বান্দরবানে সোনালী ব্যাংকের লেনদেন স্থগিত, আরও দুই জেলায় সতর্কতা
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
ডাকাতির ঘটনায় সোনালী ব্যাংকের বান্দরবানের উপজেলা পর্যায়ের ৬টি শাখায় লেনদেন সাময়িক স্থগিত করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর থেকে এসব শাখার লেনদেন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
একইসঙ্গে পার্বত্য জেলা রাঙ্গামাটির ১৯টি এবং খাগড়াছড়ির ৯টি শাখায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সতর্কভাবে লেনদেন করার নির্দেশ দেওয়া হয়েছে। সোনালী ব্যাংকের জিএম (দক্ষিণ) সাইফুল আজিজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এই তিন জেলার ব্যাংকগুলোকে, প্রয়োজনের বাইরে লেনদেন না করতে বলা হয়েছে। মূলত ভল্ট খুলতে না পেরে ক্যাশ কাউন্টারে যেসব টাকা পাচ্ছে সেগুলো নিয়ে যাওয়ার টার্গেট নেয়া হয়েছে। এ কারণে সব টাকা ভল্টে রেখে লেনদেন স্থগিত ও বাড়তি নিরাপত্তা নিয়ে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে ।
এর মধ্যে রাঙ্গামাটিতে সোনালী ব্যাংকের শাখা রয়েছে ১৯টি, খাগড়াছড়িতে ৯টি। বান্দরবানে সোনালী ব্যাংকের শাখা রয়েছে ৭টি। বান্দরবানের শাখাগুলো হচ্ছে রোয়াংছড়ি, থানচি, লামা, আলীকদম, রুমা, বান্দরবান ও নাইক্ষ্যাংছড়ি।
এর আগে, বুধবার বেলা ১১টার দিকে বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় তারা গ্রাহকদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।র আগে, মঙ্গলবার (২ এপ্রিল) রুমায় সোনালী ব্যাংক থেকে অস্ত্র ও টাকা লুট করে একটি সশস্ত্র সন্ত্রাসী দল।