বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

নতুন ওয়েব সিরিজে তমা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা মেলে তার।

এবার নতুন আরও একটি ওয়েব সিরিজে দেখা যাবে এই চিত্রনায়িকাকে। আর এই ওয়েব সিরিজে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব’র সঙ্গে।

ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন তমা ও অপূর্ব। সিরিজটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু।

নাম ঠিক না হওয়া এই ওয়েব সিরিজে তমা ও অপূর্ব’র পাশাপাশি সব মিলিয়ে ৫৬ জন শিল্পীকে নিয়ে তৈরি হচ্ছে এই সিরিজটি।

একটি সত্য ঘটনা অবলম্বনে আলফা আইয়ের ব্যানারে দেশের একটি ওটিটি প্লাটফর্মের জন্য নির্মিত হচ্ছে এই ওয়েব সিরিজটি। আগামী নভেম্বরে এর শুটিং শুরু হবে।

এএম/এমএমএ/

Header Ad
Header Ad

সিলেটে থানায় লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেটে থানায় লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত

সিলেট সফরের সময় থানায় লালগালিচা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানায় পরিদর্শনে গেলে লালগালিচা বিছানো দেখে তিনি তীব্র প্রতিক্রিয়া জানান।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লালগালিচা সরিয়ে নেয়া নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে সেটা সরিয়ে নেয়া হয়।

পুলিশ কমিশনার রেজাউল করিমকে উদ্দেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শোনা যায়, এগুলো রাখতে আমি না করেছি। তারপরও এগুলো কেন দিয়েছো? আমি বারবার বলে দিয়েছি এগুলো হবে না। প্রটোকল করতে করতে তোমাদের সময় শেষ, মেইন কাজ করতে পারতেছো না।

পরে বিমানবন্দর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমি এসেছিলাম এই থানা পরিদর্শন করতে। আপনারা জানেন, পুলিশের থেকে আমাদের আশা অনেক কিন্তু তাদের থাকা-খাওয়ায় কিন্তু অনেক বড় সমস্যা।

তিনি বলেন, আপনারা শুধু তাদের (পুলিশ) থেকে চান, কিন্তু তাদের তো দিতেও হবে কিছু। আপনারা এই বিষয়ে কথা বলবেন। তিনি বলেন, অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন আরও হবে। যে যাই বলুক রোজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে না?

পুলিশের কাছে থেকে আসামিদের ছিনতাই করে নিয়ে যাওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এগুলোর ক্ষেত্রে আপনারা (সাংবাদিকরা) কথা বলবেন। এছাড়া যারা আসামি ছিনিয়ে নিচ্ছে, তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এসব ঘটনা আপনারা সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিবো।

Header Ad
Header Ad

দিল্লিতে লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা নিতে এসে গ্রেপ্তার ৫ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির জাহাঙ্গিরপুরী মেট্রো স্টেশনের কাছে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে জাল পরিচয়পত্রের মাধ্যমে ভারতে বসবাস করছিলেন এবং নাম পরিবর্তন করে লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন।

দিল্লি পুলিশের একটি স্পেশাল টিম গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় নজরদারি চালায় এবং তাদের গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়াই পশ্চিমবঙ্গ সীমান্ত পেরিয়ে এজেন্টের মাধ্যমে দিল্লিতে প্রবেশ করেন এবং সেখানেই হরমোনাল থেরাপি ও লিঙ্গ পরিবর্তনের প্রাথমিক চিকিৎসা শুরু করেন।

গ্রেপ্তার হওয়া পাঁচজনের নাম—মোহাম্মদ শাকিদুল (শেরপুর), মোহাম্মদ দুলাল আখতার ওরফে হাজরা বিবি (জামালপুর), মোহাম্মদ আমিরুল ইসলাম ওরফে মোনিকা (ঢাকা), মোহাম্মদ মাহির ওরফে মাহি (টাঙ্গাইল) ও সাদ্দাম হোসেন ওরফে রুবিনা (দিনাজপুর)। পুলিশের দাবি, এদের প্রত্যেকের কাছ থেকে জাল জন্ম সনদ, আধার কার্ড ও অন্যান্য নথি উদ্ধার করা হয়েছে।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার অঙ্কিত চৌহান জানান, এই চক্র শুধু বাংলাদেশিদের ভারতে প্রবেশে সহায়তা করে না, বরং তাদের থাকার ব্যবস্থাও করে এবং জাল পরিচয়পত্র সরবরাহ করে। এসব কাজের বিনিময়ে বড় অংকের টাকা নেওয়া হয়। গত মার্চ মাসে একই ধরনের অপরাধে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের মধ্যে একজন মোহাম্মদ মইনুদ্দিন একটি কম্পিউটার দোকানে জাল নথি তৈরি করতেন।

