শনিবার, ৫ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ইতিহাসের প্রথম গবেষণা প্রদর্শনী

ফিচার ডেস্ক
আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে কত গল্প। নানা লেখা ছাপানো হয় এখানে, সেখানে। নিয়মিতভাবে আমি জুনায়েদ খান লিখি ঢাকাপ্রকাশে। জ্ঞানের গর্বের খবর যেমন থাকে, তেমনি নানা সমস্যার কথাও লিখতে হয় নিয়মিত। তবে এই খবরটি একেবারেই অন্যরকম। বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের জন্য আদর্শ। বারবার আমরা খবরের কাগজে, অনলাইনে, টিভিতে দেখি-অধ্যাপকরা, উপাচার্যরা, নামী মানুষরা বলছেন, প্রতিটি বিশ্ববিদ্যালয় হলো গবেষণার ক্ষেত্র। তবে কোন বিশ্ববিদ্যালয় কতটুকু গবষেণা করে, সেগুলোর কতগুলো মানুষের সামনে প্রকাশ করে?
এই দারুণ কাজটি করে দেখালো আমাদের প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজ ২৪ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলেছে ছাত্র, ছাত্রী, গবেষক ও সারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের গবেষণা প্রদর্শনী। চলবে ২৮ মার্চ পযন্ত। এই বিশেষ আয়োজনটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ও চাকসু (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) ভবনের পাশের খোলা জায়গায়। একে আমরা সবাই চিনি জারুলতলা নামে। আয়োজন করেছে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) চট্টগ্রাম ইউনিভার্সিটি। সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হোসেন এমন অসাধারণ আয়োজন করতে পেরে খুব খুশি। তিনি অনেক দিন ধরে এমন একটি গবেষণা উপস্থাপনের আয়োজন করতে চেয়েছিলেন বলে জানালেন। তবে করোনাভাইরাসের আক্রমণের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় করতে পারেননি। ড. আবুল হোসেন বলেছেন, ‘আজ থেকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণাগুলো পোস্টারের মাধ্যমে উপস্থাপনের প্রদর্শনী শুরু করলাম। খুব ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।’ ছাত্র, ছাত্রীরা উপচে পড়া ভীড় করেছেন এই প্রদর্শনীতে। তারা সবাই অবাক হয়ে তাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণাগুলো দেখছেন। নানা অজানা তথ্য জেনে নিজেকে সমৃদ্ধ করছেন। ঘুরে, ঘুরে তারা বেলা পাঁচটা পর্যন্ত গবেষণাগুলো সম্পকে জানছেন। শিক্ষকরা-নানা বিভাগের এসে তাদের কাজ দেখছেন। গবেষক ছাত্র, ছাত্রীরা ভীড় করে আছেন। ছাত্র, ছাত্রীদের নানা কিছু বলে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন অধ্যাপকরা। কোন গবেষণায় কী আছে? কোনটি কীভাবে করা হয়েছে? সবই জানতে পারছেন ছেলেমেয়েরা। জানলে অবাক হবেন-মোট ১শ ৫টি গবেষণা রয়েছে এই বিশেষ প্রদর্শনীতে। করেছেন এই বিশ্ববিদ্যালয়ের ২শ ৫৭ জন মিলে। আরো বিশেষ ব্যাপার হলো-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই প্রদর্শনীর কোনোটিই এর আগে কোথাও প্রকাশিত হয়নি। অনন্য এই উদ্যোগ ও বিশেষ আয়োজনের আইকিউএসসিকে ধন্যবাদ জানাতেই হয়। জানা গেল, সবচেয়ে বেশি গবেষণা এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা বিভাগ থেকে। তারা মোট ১৭টি গবেষণা জমা দিয়েছেন এই আয়োজনে। অথনীতি দ্বিতীয় হয়েছে ১২টি গবেষণাপত্রে। প্রায় সব বিভাগের গবেষণাই আছে এই আয়োজনে।

