বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

জনবান্ধব বাজেট প্রণয়ন চায় সিপিডি

করোনায় অনেক কিছু পাল্টে গেছে। তাই উদ্ভূত পরিস্থিতি কাটিয়ে উঠতে আগামী অর্থবছরে (২০২২-২৩) নিম্নআয়ের মানুষকে গুরুত্ব দিয়ে জনবান্ধব বাজেট প্রণয়ন করার সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব করা হয়। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। ২০২২-২৩ অর্থবছরে জাতীয় বাজেটে সিপিডির সুপারিশ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ড. ফাহমিদা খাতুন বলেন, ‘কৃষি খাতে ভর্তুকি আরও বাড়াতে হবে। প্রবাসীদের জন্য প্রণোদনা চালিয়ে যেতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ও বিলাসী পণ্যের কর বাড়াতে হবে। রাজস্ব আহরণে কর কাঠামোর পুনঃবিন্যাস করতে হবে।’

ফাহমিদা বলেন, ‘অন্যান্য বছর যাই হোক, গত দুই বছরে কোভিডে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তাই বড় বড় লক্ষ্যমাত্রা না ধরে আগামী বাজেটে আয়-ব্যয়ে বাস্তব সম্মত লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। করোনায় নিম্ন আয়ের মানুষ অনেক বেড়ে গেছে। তাদের দিকে তাকিয়ে আগামী বাজেট প্রণয়ন করতে হবে। সামাজিক নিরাপত্তার বেষ্টনি আরও বাড়াতে হবে। করোনায় শিক্ষার্থীরা আবদ্ধ থাকায় পুষ্টিহীনতা ভুগতে পারে। তাই শিশুদের শারিরিক ও মানসিক বিকাশে স্কুলে টিফিনের আওতা বাড়াতে হবে।’

সিপিডি বলছে, রপ্তানি আয় বাড়াতে প্রণোদনাও চালিয়ে যেতে হবে। যাতে রপ্তানি আয়ে ভাটা না পড়ে। কর কাঠামোর পুনঃবিন্যাস করা দরকার। কারণ, যারা কর দেয় তাদের অংশদারিত্ব সুযোগ দিতে হবে। তারা যেন জানতে পারে কিভাবে, কত টাকা কর দেওয়া হলো। জাতীয় রাজস্ব রোর্ডের দক্ষতা বাড়াতে হবে। একই সঙ্গে উচ্চ বিলাসী প্রকল্প ব্যয় বন্ধ করতে হবে।

ফাহমিদা আরও বলেন, ‘কিছুদিন থেকে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতি হওয়ায় মূল্যস্ফীতি বেড়ে গেছে। মূল্যস্ফীতি ৬ শতাংশ বলা হলেও বাস্তবে বহুগুণ বেশি। এর ফলে আয়-ব্যয়ের হিসাব মিলছে না। অপরদিকে নিম্ন আয়ের মানুষ অনেক বেকার হয়েছে। তারপরও সঠিক তথ্য না থাকায় সরকারও সঠিকভাবে তাদের সহায়তার হাত বাড়াতে পারছে না। তাই আগামী বাজেটে সরকারকে নিম্ন আয়ের মানুষের দিকে নজর দিতে হবে। সরাসরি নগদ সহায়তা বাড়াতে হবে।’

একই সঙ্গে খোলা বাজারে বিক্রির (ওএমএস) পরিমাণও বাড়াতে হবে। আগামী বাজেটে কৃষকদের অতিরিক্ত ভর্তুকি ও ঋণ সহায়তা দিতে হবে। কৃষকরা ভর্তুকি পাচ্ছে কি না তা তদারকি করতে হবে। খাদ্য নিরাপত্তার স্বার্থে খাদ্য মজুদের পরিমাণ বাড়াতে খাদ্যে ভর্তুকি দিতে হবে।