পুলিশ জানায়, এই ধরনের চক্র দিল্লি ছাড়াও বেঙ্গালুরুসহ ভারতের বিভিন্ন শহরে সক্রিয়। সাংবাদিক আশিস গুপ্ত বলেন, সীমান্ত অঞ্চলে দীর্ঘদিন ধরেই এ ধরনের মানবপাচার চক্র সক্রিয় এবং তাদের সঙ্গে রাজনৈতিক ও প্রশাসনিক যোগাযোগ থাকার অভিযোগও রয়েছে।

ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের এক কর্মকর্তা জানান, সম্প্রতি ছয়জন অবৈধ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে, এবং আরও চারজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে তিনি বলেন, ডিপোর্টেশনের প্রক্রিয়াটি অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ, কারণ এতে দুই দেশের মধ্যে নানান ধরনের কাগজপত্রের আদান-প্রদান প্রয়োজন হয়।

Header Ad
Header Ad

রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সবমিলিয়ে টানা ৪ দিনের অবকাশ

ছবি: সংগৃহীত

চৈত্র সংক্রান্তি উপলক্ষে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই তিন পার্বত্য জেলায় আগামী ১৩ এপ্রিল (রবিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছুটির ফলে পার্বত্য অঞ্চলের মানুষ পেতে যাচ্ছেন টানা চার দিনের ছুটির আনন্দ, যেটি শুরু হবে ১২ এপ্রিল (শুক্রবার) থেকে এবং চলবে ১৫ এপ্রিল (সোমবার) পর্যন্ত।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২৭ মার্চ জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি সব প্রতিষ্ঠানে এই ছুটি কার্যকর থাকবে। ছুটিকালীন সময়ে সংশ্লিষ্ট জেলার সব সরকারি অফিস বন্ধ থাকবে বলেও জানানো হয়।

১৪ এপ্রিল সারাদেশে পহেলা বৈশাখ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। ফলে শুক্র, শনি, রবি ও সোমবার—এই চার দিন পার্বত্য অঞ্চলের মানুষ উৎসব ও বিশ্রামে কাটাতে পারবেন।

চৈত্র সংক্রান্তি পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতিতে এক গুরুত্বপূর্ণ উৎসব। বছরের শেষ দিনটিকে তারা রঙিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী রীতিনীতি অনুসরণ করে উদযাপন করে থাকে।

এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকও নির্দেশ দিয়েছে যে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সব তফসিলি ব্যাংক শাখা ও উপশাখা ১৩ এপ্রিল বন্ধ থাকবে। এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে দেশের অন্যান্য অঞ্চলে ১৩ এপ্রিল ঐচ্ছিক ছুটি হিসেবে বিবেচিত হবে। যেসব জেলায় চৈত্র সংক্রান্তি উদযাপন করা হয় না, সেখানে স্বাভাবিক কার্যক্রম চলবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সিলেটে থানায় লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা
দিল্লিতে লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা নিতে এসে গ্রেপ্তার ৫ বাংলাদেশি
রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সবমিলিয়ে টানা ৪ দিনের অবকাশ
এসএসসির ফল ৬০ দিনে প্রকাশের চেষ্টা করা হবে: শিক্ষা উপদেষ্টা
পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
যমুনা নদী বাঁধ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদন্ড
ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ৪ বাংলাদেশি পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দর থেকে ফেরত
মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, পরীক্ষার হলে মেয়ে জানে না মৃত্যুর খবর
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নয়, ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নাম চায় ইসলামী আন্দোলন
৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না
নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীসহ মেয়ের মৃত্যু
ভারতের মত অন্য কোনও দেশ বাংলাদেশের এতটা মঙ্গল চায় না: জয়শঙ্কর
মেসির জোড়া গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স
গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির র‌্যালি, রাজধানীতে ব্যাপক প্রস্তুতি
ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল সৌদি আরবে পড়েছে, লক্ষ্য ছিল ইসরায়েল
সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ২০৯ জন উদ্ধার, আটক ১২ পাচারকারী
পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ, ৯০ দিনের জন্য শুল্ক থাকছে ১০ শতাংশ
গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৩৮, নিখোঁজ ৩৪
শুল্ক আরোপের পর বিশ্বনেতারা আমার পশ্চাদ্দেশে চুমু খাচ্ছেন: ট্রাম্প