বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

মৌকে নিয়ে লোকমান যাচ্ছেন কোরিয়ায় মূকাভিনয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়ে ওঠা ও পারফরমেন্সের মাধ্যমে আলো ছড়ানো মূকাভিনেতা মীর লোকমান। তার হাতে ২০১১ সালের ২৭ ফেরুয়ারি জন্ম নিয়েছে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা)। এখন তাদের ১১ বছর। কর্মগুণে অত্যন্ত পরিচিত সংগঠন। 'না বলা কথাগুলো না বলেই হোক বলা’ অনন্য শ্লোগানে খুব নিবেদিত এই ছেলেটির সংগঠন।
অন্যদের শিখিয়ে রুটি, রুজির ব্যবস্থা করতে লোকমান ২০১৯ সালে তৈরি করেছেন প্রাতিষ্ঠানিকভাবে মূকাভিনয় শেখার জন্য আইএমএম (ইনস্টিটিউট অব মাইম অ্যন্ড মুভমেন্ট)।
তার নেতৃত্বে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় এবং অনেক জেলায় পরিচিতদের মাধ্যমে মাইমের বহু কর্মশালা ও প্রদর্শনী করেছে ডুমা এবং আইএমএম।
পাশের দেশ ভারত, দূরের দেশ দক্ষিণ কোরিয়া ও এশিয়া-ইউরোপের আর্মেনিয়ায় মূকাভিনয় প্রদর্শনী করেছেন পরিচিতদের মাধ্যমে, কাজের গুণে।
এভাবে ৭শর বেশি মূকাভিনয় করেছেন লোকমান ও তার বন্ধুরা।
মীর লোকমানের বিশ্বাস-“মাইম’ নিছক বিনোদন মাধ্যম নয়। শক্তিশালী প্রাচীন এক শিল্পমাধ্যম। অঙ্গভঙ্গি, অভিব্যক্তি ও চলাফেরার মাধ্যমেই বলা কাহিনী। অত্যন্ত প্রাসঙ্গিক-আজকের দুুনিয়ায়ও অত্যাচারী-শোষকের বিপক্ষে লড়াইয়ের শক্তিশালী হাতিয়ার, সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উপাদান।’
লোকমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সাবেক ছাত্র। ফলে এই শিল্পমাধ্যমে তিনি অত্যন্ত যোগ্য অ্যাকাডেমিক। এর বাদেও লোকমানের প্রতিটি মাইমই গল্পনির্ভর। সবই সমসাময়িক ও প্রাসঙ্গিক। তারা সমাজের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। মাইমের নির্বাক ভাষায়।
আইএমএম (ইনস্টিটিউট অব মাইম অ্যন্ড মুভমেন্ট)তে লোকমানের সঙ্গী পরিচালক মৌসুমী মৌ ও মাহবুব আলম।
এ মাসের শেষ তিনটি দিন, ২৯ থেকে ৩১ জুলাই লোকমান ও মৌ থাকবেন দক্ষিণ কোরিয়াতে। তারা খুকখাং-কনে যাবেন। কাউন্টিটির এখন নাম খুকখাং। এখানেই বসবে ‘৩১তম একক অভিনয় উৎসব ২০২২’।
আন্তর্জাতিক উৎসবটিতে নারী ও পুরুষের দল মৌ-লোকমান তিনটি প্রদর্শনীতে করবেন মূকাভিনয়ে।
সেগুলো হলো ভিন্ন ভিন্ন গল্প-‘রং, রক্ত ও একটি চিৎকার’ ‘জীবন : যেখানে যেমন’ ও ‘অস্বীকৃতি’। তিনটি মিলিয়ে আবার একটিই মৌলিক কাহিনী। মোট ৩০ মিনিটের। গল্পনির্ভর নির্বাক নাটকগুলোর আয়োজন হবে দুটি ভিন্ন উৎসব মঞ্চে।
যাচ্ছেন বলে খুব খুশি তরুণ মুকাভিনেতা মীর লোকমান। বলেছেন, ‘আমাদের ছাড়াও ভারত, তুরস্ক, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়ার মাইম শিল্পীরা অংশ নেবেন এই আয়োজনে। আমরা অনেক কিছু শিখতে, জানতে ও কাজে লাগাতে পারবো ভবিষ্যতে।’
পাঁচটি দেশের দারুণ সব মূকাভিনেতা ও দক্ষিণ কোরিয়াসহ নানা দেশের দর্শকদের সামনে নির্বাক লোকমান ও তার বন্ধু মৌ’র ‘রং, রক্ত ও একটি চিৎকার’ হলো, বহু ত্যাগ ও জীবনের বিনিময় এবং মুক্তিযুদ্ধের রক্ত রাঙা পথে পাওয়া আমাদের লাল-সবুজ পতাকা পাওয়ার কাহিনী। লোকমানের মনের মতো করে গড়া গল্প।
‘জীবন : যেখানে যেমন’ এক পথশিশুর জীবন ও বাস্তবতা এবং স্বপ্ন। এমন তো হাজার ঘোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। লোকমানের চেনা গল্প ও নির্দেশনা।
‘অস্বীকৃতি’ নারীর প্রতি বর্বরতার করুণ ইতিহাস। নির্দেশক শাহরিয়ার শাওন। তবে তিনি যাচ্ছেন না দক্ষিণ কোরিয়াতে। গুছিয়ে দিয়েছেন সব। অভিনয় করবেন লোকমান। বাকি কাজে মৌ। মূকাভিনয়ের তিনটি প্রদর্শনীরই আবহ গীত, প্রপস, আলোক নির্দেশনা প্রাচ্যনাটের সাবেক ছাত্রী মৌসুমী মৌ’র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশস নামের অত্যন্ত ভালো বিভাগটির সাবেক ছাত্রী। তাদের ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা)’র সাবেক ভাইস প্রেসিডেন্ট। প্রথম আলো বন্ধুসভার অন্যতম কর্মী। অভিনেত্রী, মাইম আর্টিস্ট ও উপস্থাপিকা। উপস্থাপনায় নিয়মিত। মাইমে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন এই শিল্পী।
লোকমান জানিয়েছেন, ‘আমাদের তিনটি প্রযোজনাই আধুনিক। গল্পগুলো নতুন, চিরকালীনও বটে। আধুনিক প্রপস, সেট ও আলোর ব্যবহার আছে। করেছে মৌ দারুণ। অনেকবারের প্রযোজনাগুলো নতুন দেশের নব মানুষদের সামনে নতুন ভাবে প্রদর্শন করব। মূকাভিনয়ে শিল্পিত অন্য বাংলাদেশকে তুলে ধরব দক্ষিণ কোরিয়াতে।’
ওএস।

