সীতেশ কৌশিকের চিরবিদায়
হাট অ্যার্টাক হয়েছিল ভারতের হিন্দিভাষী অভিনেতা-পরিচালক সতীশ কৌশিকের এবং এরপর গতকাল তিনি মারা গিয়েছেন, জানিয়েছেন তার বন্ধু ও চলচ্চিত্রের সহকর্মী অনুপম খের।
৬৬ বছরের এই বিখ্যাত সিনেমাগুলো হলো ‘মিস্টার ইন্ডিয়া’, ‘দিওয়ানা মাস্তানা’ ও ‘উল্টা পাঞ্জাব’।
অনুপম খের জানিয়েছেন, তখন দিল্লীতে একজন বন্ধুর বাসায় ছিলেন কৌশিক ও তিনি অসুস্থ হয়ে গিয়েছেন বলে জানিয়েছেন। তারপর তিনি তার গাড়ি চালককে তাকে হাসপাতালে নিয়ে যেতে আদেশ করেছেন ও যাবার পথেই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে। রাত প্রায় ১টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
টুইটারে খের আরো বলেছেন, হঠাৎ করে কৌশিকের মৃত্যুবরণে তিনি প্রচণ্ড আঘাত পেয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি জানি, মৃত্যু সর্বশেষ সত্য কিন্তু কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমার সবচেয়ে প্রিয় বন্ধু সীতেশ কৌশিকের চলে যাওয়া নিয়ে আমাকে লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বের হঠাৎ চিরকালের সমাপ্তি পড়ে গেল। তোমাকে ছাড়া জীবন কখনোই একরকম থাকবে না সীতেশ। ওম শান্তি।’
দ্য ন্যাশনাল স্কুল অব ড্রামা অ্যান্ড দ্য ফিল্ম অ্যান্ড টেলিশিভন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার একজন সাবেক ছাত্র কৌশিক ‘জানে ভাই দো ইয়ারন’ সিনেমাতেও তার চরিত্রে খুব ভালো অভিনয় করেছিলেন।
তিনি সর্বশেষ বিখ্যাত গীতিকার-লেখক জাবেদ আখতারের আয়োজিত বার্ষিক হোলি উৎসবের অনেকগুলো ছবি ৭ মার্চ মুম্বাই থেকে তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন।
তিনি আরও লিখেছেন, ‘বর্ণিল সুখের হাসি, জাভেদ আখতারজীর হোলি পার্টি থেকে, শাবানা আজমি ও জাভেদ আখতারকে নতুন বিয়ে করা দম্পতির মতো মনে হলো ও তাদের সঙ্গে দেখা হলো। সবাইকে আনন্দমুখর হোলির শুভকামনা। বন্ধুত্ব, উৎসব, বণিলতায় ২০২৩ হোলি উৎসব।’
তিনি তার অভিনয়ের ক্ষেত্রে সময়মতো কৌতুকাভিনয়ের জন্য খ্যাতিমান ছিলেন। কৌশিক একজন পরিচালকও ছিলেন। তার পরিচালনা করা সবচেয়ে বিখ্যাত সিনেমাগুলোগুলো হলো সালমান খান ও ভূমিকা চাওলা অভিনীত ‘তেরে নাম’ ও কারিনা কাপুর খান ও তুষার কাপুর অভিনীত ‘মুঝে কিছু ক্যাহনা হ্যায়’।
সীতেশ কৌশিকের শেষ ছবিটি হলো কঙ্গনা রানাউতের পরিচালনা করা আগামী ছবি ‘ইর্মাজেন্সি’। তিনি তাকে একজন দয়ালু ও সত্যিকারের মানুষ হিসেবে স্মরণ করেছেন।
কঙ্গনা রানাউত আরো লিখেছেন, ‘এই ভয়াবহ দুঃখজনক খবরটি নিয়ে ঘুম থেকে জেগে উঠলাম। তিনি আমাকে সবচেয়ে হাসিয়ে মারা মানুষ ছিলেন। এজন অত্যন্ত সফল অভিনেতা ও পরিচালক সীতেশ কৌশিকজী ব্যক্তিগতভাবে আসল মানুষ ছিলেন। আমি তাকে ইর্মাজেন্সিতে পরিচালনা করতে ভালোবেসেছিলাম। তার অভাব অনুভূত হবে। ওম শান্তি।’ সীতেশ কৌশিকের স্ত্রী ও একটি মেয়ে রয়েছেন।
ওএফএস/