মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ | ২৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বাঙালি সাজে দাদাসাহেব ফালকে পুরস্কার নিলেন মিঠুন চক্রবর্তী

দাদাসাহেব ফালকে পুরস্কার নিলেন মিঠুন চক্রবর্তী। ছবি: সংগৃহীত

ভারতের চলচ্চিত্রের সব থেকে শ্রেষ্ঠ ও সম্মানের পুরস্কার হচ্ছে এই দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড, যা পেয়েছেন এবার বলিউডের বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী (যার আসল নাম গৌরাঙ্গ চক্রবর্ত্তী)।

মঙ্গলবার (৮ অক্টোবর) দিল্লির বিজ্ঞান ভবনে ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানেই এ সম্মানে ভূষিত হন তিনি।

এদিন অভিনেতার পরনে ছিল, অফ হোয়াইট রঙের পাঞ্জাবি আর সাদা ধুতি ৷ সঙ্গে উত্তরীয়। ‘শো রিল’ দেখানোর সময় আবেগঘন দেখায় তাঁকে। হাতে চোট, সেই কারণেই প্লাস্টার হাতে মঞ্চে উঠতে সহযোগিতা নিতে হয়। পুরস্কার গ্রহণের পর দিলেন স্পিচ। মজার ছলে বলা নানা গল্পে মুগ্ধ হলেন দর্শক।

এ নিয়ে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হলেন মিঠুন। অবশ্য আগেই ঘোষণা করা হয়েছিল কারা পেতে যাচ্ছেন এই দাদাসাহেব ফালকে পুরস্কার।

পুরস্কার হাতে মিঠুন চক্রবর্তী বলেন, “মানুষ বলত, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কালো রং চলবে না। এখানে কেন এসেছ? ফিরে যাও, রাস্তা দিয়ে যেতে যেতে লোকে কালিয়া বলত? আমি ভাবতাম, কী করব? ভগবানকে বলতাম, কী করব, এই রং তো পাল্টাতে পারব না। ভাবতাম যে আমি নাচতে জানি, পা দিয়ে এমন নাচব, যাতে লোকে আমার গায়ের রং না দেখে আমার পায়ের দিকে দেখে, যেই ভাব সেই কাজ। পা থামতে দেইনি। এরপর এক পর্যায়ে লোকে তখন আমার রং ভুলে গেল, আমি হয়ে গেলাম সেক্সি, ডাস্কি বাঙালি বাবু।”

উল্লেখ্য, চলচ্চিত্রের পাশাপাশি তিনি প্রথমে বাম রাজনীতি এবং পরে তৃণমূল এবং বর্তমানে দেশের ক্ষমতাসীন বিজেপি দলের সঙ্গে রয়েছেন। রাজনীতির পাশাপাশি সমাজসেবা-ও তার অন্যতম নেশা।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে ১৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

টাঙ্গাইলে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের ১৫ বছর পর এক গৃহবধূ চার সন্তানের জন্ম দিয়েছেন। রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় কুমুদিনী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আখি মণ্ডল নামে ওই নারী তিনটি জীবিত এবং একটি মৃত সন্তান প্রসব করেন।

আখি মণ্ডল জেলার বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের যতুকী গ্রামের রতি সরকারের স্ত্রী।

স্বজনরা জানান, প্রসব ব্যথা নিয়ে আখি মণ্ডল কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক মেহেরুন নেছা মায়া দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে তাকে চার সন্তানের জন্ম দেন। এর মধ্যে দুইটি ছেলে ও দুইটি মেয়ে ছিল, তবে এক ছেলে বাচ্চা গর্ভে মারা যায়।

ডা. মেহেরুন নেছা মায়া জানান, “প্রসব ব্যথা নিয়ে আখি মণ্ডল হাসপাতালে আসলে দ্রুত অস্ত্রোপচার করে তিনটি জীবিত এবং একটি মৃত সন্তান প্রসব করানো হয়। জীবিত নবজাতকদের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এনআইসিউতে রাখা হয়েছে।” তিনি আরও বলেন, “বর্তমানে মা ও তিনটি বাচ্চাই সুস্থ আছেন।”

