অবৈধ ওয়াকিটকি বিক্রির অপরাধে মূলহোতা গ্রেপ্তার
বৈধ পণ্যের আড়ালে দেশে আসে বিটিআরসির অনুমোদনহীন ওয়াকিটকি। এরপর সেগুলো বিক্রি করা হয় অপরাধী চক্রের কাছে। এসব ওয়াকিটকি ব্যবহার করে চক্রের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করেন।
রাজধানীর ধানমন্ডি থেকে ওয়াকিটকি বিক্রয়কারী চক্রের মূলহোতা মোহাম্মাদ আলী খানকে গ্রেপ্তার করেছে র্যাব। তাকে ধরার পর র্যাব র্যাব জানায়, বৈধ পণ্যের আড়ালে দেশে আসে বিটিআরসির অনুমোদনহীন ওয়াকিটকি।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) এসব তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডির সাত মসজিদ রোড এলাকা থেকে ওয়াকিটকি বিক্রয়কারী চক্রের মূলহোতা আলী খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি ওয়াকিটকি সেট, দুইটি ব্যাটারি, দুইটি চার্জার ও দুইটি এন্টেনা উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ওয়াকিটকি বিক্রয় করে আসছেন।
তিনি বলেন, ‘বৈধ পণ্যের আড়ালে এসব পণ্য বাংলাদেশে নিয়ে আসেন। এসব ওয়াকিটকি ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন অপরাধী চক্রের সদস্যরা।’
আরিফ মহিউদ্দিন বলেন, ‘এসব চক্রের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর মানুষের আস্তা কমে পাচ্ছে। আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’
আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/এমএমএ/