বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা চতুর্থ
ছবি: সংগৃহীত
বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। তবে দূষণ মাত্রার দিক থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ।
রবিবার সকাল ৯টা ১২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
তালিকার শীর্ষে অবস্থান করা কলকাতার বায়ুর মানের স্কোর হচ্ছে ৩৬৮ অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির স্কোর হচ্ছে ২৫৬ অর্থাৎ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর।
সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে চায়নার চেংদু এবং শহরটির স্কোর হচ্ছে ১৮৬। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।
দূষণের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ। রাজধানী ঢাকার দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৬৯ অর্থাৎ এখানকার বায়ু অস্বাস্থ্যকর।