মিতুর কণ্ঠে কোক স্টুডিও বাংলা’র নতুন গান
কোক স্টুডিও বাংলা নিয়ে চলছে চারদিকে আলোচনা। প্রথম সিজনের গানগুলোর কম্পোজিশন করছেন জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব। প্রথম গান প্রকাশের পর থেকেই সংগীতপ্রেমীদের মাঝে জায়গা করে নিয়েছে। এবার বিশ্ব সংগীত দিবস উপলক্ষে মঙ্গলবার ২১ জুন নতুন গান প্রকাশ করেছে সংগীতবিষয়ক এই প্ল্যাটফর্মটি। ইউটিউবের পাশাপাশি তাদের অফিশিয়াল ফেসবুক থেকে প্রকাশ করেছে নতুন গান।
লালন সাঁইজী ও ভারতীয় সাধক কবি কবির দাসের দুটি গানের সমন্বয়ে গানটির শিরোনাম ‘সব লোকে কয়’। এখানে ‘সব লোকে কয়’ অংশটি গেয়েছেন কানিজ খন্দকার মিতু।
তার অংশের সঙ্গে ভারতীয় ফোকের মিশ্রণে ফিউশন তৈরি করা হয়েছে। এই অংশের শিরোনাম ‘কবিরা কুয়া এক হ্যায়’। গেয়েছেন ভারতের মুর্শিদাবাদী। প্রযোজনার পাশাপাশি এর সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব।
এই গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় এসেছেন কানিজ খন্দকার মিতুর গায়কী।
এ সম্পর্কে কানিজ খন্দকার মিতু বলেন, কোক স্টুডিওর মতো এত বড় প্লাটফর্মে গান করতে পেরে আমি আনন্দিত। এ জন্য কৃতজ্ঞতা জানাই অর্ণবদার প্রতি। তিনি না থাকলে এই সুযোগটি পাওয়া হতো না।’
উল্লেখ্য, মিতুর জন্ম টাংগাইল ভূঞাপুর থানার গোবিন্দাসীতে। শৈশব-কৈশর কেটেছে সেখানেই। তিনি জানান, ছোটবেলা থেকেই গানের মধ্যে বেড়ে ওঠা তার।
এএম/