তানজিন তিশার সঙ্গে তামিমের স্ক্রিনশট ভাইরাল
ছবি: সংগৃহীত
সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে সাইবার বুলিং এর অভিযোগ তুলেছেন অভিনেত্রী তানজিন তিশা। গতকাল সোমবার এই অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে গিয়েছেন অভিনেত্রী। এছাড়া তামিমের সঙ্গে ফোনালাপে সাংবাদিকদের উড়িয়ে দিতে চাইলেও পরে ফেসবুকে ক্ষমা চেয়েছেন। কিন্তু সেই পোস্ট মুছে দিয়ে ডিবি অফিসের পথে হাঁটলেন।
তামিম আসলে কী বলেছিলেন তিশাকে? এ বিষয়ে তিশার সঙ্গে তামিমের কথপোকথনের একটি স্ক্রিন শট গণমাধ্যমের কাছে এসেছে। যেখানে তামিম তার পরিচয় ও পদবী দিয়ে হোয়াটসঅ্যাপে টেক্সট করেন তিশাকে। এরপরে জানতে চান তিশা অ্যাবরশন করিয়েছেন, বিষয়টি মিডিয়ায় আলোচনা চলছে। তিশা প্রশ্ন শুনে অবাক হন। এরপর তামিম বলেন, হ্যাঁ এমনটাই ছড়াচ্ছে আপনি এটা ছড়ানোর আগেই একটা স্টেটমেন্ট দেন প্লিজ। ইতোমধ্যে স্ক্রিনশটটি ভাইরাল।
ক্ষমা চেয়ে করা পোস্টটি মুছে ফেলার বিষয়ে এই অভিনেত্রী বলেন, আমি পোস্ট করার পর দেখি সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। ওই পোস্টের কারণে আমি বুলিংয়ের শিকার হচ্ছিলাম। এ জন্য পোস্টটি ডিলিট করে দিতে বাধ্য হয়েছি।
পরে তিনি বলেন, তামিম নামে বেসরকারি টিভি চ্যানেলের এক সাংবাদিক অডিও ফাঁস করেছে বলে অভিযোগ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি বলেন, আজকে আমি এখানে এসেছি শুধু লাস্ট কয়েক দিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি তাই।
তিশার অভিযোগের বিষয়ে এরপর কথা বলেন ডিবিপ্রধান হারুন অর রশীদ। তিনি জানান, অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিংয়ের শিকার হওয়া নিয়ে এসেছিলেন। সে কিছু ব্যক্তিগত সমস্যায় পড়েছে। সাইবার বুলিংয়ের শিকার হয়েছে।
ডিবি প্রধান বলেন, আমাদের ডিবিতে গুরুত্বপূর্ণ দুটি সাইবার ইউনিট রয়েছে, সাইবার উত্তর ও সাইবার দক্ষিণ। ঢাকা শহরে যেই সাইবার বুলিংয়ের শিকার হয়, তারা সবাই আমাদের কাছে আসে। আমাদের সাইবারে গুরুত্বপূর্ণ অনেক স্মার্ট অফিসার রয়েছে, যারা তাৎক্ষণিকভাবে এই সমস্যাগুলোর সমাধান করে থাকে। তেমনি অন্য সবার মতো অভিনেত্রী তিশা আমাদের কাছে এসেছিলেন।
ডিবি প্রধান বলেন, তিশা আমাদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। আমরা সেটা নিয়েছি। তাকে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। সেসব আমরা শুনেছি। সাইবার নর্থকে আমরা দিয়েছি। তারা তদন্ত করে আমাদের জানাবে।