বিগ বস ১৬ সঞ্চালনায় ১ হাজার কোটি পারিশ্রমিক চাইলেন সালমান

বিগ বস ১৬-এর সঞ্চালনার জন্য সালমান খান পারিশ্রমিক হেঁকেছেন ১০০০ কোটি টাকা। যা শুনে চোখ কপালে ব্যবস্থাপকদের। অঙ্কটা আগের চেয়ে তিনগুণ বেশি। নতুন শো-য়ের দিনক্ষণ নিয়ে উত্তেজনার চেয়ে বেশি মাতামাতি এখন সঞ্চালককে নিয়ে। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিগ বস ১৫-তে সঞ্চালক হিসেবে ভাইজানের পারিশ্রমিক ছিল ৩৫০ কোটি টাকা। চলতি বছরের অক্টোবরে শুরু হতে যাওয়া বিগ বস ১৬-র ক্ষেত্রে কেন এমন আকাশছোঁয়া চাহিদা সালমানের সে নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি এখনও।
জানা গেছে, এ বারের ‘বিগ বস’-এর আবহে জল আর জল। থিমই নাকি মহাসাগর। ৫টি ধাপ উত্তীর্ণ হলে তবেই মূল শো-তে আসতে পারবেন প্রতিযোগীরা। সেই ধাপগুলো পেরিয়ে বিগ বস ১৬ তে যাদের উপস্থিতি এখনও নিশ্চিত বলে ধরা যাচ্ছে, সেই তালিকায় আছেন মুনাওয়ার ফারুকী, ফয়জল শেখ, শিভিন নারং ও ভিভিয়ান সেনা। এ ছাড়াও প্রতিযোগীদের মধ্যে পুনম পাণ্ডে, অঞ্জলি অরোরা, অঙ্কিতা লোখান্দে, শাইনি অহুজার মতো আরও বহু তারকা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ধরা দেবেন ক্যামেরার সামনে।
টিটি/