Header Ad
Header Ad

ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ।

বুধবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দিলেন।

Header Ad
Header Ad

‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ এর প্রতিবেদন বাতিল চান আজহারি

ছবি: সংগৃহীত

নীতি-আদর্শ বিবর্জিত সমাজ-বিধ্বংসী এসব প্রস্তাবনা নারী-পুরুষ নির্বিশেষে এদেশের জনসাধারণ কেউ মেনে নেবে না উল্লেখ করে ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, তাই আমরা দাবি জানাচ্ছি— অনতিবিলম্বে এই বিতর্কিত ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ বিলুপ্তি ও এর প্রতিবেদন বাতিল করা হোক।

পাশাপাশি, সমাজের ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, নারী-পুরুষের ন্যায্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল সংস্কারের পদক্ষেপ গ্রহণ করা হোক।

মঙ্গলবার গভীর রাতে মিজানুর রহমান আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য করেছেন।

আজহারী বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনটি জনপরিসরে প্রকাশিত না হলেও, গণমাধ্যমে বেশ কিছু সুপারিশ উঠে এসেছে।

দুঃখজনক ব‍্যাপার হলো— জনতার ধর্মীয় মূল্যবোধের মোটেও তোয়াক্কা করা হয়নি এ সংস্কার প্রস্তাবে। সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় মূল্যবোধের বিরোধিতার নাম সংস্কার নয়। রাষ্ট্রীয় এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, অবশ্যই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধকে আমলে নিতে হবে।
তিনি বলেন, সুপারিশসমূহে অন্যান্য বিষয়ের সাথে বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণের মতো ধর্মীয়-নীতি-অনুসরণকারী আইনগুলোর ওপর আনা হয়েছে সংস্কার প্রস্তাবনা।

মুসলিম, হিন্দু ও খ্রিষ্টান ধর্মে স্বতন্ত্র পারিবারিক আইন বিদ্যমান থাকলেও, প্রস্তাব এসেছে— একটি অভিন্ন পারিবারিক আইন তৈরি করা। যুক্তি হিসেবে প্রতিবেদনে দাবি করা হয়, ‘ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান।’
প্রতিটি ধর্মেই বিয়ে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিয়ের মাধ্যমে দুজন নারী-পুরুষের মাঝে গড়ে ওঠে পবিত্র বন্ধন, তৈরি হয় যৌন-সম্পর্কের বৈধতা। তবে, সমাজ ও বাস্তবতা বিবর্জিত একটি বিশেষ শ্রেণি বৈবাহিক সম্পর্কের মাঝেও ধর্ষণের গন্ধ খুঁজে পান।

তথাকথিত ব্যক্তিস্বাধীনতার নামে তারা স্বামী-স্ত্রীর সহজাত খুনসুটিকে দেখানোর চেষ্টা করেন ‘বৈবাহিক ধর্ষণ’ হিসেবে। মূলত, আবহমানকাল ধরে চলে আসা এদেশের পারিবারিক কাঠামো ও ঐতিহ্যকে ভেঙে চুরমার করে ফেলাই এই শ্রেণিটির উদ্দেশ্য।
এ ছাড়া তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণের ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট দিক-নির্দেশনা রয়েছে। সেই দিক-নির্দেশনা ও সেসবের কার্যকারিতা যে যাচাই করা হয়নি— ধর্মকে রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করানো ও নারী-বৈষম্যের হাতিয়ার হিসেবে বিবেচনা করা থেকেই বিষয়টি স্পষ্টত প্রতীয়মান হয়। তাদের মতে, ধর্ম যেহেতু নারী-সমাজের প্রতিপক্ষ, তাই রাষ্ট্র থেকে ধর্মকে বিতাড়িত করা জরুরি।

