মূল্য সূচকের উত্থান
দেশের দুই পুঁজিবাজারেই সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হলো লেনদেন। সোমবার (৬ জানুয়ারি) ডিএসই ও সিএসই ওয়েবসাইট বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।
দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ৬১ দশমিক ৫৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ।
আজ প্রধান মূল্য সূচক অবস্থান করছে ৬ হাজার ৯৯৪ দশমিক ১৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ২৭ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬০৬ দশমিক ৫৫ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১২ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৮০ দশমিক ৬৯ পয়েন্টে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৭টি কোম্পানির ৩০ কোটি ৮৫ লাখ ১৯ হাজার ৪২৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, দর কমেছে ১৫৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১ হাজার ৪৮৭ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার টাকা।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৬৬ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪৭৭ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৮৩ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার।
আজ সিএসইতে লেনদেন করেছে ৩০৫টি কোম্পানি। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, দর কমেছে ১২৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
টিটি/