শনিবার, ৪ জানুয়ারি ২০২৫ | ২০ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

১৫ শতাংশ কর দিলেই সাদা হবে কালো টাকা, কেনা যাবে জমি-ফ্ল্যাট

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

আগামী জুলাই মাস থেকে এক বছরের জন্য কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ দেওয়া হয়েছে। নগদ টাকা ১৫ শতাংশ কর দিয়ে বিনা প্রশ্নে বৈধ বা সাদা করা যাবে। একইভাবে জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিনেও এলাকাভেদে নির্দিষ্ট হারে কর দিয়ে টাকা সাদা করা যাবে। একেক এলাকার জন্য বর্গমিটার অনুসারে নির্দিষ্ট কর দিতে হবে।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এ তথ্য জানান।

অনেক ক্ষেত্রে কোম্পানির কিছু অপ্রদর্শিত আয় ও পরিসম্পদ দেখানোর ক্ষেত্রে জটিলতা সৃষ্ট হয়েছে বলে জানা গেছে। এমন ক্ষেত্রে কোম্পানিগুলোকে এই অপ্রদর্শিত অর্থ ১৫ শতাংশ কর দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। কোম্পানির অপ্রদর্শিত সম্পদ নির্দিষ্ট হারে কর দিয়েও বৈধ করার সুযোগ দিয়েছেন অর্থমন্ত্রী।

দুই বছর আগে ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তেমন সাড়া না পাওয়ায় পরে এ সুযোগ বাতিল করা হয়। পরের বছর দেশ থেকে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ দেওয়া হলেও কেউ সেই সুযোগ নেননি। এক বছর বিরতির পর আগামী অর্থবছরে আবারও ঢালাওভাবে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হলো।

এনবিআরের সূত্রগুলো বলছে, এ পর্যন্ত সব মিলিয়ে অপ্রদর্শিত প্রায় ৪৭ হাজার কোটি টাকা ঘোষণায় এসেছে। অর্থাৎ এই পরিমাণ অর্থ বৈধ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে ছাত্র অধিকার পরিষদের সভাপতির উপর আ’লীগ সমর্থকদের হামলার অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলামিন ইসলাম। ছবিঃ ঢাকাপ্রকাশ

মাদকের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় টাঙ্গাইলের ভূঞাপরে ছাত্র অধিকার পরিষদের উপজেলা সভাপতি আলামিন ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (৪ জানুয়ারি) বিকালে হামলার শিকার আলামিন ইসলাম ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানায়, গত ৩ জানুয়ারি শুক্রবার রাতে উপজেলার জিগাতলা গ্রামে উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলামিন ও তার চাচাতো ভাই বেলাল শেখসহ কয়েকজন দোকানে বসেছিল। এসময় হঠাৎ করে আলামিনের উপর বেশ কয়েকজন লোক এসে হামলা করে। পরে স্থানীয়রা আলামিনকে আহত অবস্থায় উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে ভর্তি করে।

আলামিনের উপর হামলার খবর পেয়ে ভর্তিরত আলামিনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে দেখতে আসেন টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি রুবেল খান, দপ্তর সম্পাদক ওমর ফারুক, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলীসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দরা।

আলামিনের চাচাতো ভাই বেলাল শেখ বলেন, শুক্রবার রাতে বাড়ির পাশে আমি ও আলামিন একটি দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ ৪ থেকে ৬ জন আওয়ামী লীগের সমর্থক পেছন থেকে এসে কোনো কিছু না বলেই আলামিনের উপর হামলা করে। তারা চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদককারবারীর সঙ্গে জড়িত।

এ বিষয়ে হামলার শিকার উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলামিন ইসলাম বলেন, ‘মাদক ব্যবসায়ী বাঁবু খা’ কে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে তিনি যমুনার চর থেকে আব্দল আজিজ, আসাদুল, সাগরসহ বেশ কয়েক আওয়ামী লীগের সমর্থক নিয়ে এসে আমার উপর হামলা করে’।

উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক জাহিদুল ইসলাম তরুন বলেন, ‘মাদকের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলামিনের উপর স্থানীয় কিছু আওয়ামী লীগের কর্মী এসে তার উপর হামলা করেছে। ঘটনাটির তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তি দাবি করছি’।

টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি রুবেল খান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদকের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় যারা আলামিনের উপর হামলা চালিয়েছে তারা সমাজের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদেরকে অবশ্যই দ্রুত  গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি’।

এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম রেজাউল করিম বলেন, ‘উপজেলা ছাত্র অধিকার পরিষদ নেতার উপর হামলার বিষয়টি কেউ আমাকে জানায়নি। অভিযোগ পেলে আনইগত ব্যবস্থা নেব’।

 

Header Ad
Header Ad

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে টাঙ্গাইলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

ছবিঃ ঢাকাপ্রকাশ

বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নিষিদ্ধ জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় নিষিদ্ধ এই সংগঠনটির নেতাকর্মীরা জেলা পৌর শহরের নিরালার মোড়ে মিছিল বের করে আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জগলু রোড দিয়ে চলে যায়।

এর আগে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। পরে ‘জয় বাংলা’স্লোগান দিয়ে মিছিল বের করলেও বেশিক্ষণ অবস্থান করতে পারেনি তারা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াসহ এই মিছিলের নেতৃত্ব দেয় টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি ওয়ারেছুল হক তানজীল। কর্মসূচিতে ৮/১০জন নেতাকর্মীউপস্থিত ছিলেন।

এ বিষয়ে টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ বলেন, খবর পেয়ে পুরো শহরে টহল দেওয়া হয়েছে। তবে সংগঠনের কাউকেই পাওয়া যায়নি। 

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম জেলায় কোন কর্মসূচি পালন হলো। নিষিদ্ধ এই ছাত্রলীগ সংগঠনের হঠাৎ কর্মসূচি পালনে হতবাক সাধারণ মানুষ। এনিয়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

Header Ad
Header Ad

বিজয় একাত্তর হলের ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

বিজয় একাত্তর হলের ছাত্রলীগ সভাপতি সজিবুর রহমান সজিব। ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ছাত্রলীগ সভাপতি সজিবুর রহমান সজিবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।

শুক্রবার (৩ জানুয়ারি) হাজারীবাগের জাফরবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।

ডিবি সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করার জন্য বের হয়। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় নিষিদ্ধ সংঘঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ দেশি-বিদেশি অস্ত্র দিয়ে তাদের উপর দফায় দফায় হামলা চালায়। এসময় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সায়াদ বিন মাহিন সরকার বাদী হয়ে গত ২১ অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা করেন। সজিবুর রহমান সজিব এই মামলার ১৪ নম্বর আসামি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে ছাত্র অধিকার পরিষদের সভাপতির উপর আ’লীগ সমর্থকদের হামলার অভিযোগ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে টাঙ্গাইলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
বিজয় একাত্তর হলের ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
নওগাঁয় সাড়ে ৯ কেজি গাঁজা ও ৫০ পিস ফেন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুতা নিক্ষেপ’ কর্মসূচি ঢাবি শিক্ষার্থীদের
ধূমপানে শুধু ফুসফুস নয় কমে যায় বুদ্ধিও: গবেষণা  
উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজন করা হবে: ঢাবি ভিসি
গণভবন ছেড়ে হাসিনার পালানোর ঘটনা পাঠ্যবইয়ে
৭ বিয়ে নিয়ে কটাক্ষ, মামলার প্রস্তুতি নিচ্ছেন সোহেল তাজ!
চাকরি ফেরত চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিলেন দুদকের সেই শরীফ
ফরিদপুরে সাংবাদিকের বাবা-মাসহ ৩ জনকে কুপিয়ে জখম
‘জাতীয় দলে আর খেলছি না’, আফ্রিদিকে বললেন তামিম ইকবাল  
তারেক রহমানের মামলা বাতিলের রায় সঠিক নয়: রাষ্ট্রপক্ষ
আইসিইউতে অভিনেতা মুশফিক ফারহান
চীন ছাড়াও যেসব দেশে ছড়িয়ে পড়েছে মহামারি এইচএমপিভি
সরকারি চাকরিতে ভ্যারিফিকেশন খেলা কেন? প্রশ্ন সারজিসের
অন্তর্বর্তী সরকারকে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন
‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী জনসংযোগ শুরু ৬ জানুয়ারি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ, সেক্রেটারি মাজহারুল
২০২৪ সালে সড়কে ঝরেছে ৮ হাজার ৫৪৩ প্রাণ, আহত ১২৬০৮