যে তারকারা নৌকার মাঝি হতে পারলেন না
ফাইল ছবি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন শোবিজের একঝাক তারকা।
এ তালিকায় ছিলেন বরেণ্য অভিনেতা-রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর, স্বনামধন্য অভিনেত্রী শমী কায়সার, রোকেয়া প্রাচী, গায়িকা মমতাজ, চিত্রনায়িকা সামসুন নাহার সিমলা, মাহিয়া মাহি, চিত্রনায়ক ফেরদৌস, শাকিল খান, রুবেল, গায়ক এসডি রুবেল ও সিদ্দিকুর রহমান সিদ্দিক। তবে এবার মাত্র তিন তারকা শিল্পীকে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আজ রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এ সময় দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ তালিকায় ঠাঁই পেয়েছেন বরেণ্য অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর, কণ্ঠশিল্পী মমতাজ এবং চিত্রনায়ক ফেরদৌস। বর্তমান ক্রিকেট টিমের ক্যাপ্টেন ও অলরাউন্ডার সাকিব আল হাসান (মাগুরা-১), সাবেক বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২) তালিকায় ঠাঁই পেয়েছেন।
এদিকে দল থেকে মনোনয়ন প্রত্যাশী তারকাশিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এটা মেনে নিয়েছেন তারা। আসন্ন সংসদ নির্বাচনে দলের নির্বাচিত প্রার্থীর হয়ে প্রচারণায় অংশও নেবেন তারা।
উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তারকাদের মধ্যে নৌকার মনোনয়ন সংগ্রহ তারা হলেন- বর্তমান ক্রিকেট টিমের ক্যাপ্টেন ও অলরাউন্ডার সাকিব আল হাসান (মাগুরা ১ ও ২ এবং ঢাকা-১০), সাবেক বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২) , অভিনেত্রী মাহিয়া মাহি (চাপাইনবাবগঞ্জ-২), নায়ক রুবেল (বরিশাল-৩), চিত্রনায়ক শাকিল খান (বাগেরহাট-৩), অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক (ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১), অভিনেত্রী শামসুন্নাহার শিমলা (ঝিনাইদহ-১), সংগীতশিল্পী এস ডি রুবেল (ঢাকা-৮), সংগীতশিল্পী মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক মাজহারুল ইসলাম (কিশোরগঞ্জ-৩ আসন)। এছাড়াও তারকাদের মাঝে আরও অনেকেই মনোনয়ন সংগ্রহ করেছিলেন।