চুরি-ডাকাতি ঠেকাতে কঠোর অবস্থানে ডিএমপি
চুরি-ডাকাতি ঠেকাতে মাঠে নেমে কঠোর অবস্থানে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানায়, ঢাকার বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি ঠেকাতে ও এসব ঘটনায় দায়ের হওয়া মামলা কঠোরভাবে মনিটরিং এবং নিয়মিত টহল জোরদারের নির্দেশনাও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) ডিএমপি সদর দপ্তরের এক আলোচনায় এসব নির্দেশনা দেওয়া হয়।
এবিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়তি রায় শুক্রবার (১৭ মার্চ) বলেন, ডিএমপির সদর দপ্তর থেকে সম্প্রতি চাঞ্চল্যকর ডাকাতি, চুরির ঘটনায় বেশ কিছু নির্দেশনা এসেছে। ওই নির্দেশনায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত প্রতিটি বিভাগের মোবাইল পার্টিকে সক্রিয় রাখা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মনিটরিং করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ওই নির্দেশনায় জানানো হয় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে সম্মানের সঙ্গে আচরণ করতে হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন-অর-রশীদ বলেন, প্রতিটা অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। আর সাম্প্রতিক সময়ে কিছু অপরাধ বেড়ে যাওয়ায় সেগুলো নিয়ন্ত্রণের জন্য পুলিশকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, চুরি ডাকাতিসহ বেশ কিছু ঘটনার জরিপ করে সেগুলো নিয়ন্ত্রণে রাখতে ডিএমপিকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে সাংবাদিকদের সঙ্গে পেশাদার আচরণের জন্য প্রতিটা ইউনিটকে সতর্ক করা হয়েছে এবং এই বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ডিএমপির সব ইউনিটকে দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষের সঙ্গে কীভাবে আরও দায়িত্বশীল হয়ে কাজ করা যায় সেই বিষয়ে সতর্ক করা হয়েছে।
কেএম/এসজি