সেরা করদাতা হলেন যেসব অভিনেতা-অভিনেত্রী ও সংগীতশিল্পী
সেরা করদাতা হলেন যেসব অভিনেতা-অভিনেত্রী ও সংগীতশিল্পী। ফাইল ছবি
চলতি ২০২২-২৩ করবছরে দেশের বিভিন্ন পেশাজীবী ও প্রতিষ্ঠানের করদাতার তালিকা প্রকাশ করেছে সরকার। গতকাল (৫ ডিসেম্বর) এই তালিকা প্রকাশিত হয়েছে। তালিকা অনুযায়ী এ বছর তারকাদের মধ্যে সেরা করদাতা হয়েছেন ৬ জন।
অভিনয়শিল্পীদের মধ্যে আছেন- মাহফুজ আহমেদ, ফরিদা আকতার ববিতা ও সিয়াম আহমেদ। গায়ক-গায়িকাদের মধ্যে সেরা হয়েছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও মমতাজ বেগম। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২২-২৩ করবছরের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন ১৪১ ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠান।
সেরা করদাতা হিসেবে তাদের ‘ট্যাক্স কার্ড’ দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৭৬ ব্যক্তি, ৫৪ কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১১টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড দেওয়া হবে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান নিসুর স্বাক্ষর করা গেজেটে তথ্যগুলো জানানো হয়।
সাধারণত কর কার্ডধারীরা এক বছর বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় সুবিধা ও অগ্রাধিকার পেয়ে থাকেন। যেমন- বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার; তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং; নিজে, স্ত্রী বা স্বামীর ও নির্ভরশীল সন্তানের জন্য সরকারি হাসপাতালের কেবিন; আকাশ-রেল-নৌপথে সরকারি যানবাহনের টিকিট এবং জাতীয়, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণ।