১৫ হাজার শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজার ১৬৩টি পদে শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
রবিবার সন্ধ্যায় বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশন পর্যায়ে নিয়োগের এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে থেকে আবেদন শুরু হবে, যা চলবে ২২ ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত।
যেসব পদে নিয়োগ দেয়া হবে, তার মধ্যে ১২ হাজার ৮০৭ টি এমপিওভুক্ত শূন্যপদ। ননএমপিও পদ আছে ২ হাজার ৩৫৬টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করবেন, তারা ২৫ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন।
আবেদনের যোগ্যতায় বলা হয়েছে, আবেদনকারীকে এনটিআরসিএ কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২০ তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে। তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইনডেক্সধারী প্রার্থী এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী আগে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন (প্রথম থেকে ত্রয়োদশ) তাদের ক্ষেত্রে বয়স সীমা শিথিল যোগ্য।
যেসব পদে নারী কোটা থাকবে সেখানে কেবল নারী প্রার্থীরা আবেদন করবে এবং ধর্মের শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে সে ধর্মের অনুসারী হতে হবে।
http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। আবেদনের ফি ১০০ টাকা।
২০২১ সালের ৩০ মার্চ বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এ গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অধিকাংশই আগের নিয়োগ বিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী হওয়ায় এবং নারী কোটা ও অন্য ক্ষেত্রে যোগ্য প্রার্থী না থাকায় ১৫ হাজার ১৬৩টি পদ ফাঁকা রয়ে গিয়েছিল।
এপি/