প্রাচ্যনাটের মহড়া কক্ষে ‘অ্যা মাদার ইন ম্যানভিল’
প্রাচ্যনাট নাট্যদল মঞ্চে আনছে নতুন নাটক ‘এ মাদার ইন ম্যানভিল’। মার্জোরি কিনান রাওলিংস’র লেখা গল্পটির নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজিব এবং ভাবনা ও নির্দেশনা দিয়েছেন ফরহাদ হামিদ।
নাটকের গল্পটি আবর্তিত হয়েছে একজন লেখিকা ও দশ বছর বয়সী এক এতিম ছেলে জেরিকে ঘিরে। লেখিকা তার জীবনী লিখতে কয়েক দিনের জন্য শহর থেকে দূরে ক্যারোলিনা পাহাড়ের একেবারে চূড়ায় অবস্থিত এতিমখানার গেস্ট হাউসে যান।
জেরি লেখিকার ঘর উত্তপ্ত রাখার আগুনের চুল্লির জন্য কাঠ কাটার কাজ করতে যায়। সেখানে পরিচয় ঘটে জেরি ও লেখিকার। গল্প যত এগোতো থাকে ততো দেখা যায় চরিত্র দুটি কাছাকাছি আসছে। একদিকে এতিম জেরির একাকীত্ব বোধ এবং মায়ের ভালবাসা কামনা তার কল্পনা ঘটাচ্ছে।
অন্যদিকে, লেখিকা তার ব্যথিত অতীত ভুলে নতুন জীবন শুরু করার চেষ্টা করছেন। নাটকটির একপর্যায়ে লেখিকা এবং জেরির মধ্যে একটি নতুন সংযোগের সন্ধান ঘটে।
ইংরেজিতে পরিবেশিত হওয়া নাটকটিতে অভিনয় করেছেন ডায়না, শ্রেয়ান, সাকি, ফায়সাল ইবনে মিজান, অদ্রি, আঁখি, তোতা, স্বাতি, তানিজি কুন ও সুপ্তি। নাটকটির সেট ডিজাইন করেছেন ফায়সাল ইবনে মিজান, লাইট ডিজাইন করেছেন আঁখি, মিউজিক করেছেন এবি সিদ্দিকি, প্রপস তৈরি করেছেন তানজি কুন ও স্বাতি, কস্টিউম ডিজাইন করেছেন ঝুমা ও পাপেট নির্মাণ করেছেন চন্দুবিন্দু তোতা।
শনিবার (৬ মে) সন্ধ্যা ৭টায় প্রাচ্যনাটের মহড়া কক্ষে নাটকটি মঞ্চায়িত হবে।
এএম/এমএমএ/