ভারতে সবচেয়ে আয় করা সিনেমা ‘পাঠান’
চৌদ্দ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডজয়ী ও ভারতের ‘পদ্মশ্রী’ অভিনেতা শাহরুখ খানের চার বছর পর মুক্তি পাওয়া ‘পাঠান’ ভারতে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমায় পরিণত হয়েছে। আর বিশ্বজুড়ে মোট আয় করেছে ১ হাজার কোটি ২৮ লাখ ভারতীয় রূপী।
শাহরুখের প্রযোজক যশরাজ ফিল্মস এ তথ্য নিশ্চিত করেছে।
সিনেমাটি পরিচালনা করে সুপারস্টার বনে গিয়েছেন সিদ্ধার্থ আনন্দ।
একটি প্রেস নোটে ওয়াই আর এফ সংক্ষিপ্ত রূপে পরিচিত যশরাজ ফিল্ম আরও বলেছে, ‘বিশ্বজুড়ে মোট লাভের আয় একটি অবিশ্বাস্য অংক ১ হাজার কোটি ২৮ লাখ রূপী। এর মধ্যে ভারতে ৬৪১.০৫ কোটি রূপী (এটিই ভারতীয় সিনেমা ও হিন্দি ভাষীদের ছবিগুলোর প্রধান বাজার) ও বিদেশে ৩৮৬.৫০ কোটি রূপী।’
এই ছবির মাধ্যমেই পড়ন্ত বেলায় ভারতের তিন প্রধান নায়কের অন্যতম ও অনিন্দ্য সুন্দর এবং নাচে, গানে ভয়াবহ পারদর্শী শাহরুখ খান দারুণভাবে ফিরে এলেন মূল ভূমিকায় চার বছরের বেশি সময়ের পর।
তার এই পাঠান ২৫ জানুয়ারি প্রবল প্রত্যাশা ও ভারতীয় সিনেমাশিল্পকে নবজীবন দান করার তুমুল বাসনা নিয়ে এবং রেকর্ড আগাম হল বুকিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করে।
শাহরুখ, দীপিকা, জন আব্রাহামের পরিচালক ও যশরাজ ফিল্মসের চতুর্থ ম্পাই থ্রিলার ছবির (এই ছবিগুলো বানানোর জন্য তারা ‘যশ স্পাই ইউসিভার্স’ নামের স্টুডিও তৈরি করেছেন) কারিগর সিদ্ধার্থ আনন্দেরই গল্প ‘পাঠান’। ছবিতে ডিম্পল কাবাডিয়াও আছেন।
আনন্দ একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘এটি অবিশ্বাস্য অনুভূতি যে, ‘পাঠান’ আজকে ভারতের এক নম্বর হিন্দি ছবি। ভালোবাসা ও গুণের যথাযথ মূল্যায়ন ‘পাঠান’র জন্য দেখিয়েছেন ভক্ত ও দর্শকরা, সেটি ঐতিহাসিক ও সেটিই বক্স অফিসের ফলাফলগুলো প্রদর্শন করছে। একজন পরিচালক হিসেবে আমি গর্বিত যে, আমিই একটি ছবি তৈরি করেছি যেটি মানুষকে বিশ্বজুড়ে বিনোদিত করেছে।’
তবে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ভারতীয় হিন্দি ছবিটি কিন্তু শাহরুখ বা সালমান খানের নয়, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আমির খানের ‘দঙ্গল’। ২০১৬ সালে মুক্তি পাওয়া হিন্দি ভাষার এই ছবিটি আমির খান ও তার তৎকালীন স্ত্রী কিরণ রাও তাদের আমির খান প্রডাকশনের সঙ্গে সিদ্ধার্থ রাও কাপুরের সঙ্গে মিলে ওয়াল্ট ডিজনি কম্পানি ইন্ডিয়ার অধীনে প্রযোজনা করেছেন। একটি আমির খান নির্ভর খেলোয়াড়ের আত্মজৈবনিক সিনেমা। ‘দঙ্গল’ আয় করেছে আজ পর্যন্ত মোট প্রায় ২ হাজার কোটি ভারতীয় রূপী।
আমির খানের ‘দঙ্গল’ প্রথম দফায় ভারতে ৭০০ কোটি রূপী আয় করেছিল। দ্বিতীয় দফায় চীনের সিনেমা হলগুলোতে মুক্তির ব্যবস্থা করা হয়েছিল। সেখান থেকে মূল আয়ের পর বিশ্বজুড়ে ১ হাজার কোটির বেশি রূপী লাভ করার রেকর্ড গড়েছে। প্রথম ভারতীয় সিনেমা হিসেবে আধুনিককালে ২ হাজার কোটি রূপী আয়ের রেকর্ডটি গড়ে।
১ হাজার কোটি রূপী বিশ্বজুড়ে আয়ের রেকর্ড গড়া ভারতের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ছবিগুলো হলো— ‘বাহুবলী ২: দি কনক্লুশন’, ‘আরআরআর’ এবং ‘কেজিএফ: চ্যাপ্টার ২’।
আদিত্য চোপড়ার ‘স্পাই ইউনিভার্স’ এর আগে সালমান খানের ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং ঋত্বিক রোশনের ‘ওয়ার’ মুক্তি দিয়েছে। বলাবাহুল্য সবগুলোই সুপারডুপার হিট। ‘ওয়ার’ করেছেন সিদ্ধাথ আনন্দ। আর সবগুলো ছবির প্রযোজক আদিত্য চোপড়া। এরপর এল তাদের ‘পাঠান’।
ওএফএস/আরএ/