৫ ডিসেম্বর ৯ম জাতীয় এসএমই মেলা
আগামী রবিবার (৫ ডিসেম্বর) থেকে শুরু হতে চলেছে ৯ম জাতীয় এসএমই পণ্য মেলা। শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলা চলবে। এতে ৩১১টি প্রতিষ্ঠানের ৩২৫টি স্টল থাকবে।
আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
এ সময় উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব জাকিয়া সুলতানা, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।
শিল্পমন্ত্রী জানান, শতভাগ দেশী পণ্যের এ মেলায় অংশ নেবেন ৩২৫টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। যার ৬০ শতাংশ উদ্যোক্তাই নারী। মেলায় কোনো প্রবেশ মূল্য থাকবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে থেকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২১ বিজয়ী ৪জন উদ্যোক্তার হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেয়া হবে।
তিনি আরও জানান,'মেলার উদ্দেশ্য হচ্ছে-ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণ। এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা করা। ভোক্তা এবং এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সংযোগ স্থাপন করতে এ মেলা।
শিল্পমন্ত্রী বলেন, এবার মেলায় অংশ নিচ্ছে ফ্যাশন ডিজাইন খাতের সবচেয়ে বেশি ১১৬টি প্রতিষ্ঠান। এছাড়া চামড়াজাত পণ্য খাতের ৩৭টি, খাদ্য/কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্য খাতের ৩৬টি, হ্যান্ডিক্রাফটস আইটেম ৩৩টি, পাটজাত পণ্য খাতের ২৯টি, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য খাতের প্রতিষ্ঠান ১৭টি, আইটি খাতের ৪টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স খাতের ৬টি, হারবাল/অর্গানিক পণ্যের ৪টি, জুয়েলারি পণ্যের ৪টি এবং প্লাস্টিক পণ্য খাতের ৩টি প্রতিষ্ঠান এবার অংশ নিচ্ছে মেলায়।
জেডএ/কেএফ/