সাদিয়া মাহি-আদিলের ‘কৃষ্ণকলি’
নতুন প্রজন্মের তারকাদের নিয়ে নির্মিত হয়েছে ‘কৃষ্ণকলি’। ৫১ মিডিয়া প্রযোজিত শাহ মোহাম্মদ রাকিবের পরিচালনায় কৃষ্ণকলি’তে অভিনয় করেছেন সাদিয়া আক্তার মাহি ও আদিল। নাটকটি রচনা করেছেন ইস্রাফিল বাবু। গত ১৮ মে নাটকটি প্রকাশিত হয়েছে একান্ন মিডিয়ার ইউটিউব চ্যানেলে।
বর্ণবিদ্বেষ ঘিরে নির্মিত এই নাটকে ‘কৃষ্ণকলি’ রূপে দেখা যায় সাদিয়া ইসলাম মাহিকে।
এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘নাটকে আমাকে কালো মেয়ের চরিত্রে অভিনয় করতে হয়েছে। এজন্য ব্ল্যাক মেকআপ নিয়ে কাজ করতে হয়েছে আমাকে। নাটকটি প্রচারের পর বেশ সাড়া পাচ্ছি।’
একান্ন মিডিয়ার কর্ণধার তামান ইসলাম বলেন, ‘সব শ্রেণির দর্শকের কথা চিন্তা করে ঈদে কয়েকটি নাটক প্রচার করছি। এর মধ্যে তারুণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। হাস্যরস ও প্রেমের মধ্য দিয়ে আমরা কিছু ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছি। ভবিষ্যতে তারকা নির্মাতা ও শিল্পীরা আমাদের জন্য কাজ করবেন।’
নাটকে দেখা যাবে, মামুনের এখন প্রতিদিনকার কাজ হলো নিজের জন্য পাত্রী খুঁজে বের করা। ঘরের দেয়াল জুড়ে নায়িকা কারিনা কাপুর, ক্যাটরিনার বড় বড় সব ছবি ঝুলানো, তার কি আর যেনতেন পাত্রী হলে চলে? তার কালো বা শ্যামলা মেয়ে কোনোভাবেই চলবে না, সে বিয়ে করবে এলাকার সবচেয়ে ফর্সা সুন্দরী মেয়ে। বাবা-মা অনেক পাত্রীর ছবি দেখিয়ে ত্যক্ত-বিরক্ত। নিজের এলাকা এবং আত্মীয়স্বজনের মধ্যে সব মেয়ে দেখা শেষ। বাবা-মা হাল ছেড়ে দিলে মামুন নিজেই নিজের পাত্রী খোঁজার দায়িত্ব নিয়ে নিয়েছে। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।
এএম/এসজি