। তিন বছর পর ১৯৯৭ সালে হকিন্স যোগ দিলেন।

তার ও গ্রলের একটি শোতে শোর পেছনের অংশে আলাপ। গ্রলের নতুন ব্যান্ড দলটি তখন কদিনের মধ্যে একটি নতুন কাজ শুরু করবে। তাদের ড্রামার উইলিয়াম গোল্ডস্মিথ দল ছেড়ে চলে গিয়েছেন। তাকে দলে আসতে অনুরোধ করলেন প্রধান। এর আগে থেকেই হকিন্স ফো ফাইটার্সের খুব ভক্ত। দ্রুতই এই প্রস্তাব গ্রহণ করলেন। ‘দি এলানেস মোরিস্যাট’ ব্যান্ড দল থেকে ট্যুরগুলোর ড্রামার হিসেবে দলে আসলেন।

তিনি ১৯৯৭ সালে ‘দি কালার অ্যান্ড দি শেপ’ নামের অ্যালবামটি তৈরি করার কদিন পরে যোগ দিলেন। তাদের আলাপ সম্পর্কে টেইলর হকিন্স বলেছেন, ‘এই কথা বলতে আমার ভয় লাগছে না যে, আমাদের দুজনকে বদলে দেওয়া সেই প্রথম সাক্ষাৎটি প্রথম দর্শনে ভালোবাসার মতো ছিল। আমরা গানের ও সুরের জোড়া যারা এখনো জ্বলে চলছে।’ তার সম্পর্কে নিজের ‘দি স্টেরিটেলার’ বইতে গ্রল লিখেছেন, ‘এরপর থেকে আমরা থামানো যায় না একটি জোড়াতে পরিণত হয়ে গেলাম। যেকোনো ধরণের সাধনা ও অভিযানে আমরা নিজেদের খুঁজে পাই।’

১৯৯৭ সালে এসে টেইলর হকিন্স দলের সবচেয়ে বিখ্যাত গান ‘এভারলং’র ভিডিওতে কাজ করলেন। তবে গানটি রিলিজের সময়ও দলে যোগদানের জন্য অপেক্ষা করছেন। আরো কিছু কাজ বাকি। এরপর থেকে টানা দুটি দশক তিনি তাদের সঙ্গে বাজিয়ে চলেছেন। এখানে তিনি তার ভীতিকর ও চমকপ্রদ কাজ করেছেন। এমন একটি দলের ড্রামার ছিলেন, যেটি রক ব্যান্ডের ইতিহাসে সর্বকালের সবচেয়ে ভালো ড্রামারদের তৈরি একটি দল। তারা সবচেয়ে ভালো বাজানো মানুষদের অন্যতম। তিনি বলেছেন, ‘প্রথমে আমি সামান্য ভয় পেয়ে গিয়েছিলাম। তবে সেখান থেকে বেরিয়ে এসেছি।’

২০১৪ সালে অ্যান্ডারসন কুপারের সঙ্গে ৬০ মিনিট নামের একটি সাক্ষাৎকারে গ্রল বলেছেন তার ব্যান্ডে হকিন্সের প্রভাব নিয়ে, ‘আপনার দলে যখন টেইলর হকিন্সের মতো একজন ড্রামার থাকবেন, আমরা কেউই কোনো অপরিহার্য কারণ বাদে তাকে হারাবো না। কেননা আমার দলে আছেন বিশ্বের সবচেয়ে বড় ড্রামার। সে আমার চেয়েও টেকনিক্যালি উন্নত মানসিকতার।’ সেই একই সাক্ষাৎকারে টেইলর বলেছেন এই ব্যান্ডে তাকে জায়গা করে নিতে তার কিছু সময় লেগেছে। তবে দলের প্রধান ও বিখ্যাত ড্রামার তার জন্য জায়গাটিকে কোনোদিনও কঠিন করে তোলেননি।

