২২ শ্রাবণে বিশেষ অনুষ্ঠানমালা
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান। রয়েছে নাটক, আলেখ্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান ও কবিতা পাঠের অনুষ্ঠান।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প নিশীথে অবলম্বনে নির্মিত নাটক ‘নিশীথে’ প্রচারিত হবে শনিবার (৬ জুলাই) রাত ৯টায়। নিমা রহমানের নাট্যরূপে নাটকটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান।
অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আহসান হাবীব নাসিম, দোয়েল, তৃষ্ণা হাওলাদার, উত্তম চক্রবর্তী, মনোজ সেনগুপ্ত, অপু নোমান, গাজী রোকন ও তমা।
এ ছাড়া, প্রয়াণ দিবস উপলক্ষে কবিতা আবৃত্তির অনুষ্ঠান প্রচারিত হবে বিকাল ৬টা ২০মিনিট। আলেখ্যা অনুষ্ঠান প্রচারিত হবে রাত ১০ টা ২৫ মিনিটে। এটি উপস্থাপনা করেছেন ত্রপা মজুমদার। কবিতা পড়েছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। গান গেয়েছেন বুলবুল ইসলাম, লাইসা ইসলাম, তুহিন ইসলাম প্রমুখ।
এএম/এমএমএ/