উত্তরায় ‘ননী’ সুইটস-এ অভিযান
ছবি : সংগৃহীত
ভ্যাট গোয়েন্দার একটি দল রাজধানীর উত্তরাতে অবস্থিত ‘ননী’ সুইটস নামের এক মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করে ইএফডি মেশিনের পরিবর্তে কাঁচাচালান ইস্যু করে ভ্যাট ফাঁকির প্রমাণ পান।
‘ননী’ সুইটস, সোনারগাঁও জনপদ রোড, সেক্টর-১১, উত্তরা, ঢাকা এবং প্রতিষ্ঠানটির ফ্যাক্টরি: ধউর, তুরাগ এ অবস্থিত।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রেতা উত্তরার ‘ননী’-র দোকানে গিয়ে মিষ্টি কিনলে মূসক-৬.৩ চাওয়া সত্ত্বেও তাকে কাঁচাচালান দেওয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের ইএফডি মেশিন থাকলেও ইএফডিতে চালান না কেটে কাঁচাচালানে পণ্য বিক্রি করায় ওই ক্রেতা ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরে অভিযোগ করেন।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানের পরে সংস্থার উপ-পরিচালক মুনাওয়ার মুরসালীন গত রবিবার বিকাল ৩ টায় ওই দোকানে অভিযান পরিচালনা করে।
অভিযানে গোয়েন্দার দল উক্ত ক্রেতার অভিযোগের সত্যতা পায়। প্রতিষ্ঠান থেকে ৪০ টি অবৈধ কাঁচাচালানের বই জব্দ করা হয়।
প্রতিষ্ঠানটির টঙ্গীর ধউর এ অবস্থিত ফ্যাক্টরিতে গিয়েও একই ধরনের অনিয়ম পাওয়া যায়।
প্রতিষ্ঠানটির ঢাকা শহরে ৫টি শো-রুম আছে এবং ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেট-এর আওতায় কেন্দ্রিয়ভাবে নিবন্ধিত।
এপি/এমএমএ/