এফডিসিতে ফেরদৌসকে বিশেষ সংবর্ধনা
এফডিসিতে ফেরদৌসকে বিশেষ সংবর্ধনা। ছবি: সংগৃহীত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকা প্রতীকে লড়বেন নায়ক ফেরদৌস আহমেদ। এ উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) ১২টার দিকে বাংলাদেশর চলচ্চিত্রশিল্পী ও শিল্পী সমাজের পক্ষে থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় নিজের অনুভূতি জানিয়ে ফেরদৌস বলেন, ‘আমাকে এই সম্মান জানানোর জন্য সত্যিই আমি আনন্দিত। আমার বন্ধু ও সহকর্মীদের পাশে পেয়ে অভিভূত। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে আমি ঢাকা-১০ আসনের মনোনয়ন পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘আপনাদের সবাইকে আমি আমার পাশে চাই, সামনে চাই। আমি চাই আপনারা আমাকে যেভাবে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে গেছেন, আগামীতেও ঠিক সেভাবেই এগিয়ে নিয়ে যাবেন।’
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেরদৌস বলেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ৩০ লাখ শহীদকে, ২ লাখ মা-বোনকে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকের স্বাধীনতা অর্জন করেছি। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার ঐকান্তিক ইচ্ছা শক্তির জন্য, আজ আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা।
তিনি বলেন, ঢাকা-১০ আসনের দায়িত্ব আমাকে দিয়েছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। এটি ঢাকার অন্যতম ঐতিহাসিক একটি আসন। এটি দিয়ে প্রধানমন্ত্রী যে শুধু আমাকেই সম্মানিত করেছেন তা নয়, আমাদের পুরো চলচ্চিত্র অঙ্গন ও চলচ্চিত্র পরিবার আজ সম্মানিত। আপনারা দেখেছেন পুরো চলচ্চিত্র পরিবার আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমার পথচলার নতুন সাথীরা এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আমাকে ভালোবেসে বরণ করে নিয়েছেন। সবাইকে নিয়ে আমি সফলতার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা মিডিয়ার বন্ধুরা আমার পাশে সব সময় ছিলেন। গত ২৫-২৬ বছর ধরে আপনারা আমার পাশে ছিলেন, আছেন। আপনারা থাকবেন- এই বিশ্বাস আমার আছে। তাই আপনাদের সবসময়ই পাশে চাই।
এদিকে আজ সকাল থেকে তারকাদের পদচারনায় মুখরিত এফডিসি। বিজয় উৎসবের আমেজ লেগেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। বিজয় দিবসের সকাল থেকেই সেখানে চলছে বিজয় উৎসব। শিল্পী সমিতির পক্ষ থেকে সকাল ১১টার দিকে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দুপুর ১২টার দিকে নায়ক ফেরদৌসকে সংবর্ধনা দেওয়ার হয়।
এদিন চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের কর্মীদের পাশাপাশি বহিরাগত লোকজনের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। এফডিসিজুড়ে ভিড় ছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে আসা অতিথিদের।