বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

অস্কারে আর থাকছে না রেড কার্পেট

বিশ্ব চলচ্চিত্র সবচেয়ে বড় পুরস্কারের আসর অস্কার। পুরস্কারের পাশাপাশি রেড কার্পেট অস্কারের সৌন্দর্য্য বহুগুণ আরও বাড়িয়ে দিয়েছে। রেড কার্পেট মানেই অস্কারের অনন্য এক উন্মাদনা ও পরিচিত। এবার এই রেড কার্পেটই থাকছে না অস্কারের নতুন আসরে। রেড কার্পেটের পরিবর্তে শ্যাম্পেইন কার্পেট।

বুধবার হলিউডের দ্য ডলবি থিয়েটারের বাইরে কর্মীরা একটি শ্যাম্পেইন রঙের কার্পেট তৈরিতে কাজ করছেন বলে জানিয়েছেন জিমি কিমেল। তিনিই ১২ মাচ রবিবার ৯৫তম অস্কার অনুষ্ঠানটির উপস্থাপক। তিনি নিজেই এই কাজের দেখাশোনা করেছেন বলেও এপিকে জানিয়েছেন।

কিমেল বলেছেন, ‘একটি লাল কার্পেটের শোগুলোর ওপরে একটি শ্যাম্পেইন কার্পেটের সিদ্ধান্তটি প্রমাণ করে, এখানে কোনো রক্ত ঝরবে না এবং এ বিষয়ে আমরা কতটা আত্মবিশ্বাসী।’

ভোগ ম্যাগাজিনের দীর্ঘকালের প্রদায়ক লিসা লাভ এবারের অস্কারের ক্রিয়েটিভ পরামশর্ক হিসেবে কাজ করছেন। তিনিই লাল রঙের বদলে শ্যাম্পেইন রঙের কার্পেটে অস্কারকে মুড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রদান করেছেন। তার সঙ্গে সমানভাবে কাজ করেছেন রাল ভিলা। তিনি নিউইয়র্কের মিট গালা নামের জৈলুসে ভরা শোটির ক্রিয়েটিভ পরামশর্ক।

এই বছর কার্পেটটি মুড়ে দেওয়া হবে যাতে তারকা ও ক্যামেরাগুলোকে আবহাওয়ার হাত থেকে বাঁচানো যায়। এ ছাড়া, বিকাল থেকে রাতের অনুষ্ঠানগুলোকে আরো ভালো করা তাদের উদ্দেশ্য।

অস্কারের লাল কার্পেট বদলে শ্যাম্পেইন কার্পেট ও পুরোটি মুড়ে দেওয়া নিয়ে এখানে কোনো বির্তক হয়নি বলেছেন লাভ। তারা আরো জানিয়েছেন, ঐতিহ্যটি ভেঙে ফেলার স্বাধীনতা তাদের ছিল বলে কাজটি করেছেন। তারা আরও কটি রঙ নিয়ে কাজ করেছেন। তবে মোড়ানো চাদরে সেগুলো বেশি কালো দেখিয়েছে। এই রঙটি আরো হালকা যেটি সূর্যাস্তকে আহ্বান জানায় এবং সেই সোনালি সময়ের জন্য খুব উপযোগী বলে তারা এটি নির্বাচন করেছেন।

অস্কারের সিইও বিল কারমের তাদের এই প্রস্তাব ইতোমধ্যেই অনুমোদনও দিয়েছেন। লাভ বলেছেন, আরও হালকা এবং আশাবাদের রঙ হিসেবে তারা এই রঙটি ব্যবহার করছেন। তবে সবসময়ই শ্যাম্পেইনের রঙের মতো কার্পেটই যে ব্যবহার করা হবে তেমনটাও নয়।

রবিবার (১২ মার্চ) বেলা সাড়ে ৩টায় অস্কারের আয়োজন শুরু হবে। এর মূল আয়োজন শুরু হবে রাত ৮টায়। এবার অস্কার অনুষ্ঠান লাইভ সম্প্রচার করবে এবিসি।

