বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ৬ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

আমি ভেঙে পড়ার মানুষ নই: পরীমণি

ছবি: সংগৃহীত

প্রায় ২ বছরের সংসার জীবনের পর বিচ্ছেদ ঘটে ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরিমনির। তারপর থেকে শরিফুল রাজকে সেরকম মিডিয়ার সামনে দেখা না গেলেও পরিমনি কিন্তু বেশ সরব গণমাধ্যমে। সম্প্রতি নিজের সবচেয়ে কাছের মানুষটির ( পরিমনির নানু ভাই) চলে যাওয়াটাকে কোনোভাবেই যেন মেনে নিতে পারছেন না এই নাইকা। মাঝে মাঝেই নানু ভাইয়ের স্মৃতিচারণে ফেসবুকে বিভিন্ন পোস্ট করতে দেখো যায় তাকে । তবে একেবারেই ভেঙে পড়ার মানুষ নন পরী। তিনি বলেছেন, ‘অনেক বেশি কাজ করতে হবে, বিষয়টি তা না। আমি হারিয়ে যাইনি। আমি ঢাকাই সিনেমায় আছি, ভালোভাবেই আছি। জীবন হয়তো আমার কাছে পরীক্ষা নিচ্ছে। আমি ভেঙে পড়ার মানুষ নই।’

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব বলেন পরীমনি ।

তিনি আরো বলেন, ‘সুন্দর সুন্দর সিনেমা করতে চাই। সংখ্যাটা বড় না। ভালো ভালো সিনেমায় আমাকে দেখতে চাই। প্রতিদিন আমার কাছে স্ক্রিপ্ট আসছে। ধীরে ধীরে কাজ করতে চাই। অসংখ্য কাজ তো কোনো শিল্পীই করতে পারবেন না। আমি সিদ্ধান্ত নিয়েছি একদম বেছে বেছে, ভালো ভালো কাজ করব। এখন আমার সন্তান আছে, তাকে সময় দিতে হয়। সবকিছু ভেবেই শুটিং করতে হবে।’

জীবনটাকে কীভাবে সাজাতে চান— এমন প্রশ্নের উত্তরে ঢাকাই এই শীর্ষ নায়িকা বলেন, ‘সন্তানের প্রাধান্য আমার কাছে বেশি। সিনেমাও করব। কিন্তু সন্তানকে সময় দেবো না, এটা ভাবতেই পারি না। তবে এর ভেতরে বেশকিছু চলচ্চিত্র ও বিজ্ঞাপনী সংস্থার কাজ করছি। নানু মারা যাবার পর আসলে আমার স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লাগবে। তবে কাজ করে যেতে চাই। নিজের কঠিন সময়ে যাদের পাশে পেয়েছি, সত্যিই তাদের কোনোদিন ভুলব না।’

সম্প্রতি একটি বেসরকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হন পরীমনি । 

ঢালিউডে পরীমণির ক্যারিয়ারের শুরুটা হয়েছিল বাণিজ্যিক ধারার চলচ্চিত্র দিয়ে। ‘ভালোবাসা সীমাহীন’, ‘পাগলা দিওয়ানা’, ‘নগর মাস্তান’, ‘লাভার নাম্বার ওয়ান’ ইত্যাদি সিনেমায় অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে গ্ল্যামার কন্যা হিসেবে ভালোই পরিচিতি পেয়েছিলেন এ চিত্রনায়িকা। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকেও পাল্টে ফেলেছেন পরী। বাণিজ্যিক ধারার ছবি থেকে বের হয়ে ‘গুনিন’, ‘স্বপ্নজাল’, ‘প্রীতিলতা’ বা ‘মা’র মতো গল্পনির্ভর সিনেমাই তিনি বেশি কাজ করেন।

 

Header Ad
Header Ad

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা, বিজেপির সিদ্ধান্তে চমক

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা। ছবি: সংগৃহীত

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির পছন্দ হলেন রেখা গুপ্তা। দীর্ঘ আলোচনা ও রাজনৈতিক কৌশলের পর, অবশেষে দিল্লির দায়িত্ব এক নারীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এই নিয়ে সুষমা স্বরাজ ও আতিশি মারলেনার পর, ফের দিল্লির শীর্ষ পদে একজন নারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন।

প্রথম দিকে মুখ্যমন্ত্রী পদে পরবেশ বর্মার নাম উঠে এসেছিল। তিনি একজন অভিজ্ঞ রাজনীতিক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান হওয়ায় তাকে নিয়ে জোর জল্পনা চলছিল। বিশেষ করে অরবিন্দ কেজরিওয়ালকে হারানোর কৃতিত্ব তাকে এগিয়ে রাখছিল। কিন্তু শেষ মুহূর্তে বিজেপি নেতৃত্ব সিদ্ধান্ত নেয়, দিল্লির ভবিষ্যৎ পরিচালনার জন্য একজন নারীকেই বেছে নেওয়া হবে।

এই সিদ্ধান্তের পর, বিজেপির চারজন মহিলা বিধায়কের নাম আলোচনায় আসে। প্রার্থী তালিকায় শিখা রাইয়ের নামও ছিল, তবে শেষ পর্যন্ত রেখা গুপ্তার উপরেই আস্থা রাখে দলীয় নেতৃত্ব। তার অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসংযোগ ক্ষমতা তাকে এই গুরুত্বপূর্ণ পদে এগিয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিজেপির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, এটি নারীর ক্ষমতায়নের প্রতিচ্ছবি, আবার কেউ মনে করছেন, এটি দিল্লির ভোটারদের মন জয় করার কৌশল। তবে সবকিছুকে ছাপিয়ে, এখন সবার নজর থাকবে নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নেতৃত্বে দিল্লির ভবিষ্যৎ পরিকল্পনার দিকে।

Header Ad
Header Ad

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতির শহীদ মিনারে না যাওয়ার আহ্বান

রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন। ছবি: সংগৃহীত

জুলাই ও আগস্টে গণহত্যার সময় নীরব থাকার অভিযোগ তুলে রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিনকে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলমান গণঅবস্থান থেকে সংগঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ এই দাবি জানান।

তিনি বলেন, “জুলাই ও আগস্টে আমরা দুই হাজারেরও বেশি ভাই-বোনকে হারিয়েছি, অথচ রাষ্ট্রপতি তখন নীরব ছিলেন। তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনে নির্বাচিত এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন, অথচ এখনো পদত্যাগ করেননি। জনগণ তাকে স্বীকৃতি দেয়নি। তাই আমরা দাবি জানাই, তিনি যেন একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যান।”

১৩ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবিতে গণঅবস্থান কর্মসূচি চলছে। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দুই নেতা ওমর ফারুক ও আবু সাঈদের অনশন দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরাও এতে যোগ দেন।

১৬ ফেব্রুয়ারি, জুলাই আন্দোলনের সময় নিহত রানা তালুকদারের পরিবার কর্মসূচিতে সংহতি জানিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানায়। এরপর অনশন ভেঙে লাগাতার গণঅবস্থান চলছে। কর্মসূচিতে গণবক্তৃতা, কবিতা আবৃত্তি, তথ্যচিত্র প্রদর্শনী ও সংগীত পরিবেশনার আয়োজন রাখা হয়েছে।

Header Ad
Header Ad

নামাজি জীবনসঙ্গী খুঁজছেন আইশা খান

অভিনেত্রী আইশা খান। ছবি: সংগৃহীত

অভিনয়, ব্যক্তিত্ব এবং সৌন্দর্যে ভক্তদের হৃদয় জয় করেছেন অভিনেত্রী আইশা খান। শুধু চলচ্চিত্র, নাটক কিংবা ওয়েব সিরিজে অভিনয় নয়, বরং চরিত্র ও গল্পের গভীরতা দেখে কাজ বেছে নিয়ে তিনি একজন উদাহরণ হয়ে উঠেছেন। তবে, ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই আলোচনায় আসেন এই অভিনেত্রী। কখনো কোনো প্রেম বা গুঞ্জন তার সঙ্গে সম্পর্কিত শোনা যায়নি।

সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আইশা খান তার ক্যারিয়ার, শৈশব, প্রেম ও বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। এই সাক্ষাৎকারে তিনি নিজের প্রেম জীবন এবং ভবিষ্যৎ জীবনসঙ্গী সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।

অভিনেত্রী আইশা খান। ছবি: সংগৃহীত

আইশা খান বলেন, “স্কুল জীবনে আমি খুব রাফ অ্যান্ড টাফ পার্সোনালিটি নিয়ে চলাফেরা করতাম। এর কারণে হয়তো কেউ আমাকে প্রপোজ করতে সাহস পায়নি। যারা প্রপোজ করেছেন, তাদের সঙ্গে কিছু সময় কথা বলেছি, কিন্তু কোনো কিছু গা মেলানোর মতো বৈশিষ্ট্য চোখে না পড়ায় বুঝে গেছি, দূরত্ব বজায় রাখাই শ্রেয়।”

প্রেম না করলেও আইশা তার জীবনসঙ্গী হিসেবে যে গুণগুলো চান তা জানিয়েছেন। তার মতে, প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার সঙ্গী অবশ্যই নামাজি হতে হবে। “আমার মাঝে মাঝে নামাজ একটু কম পড়া হয়ে যায়, তাই আমার সঙ্গী যদি নিয়মিত নামাজ পড়ে, তবে সে হবে আমার জন্য আদর্শ জীবনসঙ্গী,” বলেন আইশা।

আইশার পরিবারও নামাজের প্রতি বেশ সচেতন। আর নামাজের প্রতি মনোযোগের কারণে প্রায়ই তাকে তার মায়ের কাছ থেকে বকাঝকা শুনতে হয়।

এছাড়া, অভিনেত্রী আরও জানান, তার জীবনসঙ্গীর মধ্যে ভালো ব্যবহার এবং ভালো চরিত্রের অধিকারী হওয়া অত্যন্ত জরুরি। "ভালো ব্যবহার আয়ত্তে আনা একেবারে সহজ কাজ নয়, তবে আমি চাই যে, আমার জীবনসঙ্গী সবাইকে সম্মান করতে জানে। এছাড়া, সে যদি একটু ট্র্যাভেল ফ্রিক হয়, তবে তো কথাই নেই। কারণ আমি ভ্রমণ পছন্দ করি, আর আমার সঙ্গীও যদি আমার সঙ্গে একটু ঘুরে আসতে পারে, তবে আমার কোনো আপত্তি নেই," যোগ করেন আইশা।

এছাড়া, বিয়ে নিয়েও তিনি কিছু পরিকল্পনা করেছেন। তিনি জানান, নিজের বিয়ের জন্য তারিখও ঠিক করে রেখেছেন—২১ ডিসেম্বর। তবে, সাল এখনও নির্ধারণ করেননি। “ডিসেম্বর মাসে অনেকেই ১৬, ২৫, কিংবা ৩১ তারিখে বিয়ে করেন। তাই আমি চিন্তা করেছি, ২১ ডিসেম্বর আমার বিয়ে হবে। তবে তারিখটা ঠিক করলেও সাল এখন বলতে পারছি না। আগে জীবনসঙ্গী পেলে, তারপর বিয়ে হবে,” বলেন আইশা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা, বিজেপির সিদ্ধান্তে চমক
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতির শহীদ মিনারে না যাওয়ার আহ্বান
নামাজি জীবনসঙ্গী খুঁজছেন আইশা খান
গাইবান্ধায় গাঁজাসহ আটক এএসআইকে কারাগারে প্রেরণ
উপদেষ্টাদের মিটিংয়ে কোন প্রটোকলে গিয়েছিলেন হাসনাত-পাটোয়ারী: ছাত্রদল সেক্রেটারি
সরকারে থেকে ‘নতুন দল’ গঠন করলে মেনে নেওয়া হবে না: মির্জা ফখরুল
হোস্টিং সামিট ২০২৫ অনুষ্ঠিত
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩২১ রানের বড় লক্ষ্য দিলো নিউজিল্যান্ড
বৈষম্যবিরোধী নামধারী শীর্ষ নেতার নির্দেশে কুয়েটে ছাত্রদলের ওপর হামলা: রাকিব
যান্ত্রিক ত্রুটিতে আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
কুবিতে ছাত্র সংসদের দাবিতে মানববন্ধন ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল
২২০ জনকে নিয়োগ দেবে সমরাস্ত্র কারখানা, এসএসসি পাসেও আবেদন
টাঙ্গাইলের ভূঞাপুরে ২ দিনব্যাপি খামারি প্রশিক্ষণ
সবার সাত দিন কারাগারে থাকা উচিত: আদালতে পলক
বিপ্লবী সরকারের ডাক থেকে সরে এলেন কাফি  
নাঈম ভাই হেনা কোথায়?: ‘তুই অনেক দেরি করে ফেলেছিস বাপ্পা’
কুয়েটে রাজনীতি বন্ধ, কোনো কার্যক্রমে যুক্ত হলেই আজীবন বহিষ্কার
হৃদয় খানের আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স দিলেন তৃতীয় স্ত্রী
বয়সসীমা বেঁধে দিয়ে বৈষম্য সৃষ্টি করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ছাত্রদের প্রতিনিধিত্ব না মানার অভিযোগ
উত্তরায় হামলার ঘটনায় নতুন মোড়: স্বামী-স্ত্রীর সম্পর্ক আসল নয়, দাবি প্রকৃত স্ত্রী শম্পার