সামনের বছর ফিরছে বেঙ্গল ক্লাসিক মিউজিক ফেস্ট
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী বছর আবারো ধ্রুপদী সংগীতের জনপ্রিয় আসর ‘বেঙ্গল ক্লাসিক মিউজিক ফেস্ট’ আয়োজনের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে আয়োজক বেঙ্গল ফাউন্ডেশন। ইতোমধ্যেই ঢাকার আর্মি স্টেডিয়ামে উৎসবটি আয়োজনের জন্য আবেদনও করা হয়েছে।
বেঙ্গল ফাউন্ডেশনের প্রশাসনিক ব্যবস্থাপক হাবিবুর রহমান নুরী সম্প্রতি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “বেঙ্গল ক্লাসিক মিউজিক ফেস্ট আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যেই আয়োজনের জন্য অনুমতি চাওয়া হয়েছে। এর বেশি কিছু বলতে পারছি না। বাকি বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবেন।”
বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত সর্বশেষ শাস্ত্রীয় সঙ্গীতের আসরটি বসে ২০১৭ সালে। নানা অনিশ্চয়তার কারণে আয়োজক কর্তৃপক্ষ সেবার ধানমণ্ডির আবাহনী ক্লাব মাঠে উৎসব স্থানান্তর করতে বাধ্য হয়। এর আগে টানা পাঁচটি আসরই বসেছিল আর্মি স্টেডিয়ামে। নির্বাচনকে সামনে রেখে ২০১৮ সালে নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয় উৎসবটি। এরপর ২০১৯ সালে আবাহনী মাঠের সংস্কার চলছিল বলে আয়োজনটি সেখানেও আর স্থান পায়নি।
উল্লেখ্য, এরপর কোভিড মহামারি শুরু হলে এই আয়োজন আর ফেরানো যায়নি। তবে বাংলাদেশে মহামারির প্রকোপ অনেকটা কমে এলে এই আয়োজন নিয়ে বেশ কয়েকবার গুঞ্জন উঠেছিল।