Header Ad
Header Ad

নেতানিয়াহুকে ট্রাম্প বললেন ‘তুরস্কের সঙ্গে যৌক্তিক আচরণ করবেন’

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর একমাত্র এশীয় সদস্য তুরস্কের সঙ্গে ‘যৌক্তিক আচরণ’ করার পরামর্শ দিয়েছেন ট্রাম্প। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে যে তার খুব ভালো সম্পর্ক, তা ও নেতানিয়াহুকে বলেছেন তিনি।

সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি তাকে বলেছি যে বিবি (নেতানিয়াহুর ডাকনাম), তুরস্কের সঙ্গে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমি সত্যিই মনে করি যে আপনি তা সমাধান করতে পারবেন এবং তুরস্কের সঙ্গে যৌক্তিক আচরণ করবেন। আমাদের সবারই যৌক্তিক আচরণ করা উচিত।”

“আমি তাকে আরও বলেছি যে তুরস্ক এবং দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আমার খুব, খুব ভালো সম্পর্ক এবং যেসব সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারব। তাই আমি আশা করছি যে সামনে আর কোনো সমস্যা থাকবে না এবং আমি মনে করি যে সামনে আর কোনো সমস্যা থাকবে না।”

এ সময় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের উচ্ছ্বসিত প্রশংসা করে ট্রাম্প বলেন, “তিনি একজন দৃঢ়চেতা মানুষ এবং খুবই স্মার্ট। তিনি যে অবস্থান থেকে আজকের পর্যায়ে পৌঁছেছেন, অন্য কারোর পক্ষে তা সম্ভব হতো না।”

প্রসঙ্গত, ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ তুরস্ক। তবে গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে নেতানিয়াহুর সঙ্গে তিক্ততা শুরু হয়েছে এরদোয়ানের। এরদোয়ান শুরু থেকেই এ অভিযানের বিরুদ্ধে এবং কূটনৈতিক ও রাজনৈতিক পন্থা অনুসরণের মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে সোচ্চার ভূমিকায় আছেন।

দুই দেশের সম্পর্কে আরও তিক্ততা এনেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন। সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের (এইচটিএস) এক ঝটিকা অভিযানে গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে পতন ঘটে বাশারের নেতৃত্বাধীন সরকারের। গত ৮ ডিসেম্বর ব্যক্তিগত বিমানে সিরিয়া ছেড়ে রাশিয়া পালিয়ে যান বাশার, যিনি এরদোয়ানের ঘনিষ্ঠ মিত্র ছিলেন।

বাশার আল আসাদের পতনে এইচটিএসকে ব্যাপকভাবে সহায়তা করেছিল ইসরায়েল।

Header Ad
Header Ad

৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে ‘আর্টেমিস অ্যাকর্ডস’ চুক্তি সই করল বাংলাদেশ

৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে ‘আর্টেমিস অ্যাকর্ডস’ চুক্তি সই করল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে 'আর্টেমিস অ্যাকর্ডস' চুক্তি সই করেছে বাংলাদেশ, ফলে বাংলাদেশ এখন ৫৪তম দেশ হিসেবে এই বৈশ্বিক উদ্যোগে যুক্ত হলো। আর্টেমিস অ্যাকর্ডস শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং টেকসই মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত করার লক্ষ্যে একটি বহুপাক্ষিক চুক্তি সিরিজ, যা নাসার নেতৃত্বে মহাকাশ গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাকে শক্তিশালী করে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের উপস্থিতিতে প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে সই করেন।

২০২০ সালে প্রতিষ্ঠিত আর্টেমিস অ্যাকর্ডস চুক্তি একটি অ-বান্ধনযোগ্য বহুপাক্ষিক ব্যবস্থা, যার লক্ষ্য মহাকাশ অনুসন্ধানে শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং টেকসই সহযোগিতা নিশ্চিত করা। এর মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় অংশগ্রহণের পাশাপাশি মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ ও মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারকে সমর্থন করবে, যা দেশের জাতীয় উন্নয়ন লক্ষ্যগুলোর সাথে সঙ্গতিপূর্ণ।

