তারকাদের বাজেট ভাবনা
সাধারণ মানুষের দম ফেলার মতো একটা বাজেট হোক: শাওন
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন বৃহস্পতিবার (৯ জুন)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।
এবারের বাজেটের স্লোগান ‘কোভিডের বিপর্যয় জয় করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা’। এটি আওয়ামী লীগের ২২তম, স্বাধীন দেশের ৫১তম বাজেট।
বাজেট নিয়ে মানুষের মধ্যে আলোচনা কমতি নেই। বাজেটে সরকারের কাছে সাধারণ মানুষের পাশাপাশি তারকাদেরও রয়েছে বিশেষ প্রত্যাশা।
সেই প্রত্যাশার কথা ঢাকাপ্রকাশ-কে জানালেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আরফোজ শাওন।
তিনি বলেন, ‘আমরা যারা সুপারশপে বাজার করি। আমাদের এখনও ধরে ধরে জিনিসপত্রের দাম দেখতে হয় না। কিন্তু দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে আমরাই হিমশিম খাচ্ছি। তাহলে সাধারণ মানুষের অবস্থা কোথায় যেতে পারে তা ধারণারও বাইরে। প্রত্যাশা করবো সবার কথা চিন্তা করে এবার ভালো একটা বাজেট হবে। যদি হয় তাহলে সবাই স্ব:স্তির একটা নিশ্বাস নিতে পারবে। সাধারণ মানুষের দম ফেলার মতো একটা বাজেট হোক। এটাই আমার প্রত্যাশা।’
এএম/এমএমএ/