সেই লক্ষ্যেই তারা সংবিধানের ২(ক) নং অনুচ্ছেদের সংশোধনী চায়— যেখানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম স্বীকৃত।
আজহারী বলেন, বাংলাদেশের প্রচলিত সংবিধানের ১৮ (২) নং অনুচ্ছেদে পতিতাবৃত্তি নিষিদ্ধ হলেও, কমিশন সেটি মানতে নারাজ। সংস্কার কমিশনের সদস্যরা পতিতাবৃত্তিকে নিবৃত্ত করার প্রচেষ্টাকে চিহ্নিত করেছেন মানবাধিকার লঙ্ঘন হিসেবে। উপরন্তু, বেশ্যাবৃত্তিকে তারা পেশা হিসেবে মূল্যায়ন করতে চান। অথচ বেশ্যাবৃত্তি হচ্ছে নারীত্বের সর্বোচ্চ অপমান। চরম অশ্লীলতার এহেন জঘন্য কাজের অস্তিত্ব কোনো সভ্য সমাজে যে থাকতে পারে না, সুস্থ বিবেকবান মানুষমাত্রই তা স্বীকার করবে। তা ছাড়া যাদের জন্য এই আইনের সংশোধনী চাওয়া হচ্ছে— অর্থাৎ পতিতারা— তারাও এই অন্ধকার জগতের অভিশাপ থেকে বাঁচতে চায়।

তিনি আরও বলেন, ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ সংবিধানের ২৮ ও ২৯ অনুচ্ছেদের একাধিক ধারায় পরিবর্তন আনার সুপারিশও করেছেন। সেখানে প্রায় সকল জায়গায় ‘নারী-পুরুষ’ শব্দবন্ধের পরিবর্তে ‘লিঙ্গ পরিচয়’ শব্দদ্বয় ভুক্তির প্রস্তাবনা দিয়েছেন, যা সমকামী, উভকামী, ট্রান্সজেন্ডার— তথা এলজিবিটিকিউ+ মতবাদকে অন্তর্ভুক্ত করবার দুরভিসন্ধি বলেই মনে হয়।

Header Ad
Header Ad

রাজধানীতে বড় সমাবেশ ডেকেছে বিএনপি

ছবি: সংগৃহীত

রাজধানীতে বড় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর থেকে নেতাকর্মীরা এতে অংশ নেবেন। সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যৌথসভার পর এ সিদ্ধান্ত জানানো হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, শ্রমিকদের জাতীয় মজুরি আদায় করতে না পারায় শ্রমজীবী মানুষ শান্তিতে নেই। বিএনপি শ্রমিকদের অধিকার আদায়ের জন্য মে দিবস যথাযথভাবে পালন করবে। জাতীয় শ্রমিক দলের উদ্যোগে আগামী ১ মে মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।

এর আগে, যৌথসভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যোগদেন, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জাতীয়তাবাদী যুবদল ও মহিলা দলের শীর্ষ নেতারা।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল
‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ এর প্রতিবেদন বাতিল চান আজহারি
রাজধানীতে বড় সমাবেশ ডেকেছে বিএনপি
সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুলকে গ্রেপ্তারে পরোয়ানা জারি
কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত ২৬
পালিয়ে গিয়েও থেমে নেই আড্ডা, কলকাতায় দেখা মিলল সাবেক মেয়র জাহাঙ্গীরের
বাবা হতে যাচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি
পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার
সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দিন: রুমিন ফারহানা
সমালোচনার মুখে পদত্যাগ করলেন উত্তর সিটির প্রশাসকের উপদেষ্টা ড. আমিনুল
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জানালেন আইন উপদেষ্টা
গোবিন্দগঞ্জে ১১ বছর পর আ.লীগের সাবেক এমপিসহ ২২১ জনের বিরুদ্ধে জামায়াতের মামলা
শেখ হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়
বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে: আমিনুল হক
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের পর্যবেক্ষণে রাখার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
ঢাকায় এডিস মশা নিয়ন্ত্রণে কাজ করবে সেনাবাহিনী
শেখ হাসিনা ও টিউলিপকে দেশে ফেরাতে দুদকের কার্যক্রম শুরু
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের 'রেড নোটিশ' জারি
সংঘর্ষের জেরে সিটি কলেজ দুইদিন বন্ধ ঘোষণা
রাষ্ট্রের বিষয়ে তাড়াহুড়ো নয়, ধীরে সুস্থে আলোচনা করতে চায় বিএনপি