২২ কোটি টাকার বাড়িতে প্রবেশ করলেন দীপিকা-রণবীর

আলিবাগে ২২ কোটি টাকায় বাড়ি কিনেছেন বলিউড দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। জন্মাষ্টমীর দিন নতুন বাড়িতে প্রবেশ করলেন তারা। ছুটিতে ভালো সময় কাটাতে ওই বাড়িতে যাবেন এ তারকা জুটি। তবে নতুন বাড়ি নিয়ে কিছুই বলেননি নায়ক-নায়িকা। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ খবর পাওয়া গেছে।
মুখে না বললেও সেই প্রমাণ পাওয়া গেল রণবীরের ইনস্টাগ্রামে। হোমের আগুন জ্বলছে। দু’হাত জড়ো করে বসে আছে রণবীর ও দীপিকা। আরতি করছেন, নারকেল ফাটাচ্ছেন।
নিজের বাড়ি তৈরির স্বপ্ন থাকে অনেকেরই। সেই স্বপ্নের বাড়ি যখন বাস্তব রূপ নেয়, সেই অনুভূতি একদমই অন্য। রণবীরের ছবি বলে দিল সেই অনুভূতির কথাই। স্বপ্নের বাড়ির দরজা খুলে প্রবেশ করছেন স্বামী-স্ত্রী।
উপস্থিত ছিলেন তাদের পরিবারের সদস্যরাও। শাহরুখ, সালমান-সহ বলিউডের অনেক তারকাদের বাড়িই আলিবাগে। কিছু দিন আগে শাহরুখ খানের বাড়ির পাশেই ১১৯ কোটি টাকা দিয়ে বড় অ্যাপার্টমেন্ট কিনেছেন রণবীর সিং ও তার বাবা। শোনা যাচ্ছে, খুব শীগগিরই বান্দ্রার সেই নতুন বাড়িতেই পরিবারকে নিয়ে থাকবেন রণবীর।
টিটি/