শ্রমিকদের স্বাস্থ্য বীমা করারও উদ্যোগ নিতে হবে আগামী বাজেটে। মৃত ও অলাভজনক প্রতিষ্ঠান চালিয়ে যাওয়ার দরকার নেই। ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বার্থে তাদের আরও সহায়তা দিতে হবে। পরিবেশ দূষণ করে এমন জ্বালানী থেকে বেরিয়ে এসে সবুজ নবায়নযোগ্য জ্বালানীতে নজর দিতে হবে।

বর্তমানে সামাজিক নিরাপত্তাখাতে ১৪৩টি কর্মসূচি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সিপিডির মতে, উচ্চ প্রবৃদ্ধির জন্য সামাজিক নিরাপত্তা খাতেও বরাদ্দ বাড়াতে হবে। করোনার ধকল সামলাতে এসব তিনটি ভাগ করে এক সঙ্গে করা দরকার। শিশু, নারী-পুরুষ ও বয়স্ক নারী-পুরুষ। এটা কার্যকর করদে দ্রুত উদ্যোগ নিতে হবে। শিশুদের সুরক্ষায় বিশেষ করে পুষ্টির কথা বিবেচনা করে আরও মনোযোগি হতে হবে। কারণ, তারাই জাতি গঠন করে। সঠিকভাবে তালিকা করে স্কুলে টিফিনের ব্যবস্থা করতে হবে।’

 সংবাদ সম্মেলনে সিপিডির সম্মানিত ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিনিয়র রিসার্চ ফেলো তোফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

জেডএ/এমএমএ/

 

Header Ad
Header Ad

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে স্থানীয় উদ্ধারকর্মী এবং আরাকান আর্মি নামের একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী। জান্তা বাহিনীর এই হামলায় ৫০০-এরও বেশি বাড়িঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে আরাকান আর্মি। গত বছর এই সশস্ত্র গোষ্ঠী রাজ্যের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং রাজধানী সিত্তে থেকে অন্যান্য অঞ্চলের সংযোগ বিচ্ছিন্ন করে। বুধবার দুপুরে রামরি দ্বীপের কিয়াউক নি মাউ শহরে এই বিমান হামলা চালানো হয়।

হামলার পর ধ্বংসাবশেষে পুড়ে যাওয়া বাড়িঘরের মাঝে স্থানীয় বাসিন্দাদের হতভম্ব অবস্থায় হাঁটতে দেখা গেছে। স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আহতদের জন্য চিকিৎসা সহায়তা পাঠানো কঠিন হয়ে পড়েছে কারণ পরিবহন ব্যবস্থা নাজুক এবং চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে।

রামরি দ্বীপে চীনের অর্থায়নে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প রয়েছে। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্রকল্পটির কাজ দীর্ঘদিন ধরে স্থগিত। এদিকে, জান্তা বাহিনী দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে একাধিক ফ্রন্টে সংঘাতে লিপ্ত।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমারের চলমান সংঘাতে ৩৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা গত বছরের তুলনায় ১৫ লাখ বেশি। ২০২৫ সালে দেশের এক তৃতীয়াংশ জনসংখ্যারও বেশি মানুষের সহায়তার প্রয়োজন হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

সূত্র: এএফপি

Header Ad
Header Ad

প্রেমিকার সাথে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হওয়া এক ফ্লাইটে প্রেমিকার সঙ্গে ঝগড়া করে ফ্লাইটের দরজা খুলে ঝাঁপ দেয়ার চেষ্টা করে টোরেস নামে এক যুবক।

সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সেই যুবককে যুক্তরাষ্ট্রের বো-তে লোগান বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। সেই যুবক পুয়ের্তো রিকোর বাসিন্দা।

