কিম কার্দাশিয়ান ও পিটের বিচ্ছেদ

আমেরিকার জনপ্রিয় টিভি তারকা কিম কার্দাশিয়ানের বিচ্ছেদ হয়ে গেলো। প্রেমিক পিটের সঙ্গে অবশেষে সম্পর্কের ইতি টানলেন ৪১ বছর বয়সী কিম। অথচ কিছু দিন আগেও মধুর সময় কাটিয়েছেন তারা। নয় মাস একসঙ্গে থাকার পর আলাদা হয়ে গেলেন কিম এবং পিট ডেভিডসন।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ৪১ বছরের কিমের সঙ্গে ২৮ বছরের কৌতুকশিল্পী পিটের ইদানীং দেখা-সাক্ষাৎ একেবারেই কমে গিয়েছিল। কাজের সূত্রে দু’জন দু’প্রান্তে থাকতেন। দাবি, অসম্ভব ব্যস্ততাই দুই তারকার মধ্যে দূরত্ব বেড়ে গিয়েছিল। তাই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
২০২১ সালে অক্টোবর মাসে স্যাটারডে নাইট লাইভের সঞ্চালনা করাকালীন পিটের সঙ্গে প্রেম জমে ওঠে কিমের। ক্যামেরার সামনেই পিটের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছিল কিমকে। এর পর আনুষ্ঠানিক ভাবে সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন দু’জন। সেই সম্পর্কের পথ আজ ভাগ হয়ে গেল।
দুই তারকার বিচ্ছেদের খবর নিশ্চিত করেছে বেশ কয়েকটি সূত্র। যদিও পিট বা কিম পক্ষ থেকে এখনো বিচ্ছেদ নিয়ে কিছু বলা হয়নি।
এএম/এমএমএ/
