প্রতিযোগী থেকে বিচারক হলেন যুবরাজ শামীম
৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’সহ ‘নেটপ্যাক সম্মাননা’ও জিতে নেন বাংলাদেশের ‘আদিম’ সিনেমার নির্মাতা যুবরাজ শামীম।
মস্কোর ৪৫তম উৎসবেও ডাক পেলেন এই নির্মাতা। তবে এবার প্রতিযোগি হয়ে নয়। যুবরাজ এবার উৎসবে বিচারকের আসনে বসবেন। বিচারক হিসেবে যোগ দেওয়ার জন্য চিঠিও পেয়েছেন তিনি।
বুধবার (১৫ মার্চ) রাতে ইমেইল যোগে এ বিষয়ে উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণ পত্র পান যুবরাজ শামীম। উৎসবে প্রতিযোগিতা বিভাগে থাকা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো বিচারকদের একজন তিনি।
এ সম্পর্কে নির্মাতা বলেন, ‘আমি কোনো শব্দেই এই আনন্দের ভাষা প্রকাশ করতে পারবো না। এমন সম্মানজনক আসরে বিচারকের দায়িত্ব পাওয়া নিশ্চয় আনন্দের এবং গর্বের। ’
গেল বছর আগস্টে মস্কো চলচ্চিত্র উৎসব শুরু হলেও এ বছর ২০ এপ্রিল শুরু হবে উৎসবটি। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর প্রদর্শনী রয়েছে ২৫ ও ২৬ এপ্রিল। উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে যুবরাজ মস্কো পৌঁছাবেন ২৪ এপ্রিল।
এদিকে আগামী ১২ মে দেশের প্রেক্ষাগৃহে ‘আদিম’ সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছেন যুবরাজ। শিগগিরই পুরোদমে এর প্রচার-প্রচারণায় নামবেন এই পরিচালক।
এএম/এমএমএ/