একজন গবেষকের সঙ্গে আলাপ হলো। তিনি সমরেশ্বর সিনহা। জানালেন, ‘আমরা চট্টগ্রাম শহরের গাছের প্রজাতিগুলোর বৈচিত্র্যতা ও এভাবে তাদের কার্বন-ডাই-অক্সাইড ধারণ ক্ষমতার পার্থক্য নিয়ে গবেষণা করেছি। গবেষণায় স্থান পেয়েছে চট্টগ্রাম শহরের পাঁচটি এলাকার গাছ। সেগুলোর মধ্যে আছে পার্ক, সমাধিস্থল এমনকি সড়ক বিভাজনের গাছগুলোও।’ সমরেশ্বর পড়েন ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়মেন্টাল সায়েন্স অনুষদে। ২০১৪-’১৫ শিক্ষাবষের ছাত্র। আরেকজন গবেষকের সঙ্গে আলাপ হলো। তিনি আমাদের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনিরুজ্জামান। বলেছেন, তার গবেষণায় আছে চট্টগ্রাম বিভাগের নারীদের দেনমোহর বঞ্চনার কারণ ও প্রতিকার। তবে তাদের অসুবিধা হতে পারে বলে তিনি এর বিস্তারিত মুখে জানাতে রাজি হলেন না। বলেছেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো গবেষণার তীর্থভূমি। আমরা অধ্যাপকরা আশা করছি, আমাদের এই আয়োজনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রীদের মধ্যে গবেষণা ও গবেষণামূলক কাজের প্রতি আগ্রহ অনেক বাড়বে। ফলে গবেষকের দৈন্যতা লাঘব হবে। তাতে বিশ্ববিদ্যালয়, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন ঘটবে।’

অধ্যাপক মনিরুজ্জামান আরো জানিয়েছেন, ‘ছাত্র, ছাত্রীরা ঘুরে দেখার ফলে তাদের মধ্য থেকে আগামী দিনের উজ্জ্বল গবেষক জন্ম লাভ করবেন। তারা এখন অনুপ্রেরণা লাভ করছে।’ স্যার মন খারাপ করলেন, ‘আমাদের দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও গবেষণাখাতের তালিকাতে পিছিয়ে আছে দেশে এবং বিদেশে। এই বিশেষ আয়োজনের মাধ্যমে বিশেষ খাতেও নতুন গবেষকের জন্ম হবে। ফলে আমরা গবেষণা র‌্যাংকিংসহ সব তালিকাতেই এগিয়ে যাবো অনেক।’
ওএস।

Header Ad
Header Ad

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গেও বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের দ্বিতীয় দিনে পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক সম্মেলন শেষে প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি।

এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্নের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ড. ইউনূস। থাই প্রধানমন্ত্রী বাংলাদেশকে দুই বছরের জন্য বিমসটেকের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

পরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠকে বসেন ড. ইউনূস। আঞ্চলিক উন্নয়ন ও পারস্পরিক সহায়তা নিয়ে আলোচনা করেন তারা। একই দিন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গে হোটেল সাংগ্রিলায় বৈঠক করেন ড. ইউনূস, যেখানে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার বিষয়টি উঠে আসে।

বিকেলে মিয়ানমারের সরকার প্রধানের সঙ্গে হেঁটে হেঁটে বিভিন্ন ইস্যুতে আলাপ করেন ড. ইউনূস।

এদিকে, বৈঠকের পর নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন—“বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, “বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। সীমান্ত নিরাপত্তা ও সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে আলোচনা করেছি।”

উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেক বর্তমানে বাণিজ্য, প্রযুক্তি, পরিবহন, জ্বালানি ও সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আন্তঃআঞ্চলিক জোট হিসেবে কাজ করছে।

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে

ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট ৬৮২ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে অধিকাংশই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। শুক্রবার (৪ এপ্রিল) ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ লোকসভায় এ তথ্য জানান।

তিনি বলেন, সীমান্তে আটক হওয়া ভারতীয়দের নথিপত্র যাচাইয়ের পর যুক্তরাষ্ট্র তাদের প্রত্যাবাসন করে। একই সঙ্গে ভারত সরকার অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ে উদ্বিগ্ন এবং এই সমস্যা মোকাবিলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছে। অপরাধমূলক অভিবাসন চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থী, পর্যটক এবং পেশাদারদের আমেরিকা যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয়, সেদিকেও নজর দিচ্ছে মোদী সরকার। মার্কিন কর্তৃপক্ষ যে ভারতীয় নাগরিকদের তালিকা পাঠায়, তা গুরুত্ব সহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, জালিয়াতির দায়ে অভিযুক্ত ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সক্রিয় হয়েছে ভারত সরকার। মানব পাচারচক্রের সঙ্গে এজেন্টদের যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Header Ad
Header Ad

কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে বিয়ের খবর জানিয়েছেন তিনি। স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করে ক্যাপশনে লিখেছেন— "আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।"

এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কাভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা। ছবিতে অন্তর্বর্তী সরকারের রেল উপদেষ্টা ফাওজুল কবির খানকেও দেখা গেছে।

 

তবে স্ত্রীর পরিচয় সম্পর্কে ফেসবুক পোস্টে কিছু উল্লেখ করেননি শামীম।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে
কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?
ঢাকার পথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস
মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
দেশে তীব্র তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ
হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় : বিক্রম মিশ্রি
মার্কিন গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা কানাডার
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল বাংলাদেশ
চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো