শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মুভি রিভিউ

আশ্রয়: জীবন পাল্টে দেয়ার মতো চলচ্চিত্র

সম্প্রতি শিল্পকলা একাডেমি তৃতীয়বারের মতো আয়োজন করেছিল স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২১। তাতে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে সারা বিনতে আফজল নির্মিত ‘আশ্রয়’ চলচ্চিত্রটি। পুরস্কারপ্রাপ্তির সংবাদ পড়ে সিনেমাটি দেখার আগ্রহ তৈরি হয়েছিল। গভীর আগ্রহ নিয়েই দেখেছি ‘আশ্রয়’; প্রথম সিনেমা হিসেবে অসাধারণ কাজ করেছেন নির্মাতা, ফুটিয়ে তুলেছেন জীবন পাল্টে দেয়ার মতো এক গল্পকে।

চলচ্চিত্রটি নির্মিত হয়েছে সৈয়দ ওয়ালীউল্লাহর ছোটগল্প ‘খুনী’ অবলম্বনে। ‘খুনী’ অসাধারণ ছোটগল্প, যার মূলে একটি খুনের ঘটনা, খুনীর স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য নির্মম আর্তি। গল্পটিতে চর আলেকজান্ডার সোনাভাঙ্গা গ্রামের মৌলভীদের বাড়ির ছেলে রাজ্জাক একদিন ঝোঁকের মাথায় খুন করে কজু মিঞাদের বাড়ির ছেলে ফইন্যাকে। তারপর কিছুতেই আর সে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে না। অথচ স্বাভাবিক জীবনের প্রতি তার আকাঙ্ক্ষা প্রবল। সে পালিয়ে বেড়াতে থাক একটু মুক্ত জীবনের খোঁজে। কিন্ত তার অপরাধবোধ মস্তিষ্ক তাকে তাড়িত করতে থাকে প্রতিমুহূর্তে। একরাতে ঘটনাচক্রে সে আবেদ দর্জির দোকানে উপস্থিত হয়। আবেদ দর্জি তার হারানো ছেলে মোমেনের পরিচয়ে তার বাড়িতে আশ্রয় দেয় রাজ্জাককে। সবকিছু ঠিকঠাক চলতে থাকলেও আপরাধবোধের কারণে সবসময় অস্থির থাকত রাজ্জাক। একসময় মোমেনের স্ত্রী জরিনা বিবিকে বিয়ে করে সংসার পাতার স্বপ্নও দেখে রাজ্জাক। হঠাৎ একদিন মোমেন বাড়িতে ফিরে এলে রাজ্জাকের সব স্বপ্ন চুরমার হয়ে যায়। তার শেষ আশ্রয়টুকুও হারিয়ে ফেলে মুহূর্তের মধ্যে। তারপর তার অন্তরময় ঝলকে ওঠে তীব্র বেদনা।


চলচ্চিত্রটিতে রাজ্জাকের চরিত্রে অভিনয় করেন খ্যতিমান অভিনেতা ও মডেল সাঈদ বাবু। তার অভিনয় ছিল প্রাণবন্ত যা সহজেই দর্শকের নজর কাড়বে। খুব সহজ এবং সন্তর্পণে তিনি রাজ্জাকের চরিত্রটি তুলে ধরেছেন দর্শকের মাঝে। আরও ছিলেন অভিনয়শিল্পী ইকবাল আহমেদ, নাজমুন নাফিস খান, মৌসুমী মোশাররফ প্রমুখ।

ব্যক্তিগত পর্যবেক্ষন থেকে বলা যায়, ২০ মিনিটের চলচ্চিত্রে স্বাভাবিক জীবনের আর্তিকে নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছেন সারা বিনতে আফজল। এটিই তার প্রথম কাজ। বলা যায় প্রথম কাজ হিসেবে তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। যতটা সম্ভব নিজের সর্বোচ্চটা দিয়েই কাজ করেছেন। আশা করা যায়, আমরা ভবিষ্যৎতে সারার কাছে আরও সুন্দর সিনেমা পাব।

আমার সবসময়ই মনে হয়, সাহিত্যকর্মকে মঞ্চে কিংবা সেলুলয়েডে নির্মাণ সহজ নয়, এ বড়ো কঠিন কাজ। সারা সেই কঠিন কাজটা করেছেন দারুণভাবেই। ক্যামেরার ব্যবহার, আঞ্চলিক সংলাপ, লোকেশন বাছাই ছিল সত্যিই নান্দনিক। ক্যামেরার লেন্স, ফোকাস ও ডাইমেনশন ছিল দুর্দান্ত। স্মার্টলি তা পরিচালনা করেছেন নির্মাতা। ‘আশ্রয়’ দেখে মনে হয়নি, এ তার প্রথম সিনেমা। মনে হয়েছে, অভিজ্ঞ নির্মাতার কাজ যেন।

ওয়ালীউল্লাহ তার গল্পে ম্যাজিক ব্যবহার করেছন, সেটা রাজ্জাকের মনোজগৎ বের করে আকস্মিকভাবে। নির্মাতাও তা সুন্দরভাবে ব্যবহার করেছেন, যখন নৌকার গলুইয়ে ভেসে ওঠে মোমেনের স্ত্রীর জায়গায় খুন হওয়া ফইন্যার রক্তাক্ত মাথা! এ সত্যিই দারুণ।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আর ছোটগল্পের মধ্যে একটা দারুণ মিল রয়েছে। আমার মনে হয়, সেই মিলটা হলো দর্শকশ্রোতার আগ্রহ এবং কৌতুহলকে পরিপূর্ণভাবে মেটাবে না স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কিংবা ছোটগল্প। দর্শকদের মধ্যে একটা প্রশ্ন উদয় হবে, তারপর হঠাৎ শেষ হবে। ‘আশ্রয়’ হঠাৎ করে শেষ হয়েছে, কিন্তু দর্শকশ্রোতার মধ্যে মানবিকবোধের প্রশ্নও উদয় হয়েছে। শেষপর্যন্ত রাজ্জাকের কী হবে, কোথায় সে ‘আশ্রয়’ পাবে, দর্শকের মনে প্রশ্ন উদয় হবে। এ সিনেমায় একজন খুনী মূলত নায়ক, সেই পলাতক খুনীর মধ্যে কাজ করে অনুশোচনাবোধ, ফুটে ওঠে স্বাভাবিক জীবনের জন্য আর্তি, সিনেমায় তা দারুণভাবে উঠে এসেছে। আধুনিক বিশ্ব বলে যে, একজন খুনীরও মানবাধিকার রয়েছে, বেঁচে থাকার অধিকার রয়েছে। ‘আশ্রয়’ কী আমাদের সেই বার্তাটি দেয়?

তরুণ নির্মাতা সারা বিনতে আফজল ‘আশ্রয়’ সিনেমার মাধ্যমে মানুষের মাঝে মানবিকতার আহ্ববান ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছেন। বলা যায় গল্পটি আপরাধবোধকে কাটিয়ে অনুশোচনার গল্প। এ সিনেমাটি মানুষের মানবিক অনুভূতিকে স্পর্শ করবে।

 

 

Header Ad
Header Ad

টাঙ্গাইলের কালিহাতীতে

মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল এক তরুনীর দুলাভাই হাসপাতালে  

ছবিঃ ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের কালিহাতীতে চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে পড়ে তাসলিমা খাতুন (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুলাভাই আবুল কালাম আজাদ (৩০) আহত হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার আনালিয়া বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাসলিমা বগুড়া জেলার বিসনোপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি মেডিকেলে চাকরি করতেন, আর তার দুলাভাই ঢাকার একটি ঔষুধের দোকানে কর্মরত ছিলেন।

স্থানীয়রা যায়, ঢাকা থেকে মোটরসাইকেলে করে বগুড়ায় ফিরছিলেন তাসলিমা ও তার দুলাভাই আবুল কালাম আজাদ। পথিমধ্যে আনালিয়া বাড়ী এলাকায় চলন্ত মোটরসাইকেলের চাকার সঙ্গে তাসলিমার ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Header Ad
Header Ad

বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই, জানালো বিসিবি  

ক্রিকেটার এনামুল হক বিজয়। ছবিঃ সংগৃহীত

স্পষ্ট ফিক্সিংয়ের সঙ্গে জড়িল সন্দেহে ক্রিকেটার এনামুল হক বিজয়কে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এমন একটি প্রতিবেদন বের হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ক্রিকেটার বিজয়ের ওপর বিদেশ ভ্রমণসহ কোন ধরনের নিষেধাজ্ঞা নেই।

বিসিবি বিজ্ঞপ্তিতে বলেছে, সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে যে, ক্রিকেটার বিজয়ের ওপর এন্টি করাপশন ইউনিট (আকসু) বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা অরোপ করেছে। বিসিবি এনামুলের ওপর নিষেধাজ্ঞা আরোপের মতো কিছুর বিষয়ে এখনো অবগত নয়।

তবে বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে সংবাদ মাধ্যমে অনেক অভিযোগ এসেছে। আইসিসির নিয়ম অনুসরণ করে বিসিবি ও আকসু এ বিষয়ে তদন্ত করছে বলে জানিয়েছে। তবে যাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে তা সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে হচ্ছে বলেও জানিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিসিবি বদ্ধ পরিকর, সততা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে বোর্ড।

স্পষ্ট ফিক্সিংয়ে সম্পৃক্ত নন অথচ তার নাম প্রকাশ করে মর্যাদাহানি করা হচ্ছে এমন দাবি করে অন্তত ২ জন ক্রিকেটার কোয়াবের কাছে সহযোগিতা চেয়েছেন। বিষয়টি উল্লেখ করে সমকালকে কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। কয়েকজন ক্রিকেটার যোগাযোগ করে বলেছেন তাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। কেউ এসবে জড়িত না থাকা সত্ত্বেও তাদের নাম বাইরে আসলে সেটি দুঃখজনক। এ ধরনের খবর ওই ক্রিকেটারের ক্যারিয়ার এবং মর্যাদার জন্যও ক্ষতিকর।’

 

Header Ad
Header Ad

ইজতেমায় গেলেন হাসনাত আবদুল্লাহ, কুশল বিনিময় করলেন মামুনুল হক সাথে  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বিশ্ব ইজতেমার ময়দানে এসেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪০ মিনিটে ইজতেমা ময়দানের বিদেশি মেহমানদের গেট-২ দিয়ে ভেতরে প্রবেশ করেন তারা। সেখানে দুজনে কুশল বিনিময় করেছেন। ময়দানে তাদের অভ্যর্থনা জানান ইজতেমার প্রথম পর্বের শুরায়ে নেজামের আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান।

তিনি বলেন, ‘হাসনাত আবদুল্লাহ এবং মামুনুল হক ইজতেমার ময়দানে মুসল্লিদের সঙ্গে খাওয়া-দাওয়া করেন। এরপর ময়দান ঘুরে দেখেন। মূলত সবকিছু ঠিকমতো হচ্ছে কিনা, তা দেখতে এসেছেন তারা।’

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মো. রায়হান আহমেদ, যুগ্ম সংগঠক মাহমুদুর রহমান রিফাত, যুগ্ম সংগঠক শেখ সাব্বিরসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শুরু হয়েছে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি)। রবিবার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে প্রথম পর্বের ইজতেমা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল এক তরুনীর দুলাভাই হাসপাতালে  
বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই, জানালো বিসিবি  
ইজতেমায় গেলেন হাসনাত আবদুল্লাহ, কুশল বিনিময় করলেন মামুনুল হক সাথে  
ট্রাম্পের প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ফখরুল-খসরু  
সাবিনা ইয়াসমীন আইসিইউতে    
ডাস্টবিনে শেখ হাসিনার ‘ঘৃণা স্তম্ভে’র ছবি, ময়লা ফেললেন প্রেসসচিব  
দেশের পুনর্গঠনে একমাত্র বিএনপি সক্ষম: তারেক রহমান  
কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ সরকারের
যমুনার দুর্গম চরে সুবিধাবঞ্চিতদের ফ্রী স্বাস্থ্যসেবা দিচ্ছে হিউম্যান কনসার্ন
প্লে-অফে খুলনা টাইগার্স কপাল পুড়ল রাজশাহীর
অমর একুশে বইমেলার পর্দা উঠল  
সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বললেন ‘রাষ্ট্র চলছে না’
ফরিদপুরে মন্দিরে সরস্বতীপ্রতিমা ভাঙার অভিযোগে গ্রেপ্তার যুবক
সেন্টমার্টিন দ্বীপকে বাঁচাতে ভ্রমণ বন্ধ রাখা হয়েছে: পরিবেশ উপদেষ্টা
যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া
লাইভ শোতে নারী ভক্তকে জাপটে ধরে চুমু, বিতর্কে ভারতীয় গায়ক
১২ জন নিয়ে খেলেছে ভারত, ম্যাচ রেফারির ব্যাখ্যা চান বাটলার
বিশ্ববিদ্যালয়ের দাবিতে চতুর্থদিনের অনশন, বিকালে তিতুমীর শিক্ষার্থীদের অবরোধের হুমকি
আলাউদ্দিন নাসিমের গুলশানের বাড়ি গোপন, দুদকের তদন্ত শুরু
আ.লীগ সমর্থকদের কাছে ‘আলোচিত মাফলারটি’ বিক্রির ঘোষণা দিলেন প্রেসসচিব