তিনি তার সুরে প্রথম ভালোবাসা ব্রিটিশ ব্যান্ড দি কুইনের প্রতি আবেগের কথাও জানিয়েছেন। বলেছেন, ‘আমি রজার টেইলর হতে চেয়েছিলাম ও যেতে চেয়েছিলাম কুইনে। তাদের একজন হতে চেয়েছি আমি টেইলর হকিন্স।’ নিজের সম্পর্কে বলেছেন, ‘১০ বছর বয়স থেকে আমি স্টেডিয়ামগুলোতে ড্রাম বাজাচ্ছি।’

তাদের ব্যান্ডদল দি ফো ফাইটাস রক অ্যান্ড রোল হল অব ফেমে ২০২১ সালে জায়গা পেয়েছে। আগের বছর তাদের নির্বাচিত হবার যোগ্যতা অর্জন করতে হয়েছে। তিনি বলেছেন, ‘যেকোনো সময়ে বা মূহূর্তে, যেকোনো ক্ষণে আপনি কোনোকিছু যোগ করতে গিয়ে নার্ভাস হয়ে যেতে পারেন। তবে কেউই ডেইভ গ্রলের চেয়ে ভালো বাজাতে পারেন না। এই দর্শনটি তার নিজের হাতের মধ্যে আছে।’ দুজন একত্রে কাজ করেছেন তাদের ব্যান্ডের কনসার্টগুলো। তখন হকিন্স ভোকাল হিসেবে ব্যান্ডে গেয়েছেন। ভক্তরা তার মৃত্যুর খবর প্রদানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কুইনের ‘সামবডি টু লাভ’ গানটি গাইছেন-ভিডিও ক্লিপ সংযুক্ত করেছেন।

তিনি রোগাক্রান্ত ছিলেন। ২০০১ সালে লন্ডন সফরের সময়ে টেইলর হকিন্স হেরোইন মাত্রাতিরিক্ত খেয়ে দুটি সপ্তাহ কোমাতে ছিলেন। এই নিয়ে ২০১৮ সালে বলেছেন, ‘আমার জীবনকে পরিবতন করে দেওয়া একটি আসল মূহুর্ত ছিল।’ তার মৃত্যুতে কলম্বিয়ার মার্কিন দূতাবাস শোক প্রকাশ করেছে। তাদের আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এই ড্রামারের পরিবার, বন্ধু ও ভক্তদের জন্য।

এই ব্যান্ড দলে প্রতিষ্ঠাতা ও সামনের সারির প্রথম ব্যক্তি ডেইভ গ্রলের পর ফো ফাইটার্সের সবচেয়ে উল্লেখযোগ্য সদস্য ছিলেন তিনি। গ্রলের সঙ্গে সাক্ষাৎকারগুলো প্রদান করতেন। ব্যান্ডের ভিডিওগুলোতে খুব ভালোভাবে তার কাজ ও অংশগ্রহণ আছে। দলের সম্প্রতি প্রকাশিত ভৌতিক-কৌতুকের ছবি ‘স্টুডিও ৬৬৬’-এ অংশ নিয়েছেন। তিনি তাদের ব্যান্ডের সবচেয়ে ভালো অ্যালবাম ‘ওয়ান বাই ওয়ান’, ‘অন ইউর অনার’-এ কাজ করেছেন। তার একক গানগুলোর মধ্যে আছে ‘মাই হিরো’ ও ‘বেস্ট অব ইউ’। দলে শুরু থেকে একশর বেশি কনসার্টে তার অনন্যতা, অতিমানবের মতো পারফরমেন্সগুলো দেখিয়েছেন তিনি।

