অস্কারে আর থাকছে না রেড কার্পেট
বিশ্ব চলচ্চিত্র সবচেয়ে বড় পুরস্কারের আসর অস্কার। পুরস্কারের পাশাপাশি রেড কার্পেট অস্কারের সৌন্দর্য্য বহুগুণ আরও বাড়িয়ে দিয়েছে। রেড কার্পেট মানেই অস্কারের অনন্য এক উন্মাদনা ও পরিচিত। এবার এই রেড কার্পেটই থাকছে না অস্কারের নতুন আসরে। রেড কার্পেটের পরিবর্তে শ্যাম্পেইন কার্পেট।
বুধবার হলিউডের দ্য ডলবি থিয়েটারের বাইরে কর্মীরা একটি শ্যাম্পেইন রঙের কার্পেট তৈরিতে কাজ করছেন বলে জানিয়েছেন জিমি কিমেল। তিনিই ১২ মাচ রবিবার ৯৫তম অস্কার অনুষ্ঠানটির উপস্থাপক। তিনি নিজেই এই কাজের দেখাশোনা করেছেন বলেও এপিকে জানিয়েছেন।
কিমেল বলেছেন, ‘একটি লাল কার্পেটের শোগুলোর ওপরে একটি শ্যাম্পেইন কার্পেটের সিদ্ধান্তটি প্রমাণ করে, এখানে কোনো রক্ত ঝরবে না এবং এ বিষয়ে আমরা কতটা আত্মবিশ্বাসী।’
ভোগ ম্যাগাজিনের দীর্ঘকালের প্রদায়ক লিসা লাভ এবারের অস্কারের ক্রিয়েটিভ পরামশর্ক হিসেবে কাজ করছেন। তিনিই লাল রঙের বদলে শ্যাম্পেইন রঙের কার্পেটে অস্কারকে মুড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রদান করেছেন। তার সঙ্গে সমানভাবে কাজ করেছেন রাল ভিলা। তিনি নিউইয়র্কের মিট গালা নামের জৈলুসে ভরা শোটির ক্রিয়েটিভ পরামশর্ক।
এই বছর কার্পেটটি মুড়ে দেওয়া হবে যাতে তারকা ও ক্যামেরাগুলোকে আবহাওয়ার হাত থেকে বাঁচানো যায়। এ ছাড়া, বিকাল থেকে রাতের অনুষ্ঠানগুলোকে আরো ভালো করা তাদের উদ্দেশ্য।
অস্কারের লাল কার্পেট বদলে শ্যাম্পেইন কার্পেট ও পুরোটি মুড়ে দেওয়া নিয়ে এখানে কোনো বির্তক হয়নি বলেছেন লাভ। তারা আরো জানিয়েছেন, ঐতিহ্যটি ভেঙে ফেলার স্বাধীনতা তাদের ছিল বলে কাজটি করেছেন। তারা আরও কটি রঙ নিয়ে কাজ করেছেন। তবে মোড়ানো চাদরে সেগুলো বেশি কালো দেখিয়েছে। এই রঙটি আরো হালকা যেটি সূর্যাস্তকে আহ্বান জানায় এবং সেই সোনালি সময়ের জন্য খুব উপযোগী বলে তারা এটি নির্বাচন করেছেন।
অস্কারের সিইও বিল কারমের তাদের এই প্রস্তাব ইতোমধ্যেই অনুমোদনও দিয়েছেন। লাভ বলেছেন, আরও হালকা এবং আশাবাদের রঙ হিসেবে তারা এই রঙটি ব্যবহার করছেন। তবে সবসময়ই শ্যাম্পেইনের রঙের মতো কার্পেটই যে ব্যবহার করা হবে তেমনটাও নয়।
রবিবার (১২ মার্চ) বেলা সাড়ে ৩টায় অস্কারের আয়োজন শুরু হবে। এর মূল আয়োজন শুরু হবে রাত ৮টায়। এবার অস্কার অনুষ্ঠান লাইভ সম্প্রচার করবে এবিসি।
উল্লেখ্য, অস্কারের রেড কার্পেট শুরু হয়েছে ১৯৬১ সালে। তখন ৩৩তম অস্কার অনুষ্ঠান সান্তা মনিকার সিভিল অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছিল। বিলি উইল্ডাররের ‘দ্য অ্যাপার্টমেন্ট’ বেস্ট পিকচাসের পুরস্কার জয় করেছে।
এই অনুষ্ঠানটিই প্রথম টিভিতে প্রচার করা হয়েছিল। এবিসি দেখিয়েছে। উপস্থাপক ছিলেন বব হোপ। তবে ১৯৬৬ সাল পর্যন্ত টিভিতে সাধারণ দর্শক রেড কার্পেট দেখতে পারেননি। সে বছরই প্রথম রঙিন অস্কার অনুষ্ঠান রঙিন টিভিতে সম্প্রচার করা হয়েছে।
ওএফএস/