‘হাওয়া’র রেকর্ড

মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। মুক্তির দ্বিতীয় সপ্তাহে হলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ থেকে ৪১টি। মুক্তির পর দর্শকদের চাপে টিকিট সংকট তৈরি হয়। তাই স্টার সিনেপ্লেক্স কর্তৃকপক্ষ ৫টি হলে প্রতিদিন ২৬টি প্রদর্শনী করার ব্যবস্থা করে।
বাংলা সিনেমায় স্টার সিনেপ্লেক্সের পর রাজধানীর বাইরে যশোর মনিহার সিনেমা হলে নতুন রেকর্ড গড়ল ‘হাওয়া’। মনিহার সিনেমা হলে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি।
৬ আগস্ট মনিহার থেকে তিন লাখের বেশি টাকা আয় করেছে এটি। এই সিনেমা হলে গত ৫ বছরে কোনো সিনেমা একদিনে এতো টাকা আয় করতে পারেনি।
মনিহার সিনেমা হলের ব্যবস্থাপক জিয়াউল ইসলাম মিঠু বলেন, শনিবার (৬ আগস্ট) ৩ লাখ টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে। এজন্য আমরা অনেক আনন্দিত। এভাবে চললে বাংলা সিনেমা নিয়ে আমরা আরও বেশি আশাবাদি হতে পারব।’
জাজ মাল্টিমিডিয়া জানায়, ২০১৭ সালে ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বস-২’ সিনেমার পরে ‘হাওয়া’ সর্বোচ্চ সেল। গত ৫ বছরে কোনো সিনেমা একদিনে এত টাকা সেল দিতে পারেনি।
এতে অভিনয় করেছেন— চঞ্চল চৌধুরী, শরিফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সোহেল মন্ডল, নাসির উদ্দিন খান প্রমুখ।
এএম/আরএ/