উল্লেখ্য, অস্কারের রেড কার্পেট শুরু হয়েছে ১৯৬১ সালে। তখন ৩৩তম অস্কার অনুষ্ঠান সান্তা মনিকার সিভিল অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছিল। বিলি উইল্ডাররের ‘দ্য অ্যাপার্টমেন্ট’ বেস্ট পিকচাসের পুরস্কার জয় করেছে।

এই অনুষ্ঠানটিই প্রথম টিভিতে প্রচার করা হয়েছিল। এবিসি দেখিয়েছে। উপস্থাপক ছিলেন বব হোপ। তবে ১৯৬৬ সাল পর্যন্ত টিভিতে সাধারণ দর্শক রেড কার্পেট দেখতে পারেননি। সে বছরই প্রথম রঙিন অস্কার অনুষ্ঠান রঙিন টিভিতে সম্প্রচার করা হয়েছে।

ওএফএস/

Header Ad
Header Ad

বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যা: প্রধান আসামি মেহরাজ গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আলোচিত এই মামলায় এ পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে র‌্যাব-১ ও র‌্যাব-১৩-এর যৌথ অভিযানে গাইবান্ধা থেকে মেহরাজকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিকুর রহমান। তিনি বলেন, "আসামিকে ঢাকায় আনা হচ্ছে, তদন্তের স্বার্থে বিস্তারিত পরে জানানো হবে।"

এর আগে রবিবার রাতে ঢাকার মহাখালীর ওয়ারলেস গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তিনজনকে—কামাল (১৯), জুনায়েদ (১৯) ও সানি (১৯)। এছাড়া সোমবার রাতে কুমিল্লার তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মামলার আরেক আসামি হৃদয় মিয়াজিকে (২৩), যিনি ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর বনানী থানার যুগ্ম সদস্যসচিব।

পরদিন রাতেই পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করা হয়।

আসামিদের মধ্যে রয়েছেন- মেহরাজ ইসলাম, গিফফারি পিয়াস, মাহাথির হাসান, তুষার, হৃদয় মিয়াজি, রিফাত, আলী ও ফাহিম।

উল্লেখ্য, গত শনিবার ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে পারভেজের সঙ্গে তিন শিক্ষার্থীর তর্ক হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মীমাংসার পর ক্যাম্পাস থেকে বের হতেই তাকে একদল যুবক ছুরিকাঘাত করে। গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Header Ad
Header Ad

তুরস্কের ইস্তানবুলে একের পর এক ভূমিকম্প

ছবি: সংগৃহীত

তুরস্কের রাজধানী ইস্তানবুলে একের পর এক ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি কম্পন ছয় দশমিক দুই মাত্রার। বুধবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের দিকে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মানির ভূমিকম্প গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।

দেশটির দুর্যোগ ও জরুরি কর্তৃপক্ষ (এএফএডি) বলেছে, বুধবার স্থানীয় সময় ১২টা ৪৯ মিনিটের দিকে ইস্তাম্বুল থেকে ৮০ কিলোমিটার পশ্চিমের সিলভরি অঞ্চলের মারমারা উপসাগরে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে বসফরাস প্রণালীর ইউরোপীয় ও এশীয় তীরে অবস্থিত শহরটির লোকজন আতঙ্কে তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার না করা এবং গাড়ি না চালানোর পরামর্শ দেয়া হয়েছে। ভূমিকম্পের প্রভাব নিরূপণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া।

প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় ১২টা ১৩ মিনিটে অনুভূত হয় সিলিভরি জেলায়। এটি ছিল তিন দশমিক ৯ মাত্রার ভূমিকম্প।

এরপর একই এলাকায় দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় ১২টা ৪৯মিনিটে। এটি ছিল ৬ দশমিক ২ মাত্রার।

আর তৃতীয়টি ছিল চার দশমিক চার মাত্রার। এটি ১২টা ৫১মিনিটে অনুভূত হয়েছে ইস্তানবুলের বুয়ুকসেকমেসে এলাকায়।

কর্তৃপক্ষ জানিয়েছে ইস্তানবুলের পশ্চিমাঞ্চলে বুয়ুকসেকমেসে এলাকায় পরে আরও তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