পুলিশ ও ফ্লাইট কর্তৃপক্ষ জানায়, ফ্লাইট উড়ার ঠিক আগে টোরেসের তার প্রেমিকার সাথে তীব্র ঝগড়া বাঁধে। তার পর হঠাৎ ফ্লাইটের আপৎকালীন দরজা খুলে লাফ দিতে যান টোরেস। সেই সময় বিমানের অন্য যাত্রীরা তাকে ধরে ফেলেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় ম্যাসাচুসেটস স্টেট পুলিশ। তারা অভিযুক্ত টোরেসকে আটক করে। যুক্তরাষ্ট্রের একটি আদালতে তাকে হাজির করানো হলে বিচারক টোরেসকে জামিন দেন। একই সঙ্গে আদালত জানায়, পরবর্তী শুনানির আগে ম্যাসাচুসেটস ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না টোরেস।

Header Ad
Header Ad

হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শেখ হাসিনার দুই পাসপোর্ট বাতিলের প্রসঙ্গ তুলে ভারত কর্তৃক তার ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, "দুইটি পাসপোর্ট বাতিল হওয়ার পর কীভাবে ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে?" অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে পাঠানোর আবেদন করা হলেও ভারত তাকে দেশে ফেরত না পাঠিয়ে উল্টো ভিসার মেয়াদ বৃদ্ধি করে তাকে পুরস্কৃত করেছে বলে দাবি করেন তিনি।

দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী শেখ হাসিনার শাসনামল ও তার রাজনীতি নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে দেশে লাশের রাজনীতি চালু ছিল এবং মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছে। রিজভী আরও বলেন, শেখ হাসিনা তার ছাত্রলীগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে ভীতির পরিবেশ তৈরি করেছিলেন, যেখানে বিরোধী দলের কেউ রাজনীতি করতে পারত না।

শেখ হাসিনার শাসনব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, "তিনি এদেশকে একটি ভয় ও আতঙ্কের নগরীতে পরিণত করেছিলেন। জনগণের মতামত উপেক্ষা করে নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়েছেন, নির্বাচন ও ভোটকে মূল্য দেননি।" এছাড়া, রিজভী অভিযোগ করেন যে শেখ হাসিনা তার শাসনকালকে "নতুন বাকশাল" আঙ্গিকে সাজিয়েছিলেন এবং তার বাবার পথে হেঁটে গণতন্ত্রকে ধ্বংস করেছিলেন।

রিজভী তার বক্তব্যে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিককেও সমালোচনা করেন। শেখ হাসিনা বাংলার মাটিতে টিকে থাকতে পারেননি এবং ছাত্র-জনতার আন্দোলনের ফলে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০
প্রেমিকার সাথে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা
হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত: রিজভী
মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন: নাদেল
কিছুদিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল
খলিস্তানি নেতা নিজ্জর হত্যার ঘটনায় অভিযুক্ত চার ভারতীয়কে জামিন দিল কানাডা
রংপুরের কাছে হেরে মেজাজ হারালো তামিম  
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির উত্তর না এলে ‘তাগিদপত্র’ পাঠাবে ঢাকা
৪ দিনের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে সারাদেশ
দুর্নীতির কারণে টিসিবির ৩৭ লাখ কার্ড বাতিল : বাণিজ্য উপদেষ্টা
একাই ৫৭ হাজার কোটি টাকা লুট করেছেন সালমান এফ রহমান  
সোহানের তাণ্ডবে বরিশালকে হারিয়ে রংপুরের টানা ছয় জয়
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হককে দেশত্যাগে নিষেধাজ্ঞা  
দাবি আদায়ে রাজপথ দখল কোনো সমাধান নয়: ডিএমপি কমিশনার  
বিএনপি নেতাকর্মীদের সতর্কবার্তা: ভুঁইফোড় সংগঠন ও প্রতারণামূলক কর্মকাণ্ড নিয়ে নির্দেশনা
পাচার হওয়া টাকা ফেরাতে দুদকের ১০টি দল গঠন
নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন, দুদকের ২ মামলা
নির্বাচনে কারও পক্ষে কাজ করলে অসুবিধা হবে: সিইসি  
লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলে হলিউড তারকাদের বাড়ি পুড়ে ছাই
শরীয়তপুরের জাজিরা থানা থেকে ওসির মরদেহ উদ্ধার