তাদের লাইভ শোগুলোতে অনেকবার গ্রলকে ড্রামের পেছনে চলে যেতে দেখা গিয়েছে ও তখন নিজের প্রিয়, কুইনের অ্যালবামের শিরোনাম ‘সামবডি টু লাভ’ গানটি গেয়ে শ্রোতা, দশর্কদের মাত করেছেন টেইলর হকিন্স। চিলিতে ২০২১ সালের ১৮ মার্চ এই গানের আগে বলেছেন, ‘দি ফো ফাইটার্সের লিড সিঙ্গার হবার সবচেয়ে ভালো সুযোগটি আসে এই একটি গানে, যেটি গাই আমি বিশ্বের সবচেয়ে বড় ড্রামার।’ তার গলায় গানটি বিশ্বজুড়ে নন্দিত হয়েছে।

তিনি সহ-প্রকল্প হিসেবে ‘হকিন্স অ্যান্ড দি কোয়াটাইল রাইডাস’-এ কাজ করেছেন। এই ব্যান্ডে ২০০৬ সালে তারা ‘গেট দি মানি’ নামের একটি অ্যালবাম প্রকাশ করেছেন।
দলের প্রধান গ্রল তার ‘দি স্টেরিটেলার’ নামের বইতে হকিন্সকে আরেক মায়ের ঘরে জন্ম নেওয়া তার ‘ভাই’ বলে উল্লেখ করেছেন। আরো লিখেছেন, ‘আমার সবচেয়ে ভালো বন্ধু, সে এমন একজন মানুষ যার জন্য আমি বুলেট খেতে রাজি।’ তার মৃত্যুর পর দলের প্রধান জানিয়েছেন, ‘আমার একজন প্রিয় শয্যাসঙ্গীর মৃত্যুর হলো।’

তার স্ত্রী অ্যালিসন ও তিনটি সন্তান বেঁচে আছে। তিনি ২০০৫ সালে বিয়ে করেছেন। তাদের কিশোর সন্তানেরা বেঁচে আছে। তাদের নাম হলো অলিভারে শেইন হকিন্স, এভারলি হকিন্স ও এনাবেল হকিন্স। তারা ক্যালিফোর্নিার হিডেন হিলসে বাস করতেন।

তিনি ২০০৫ সালে তার দীর্ঘদিনের এই বান্ধবীকে বিয়ে করেন। স্ত্রী তার ব্যক্তিগত জীবনে কেবল বিরাট ভূমিকা পালন করেননি, তাকে একজন রক স্টার হিসেবে বিকশিত হতে অবদান রেখেছেন। তবে একটি সাক্ষাৎকারে এই গায়ক হিসেবে নাম কামানো তারকা ড্রামার বলেছেন, কোনোদিন বিয়ে করবেন বলে ভাবেননি তিনি এবং মোটে ২৫ বছর বয়সেই তার সন্তান থাকবে কল্পনাতে ছিল না। অলিভার তাদের ছেলে, বাকিরা মেয়ে। একটি বড় শহরের ধারের বাড়িতে বাবা ও স্বামী হিসেবে তার জীবনের অভিজ্ঞতা নিয়ে তিনি তার ‘গেট দি মানি’ নামের অ্যালবামটি প্রকাশ করেছেন। একটি গান আছে ‘মিডল চাইল্ড’। এটি বাবা মেয়ে অ্যানাবেলের জন্য লিখেছেন। প্রথমে তিনি তার বড় সন্তানের জন্য লিখতে চেয়েছেন, তবে তার জন্য গানের ঠিক লাইনগুলো খুঁজে পাননি তখন।

Header Ad

৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

ছবি: সংগৃহীত

তৃতীয় বিভাগ ক্রিকেটে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটারসহ মোট ৯ জনকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ম অমান্য করায় এই ক্রিকেটারদের প্রত্যেককে ১ বছরের নিষেধাজ্ঞা এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে বিসিবি।

শুক্রবার (২২ নভেম্বর) বিসিবি সভাপতি ফারুক আহমেদের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও এক ক্লাব কর্তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ এবং সবাইকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।

এতে আরও বলা হয়েছে, ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। তাই এটিকে ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেওয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।

ওই ৮ ক্রিকেটার হলেন, তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়। স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়। আর তেজগাঁও ক্লাবের কর্মকর্তা রবিন।