বাংলাদেশের পক্ষে সই করা চুক্তির পর, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, "এটি বাংলাদেশের জন্য একটি নতুন সুযোগের দ্বার উন্মুক্ত করেছে, যার মাধ্যমে বাংলাদেশ তার মহাকাশ গবেষণা কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে পারবে।"

প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন জানান, আর্টেমিস অ্যাকর্ডস মহাকাশের শান্তিপূর্ণ, নিরাপদ এবং টেকসই ব্যবহারের জন্য একটি নির্দেশিকা হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, "বাংলাদেশ ১৯৮০ সালে স্পারসো প্রতিষ্ঠার পর থেকেই আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় অংশগ্রহণ করছে এবং আর্টেমিস অ্যাকর্ডস চুক্তিতে যোগদান বাংলাদেশকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।"

তিনি বলেন, "এই চুক্তি প্রযুক্তি স্থানান্তর, অর্থনৈতিক সহযোগিতা এবং বৈজ্ঞানিক গবেষণার নতুন সুযোগ তৈরি করবে, যা বাংলাদেশের মহাকাশ কার্যক্রমের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ।" তিনি যোগ করেন, "নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থার সঙ্গে সহযোগিতা করার মাধ্যমে বাংলাদেশ উন্নত স্যাটেলাইট প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণায় প্রবেশাধিকার পাবে, যা দেশের ভবিষ্যৎ মহাকাশ উদ্যোগগুলিকে এগিয়ে নিয়ে যাবে।"

স্পারসোর মতো প্রতিষ্ঠানগুলো পৃথিবী পর্যবেক্ষণ এবং জলবায়ু মনিটরিং স্যাটেলাইট তৈরি করার জন্য প্রযুক্তিগত সহায়তা পাবে, যা বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এছাড়া, বাংলাদেশি বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞানীরা বৈশ্বিক মহাকাশ গবেষণায় অংশ নিতে পারবে, এবং শিক্ষার্থীরা নাসার প্রশিক্ষণ প্রোগ্রাম, বৃত্তি ও এক্সচেঞ্জ প্রোগ্রাম থেকে উপকৃত হবে।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা উইংয়ের মহাপরিচালক ও চিফ অব প্রোটোকল এএফএম জাহিদ-উল-ইসলাম এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থা (স্পারসো)-এর চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে ১৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
নেতানিয়াহুকে ট্রাম্প বললেন ‘তুরস্কের সঙ্গে যৌক্তিক আচরণ করবেন’
৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে ‘আর্টেমিস অ্যাকর্ডস’ চুক্তি সই করল বাংলাদেশ
লাইভে এসে ছাত্রদল নেতার বহিষ্কার চাইলেন গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি
চালু হচ্ছে সরকারি ফার্মেসি, স্বল্পমূল্যে মিলবে ওষুধ
অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ম্যাক্স ও তমা গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেপ্তার
বদলে গেল বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম থানার নাম
ট্রেনের পাওয়ার কারে যাত্রী পরিবহন নিষিদ্ধ, শাস্তির আওতায় আসবে চালকরা
লামায় সশস্ত্র সন্ত্রাসীদের হাতে ৯ তামাক চাষি অপহরণ
আল্লু অর্জুনের নতুন সিনেমার বাজেট ৮০০ কোটি রুপি, পরিচালনায় অ্যাটলি
ইসরাইলি হামলায় জীবন্ত পুড়ে মারা গেলেন ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মানসুর
২৯ এপ্রিল থেকে ২০২৫ সালের হজ ফ্লাইট শুরু
উত্তাল ভারতে ওয়াকফ বিল আইনে পরিণত, মনিপুরে বিজেপি নেতার বাড়িতে আগুন
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
মাকে জামায়াত রুকন অপবাদ দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করেন তুরিন আফরোজ: অভিযোগ মায়ের
ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই কূটনীতিক
বিক্ষোভের নামে লুটপাট নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী
ফরিদপুরে বাস দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৫ জন নিহত, আহত অন্তত ৩০