Header Ad
Header Ad

এবার সেই গৃহকর্মীর বিরুদ্ধে মামলা করলেন পরীমণি

গৃহকর্মী পিংকি আক্তার এবং চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণি তার গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, পিংকি অনলাইনে কুৎসা রটনা করে পরীমণির সুনাম ক্ষুণ্ণ করেছেন।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে পরীমণি মামলার আবেদন করেন।

চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

আদালত তার জবানবন্দি গ্রহণ করে আগামী ৮ জুলাইয়ের মধ্যে তদন্ত করে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)। এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া।

মামলার বিষয়ে জানতে চাইলে পরীমণি গণমাধ্যমকে বলেন, ‘আজ সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছি। প্রথমদিকে তার (পিংকি) বিষয়টিকে হালকাভাবে নিয়েছিলাম। মনে করেছি হয়তো কিছু চাওয়া-পাওয়ার জন্য বা মিডিয়া হাইপের জন্য এসব কথা বলছে। ভেবেছিলাম একটা সময় নিজের ভুল সে বুঝতে পারবে। কিন্তু তা নয়। দেখা যাচ্ছে, ক্রমাগতভাবে সে একই কথা বিভিন্ন মিডিয়া ও কনটেন্ট ক্রিয়েটরের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করাচ্ছে। এখন মনে হচ্ছে এখানে সেই মেয়ে (পিংকি) নয়, তার পেছনে হয়তো অন্য কেউ কলকাঠি নাড়ছে। তাই বাধ্য হয়ে আজ মামলা করেছি। আমিও বের করে ছাড়ব তার পেছনে কে মদত দিচ্ছে।’

এর আগে, মঙ্গলবার (২২ এপ্রিল) পরীমণি ও তার ফ্ল্যাটমেট সৌরভের (২৮) বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেন পিংকি আক্তার। মামলায় তিনি দাবি করেন, পরীমণি মাদক সেবন করে তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। এই মামলাটি গ্রহণ করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামী ৮ মে’র মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন।

মামলার বাদী পিংকি আক্তার নেত্রকোনা জেলার ফাদুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগে উল্লেখ করেন, গত ৪ এপ্রিল পরীমণির সন্তান পড়ে যাওয়ার পর তিনি তাকে মারধর করেন। সে সময় ভাটারা থানায় গিয়েও অভিযোগ করেন তিনি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যা: প্রধান আসামি মেহরাজ গ্রেপ্তার
তুরস্কের ইস্তানবুলে একের পর এক ভূমিকম্প
এবার সেই গৃহকর্মীর বিরুদ্ধে মামলা করলেন পরীমণি
দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে: প্রধান উপদেষ্টা
আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই: মির্জা আব্বাস
কাশ্মীরের হামলা ‘সাজানো’ দাবি পাকিস্তানি সংবাদমাধ্যমের
ভাইরাল ভিডিও সমন্বয়ক রুবাইয়ার নয়, দাবি এনসিপি নেতার
স্বৈরাচারের দোসররাই ভাস্কর মানবেন্দ্রর বাড়িতে আগুন দিয়েছে: রিজভী
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেপ্তারে লাগবে না অনুমতি
সিলেট টেস্ট চলাকালে হার্ট অ্যাটাক, বিসিবি কর্মকর্তার মৃত্যু
আমাকে দেখলেই মানুষ বলে ‘শাকিব খানের বউ’: টিকটকার রিমু
ভয়েস অফ আমেরিকা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিলেন মার্কিন বিচারক
এসএসসি পাসেই বিমানে চাকরি, নেবে ৬৬২ জন
সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরেই কঠোর হুঁশিয়ারি মোদির (ভিডিও)
কুয়েট ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থীদের সঙ্গে চলছে আলোচনা
বিসিবির চাকরি ছাড়ছেন এলিট প্যানেলের আম্পায়ার সৈকত
ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল
‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ এর প্রতিবেদন বাতিল চান আজহারী
রাজধানীতে বড় সমাবেশ ডেকেছে বিএনপি