‘লাইগার’ গানে বিজয় অনন্যা ঝড়

দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার বলিউডে অভিষেক হতে যাচ্ছে। বলিউডে তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘লাইগার’। ইতোমধ্যেই সিনেমার পোস্টার ও গান প্রকাশের মাধ্যমে রীতিমত ঝড় তুলেছেন নেট দুনিয়ায়।
এবার ‘লাইগার’-এর আরও একটি গান প্রকাশিত হয়েছে। আর এই গানে জমে উঠেছে বিজয় ও অনন্যা পান্ডের রসায়ন।
সমুদ্রের নীল জলরাশি ও পাথরের গুহায় তাদের উষ্ণ রসায়ন দর্শক শ্রোতাদের মন ভরিয়ে তুলেছে। আর এই গানের মাধ্যমেই জানান দিয়েছে ‘লাইগার’ ভবিষ্যত আশাব্যাঞ্জক। পুরী জগন্নাথের এই সিনেমা মুক্তির আগেই গান দিয়ে যে আলোচনা তৈরি করেছে তাতে করে বিজয়ের বলিউডযাত্রা সফল হবে বলেই ধারণা করছেন সিনেমাপ্রেমিরা।
‘আফাত’ শিরোনামের গানটিতে সুর করেছেন তানিস্ক বাগচী। গানের কথা রশ্মি বিরাগের। গেয়েছেন তানিস্ক ও জাহরা খান।
এএম/এমএমএ/
