‘প্রাণ চায় চক্ষু না চায়’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘প্রাণ চায় চক্ষু না চায়’। জনপ্রিয় আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফার উপস্থাপনায় এতে অতিথি হিসেবে থাকবেন রবীন্দ্রসংগীত শিল্পী দেবলীনা সুর। কোরাস আবৃত্তি পরিবেশনা করবেন আবৃত্তিদল বৈকুণ্ঠ।
অনুষ্ঠানে অতিথি উপস্থাপকের সঙ্গে আলাপচারিতায় বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি হয়ে ওঠা, কবিতা, গল্প রচনার প্রেক্ষাপট সম্পর্কে।
তিনি আরও বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গবেষণাসহ নানা জানা-অজানা প্রসঙ্গে। এই অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশনও করেছেন দেবলীনা সুর। এ ছাড়া আরও থাকছে শিমুল মুস্তাফা’র কবিতা আবৃত্তি। এবং বৈকুণ্ঠ’র পরিবেশনায় কোরাস আবৃত্তি।
অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচারিত হবে আজ শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।
এএম/এমএমএ/