জানা গেছে, গত সোমবার পিকেএসফ ১ নম্বর মাঠে হওয়া সুপার লিগের ম্যাচে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের টেকনিক্যাল কমিটি ঘটনার প্রমাণ সাপেক্ষে তাদের শাস্তি দেয়।

Header Ad

উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী

বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

দেশের জনগণের দুর্ভোগের মধ্যে উপদেষ্টাদের অযাচিত কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে। অন্তর্বর্তী সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। উপদেষ্টারা চাকরিজীবীর মতো কাজ করছেন। তাদের কাজে বিপ্লবের গতিশীলতা নেই।

তিনি বলেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উসকানি দিচ্ছে। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত ১৫ বছর পুলিশ দিয়ে হত্যা ও নির্যাতন চালানো হয়েছে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, কারাগারের সালমান এফ রহমান বহাল তবিয়তে রয়েছেন। সেখানে সে খুব তৎপরতা চালাচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা এখনও বঞ্চিত হচ্ছে। আন্দোলনে ছিল এমন পরিচয়ে কিছু মানুষ সব পদ দখল করে নিচ্ছে।

এ সময় আন্দোলনে হতাহতদের মাসিক ভাতা ও ভরণপোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

Header Ad

ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ

ছবি: সংগৃহীত

ভূমি এবং বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ জানিয়েছেন, ভারত বাংলাদেশিদের জন্য কবে থেকে ভিসা উন্মুক্ত করে দিবে, তা ভারতের নিজস্ব ব্যাপার, এটা নিয়ে সরকারের কোনো বক্তব্য দেয়ার কিছু নেই।

শুক্রবার (২২ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।

হাসান আরিফ বলেন, দেশের পর্যটন বিকাশে তার মন্ত্রণালয় বিশদ পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে সাংবাদিকদের জানানো হবে।

এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের দানকৃত জমিতে গড়ে তোলা হবে হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান। সমাজে অবস্থার কারণে বিভিন্নভাবে রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়িত করেছে। ওয়ামী তাদের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। তবে শিক্ষার পাশাপাশি যুব সমাজকে এগিয়ে নিতে ওয়ামি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। অন্যতম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন, সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান,ওয়ামী সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আব্দুল হামিদ ইউসুফ আল মাজরু, ওয়ামী কার্যালয়ের বৈদেশিক অফিস ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিরেক্টর সাআ’দ আব্দুল্লাহ বিন জাবর ও ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মালেক আল আমের প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, জেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ, উপজেলা সহকারী ভূমি কমিশনার দিল আফরোজ।

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের পর ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নবনির্মিত ওয়ামি কমপ্লেক্স ভবনে রয়েছে দ্বিতল বিশিষ্ট সুপরিসর মসজিদ, ১০০ জন এতিম শিশুর জন্য উন্নত মানসম্পন্ন আবাসন ব্যবস্থা, ১টি ক্যাডেট মাদ্রাসা, ১টি নুরানী ও হিফজ মাদরাসা, ১টি লাইব্রেরি হল, ১টি হলরুম ও কনফারেন্স রুম, তরুণ শিক্ষার্থীদের ডিজিটাল লার্নিং জন্য একটি আইটি প্রশিক্ষণ সেন্টার ও ডাইনিং হল। এ ছাড়াও কমপ্লেক্স এর অবশিষ্ট পরিকল্পনার মধ্যে একটি হাসপাতাল, স্কুল, ভোকেশনাল সেন্টার, প্রশিক্ষণার্থীদের জন্য ডরমিটরি ও প্লে গ্রাউন্ড নির্মাণের বিষয় তিনি উল্লেখ করেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী
ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ
জুরাইন রেলক্রসিং ছাড়লেন রিকশাচালকরা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান
বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২
সংসার ভাঙার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান
ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
নতুন নির্বাচন কমিশন শপথ নেবে রোববার
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার
খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