প্রাইভেটকার ভাড়া করে ছিনতাই করেন তারা
ছিনতাইয়ের প্রস্তুতিকালে তালিকাভুক্ত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৫ ফ্রেব্রুয়ারি মিরপুর মডেল থানার চিড়িয়াখানা রোডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মফিজুল ইসলাম ওরফে সোহেল ওরফে মামা (৪৪), মোহাম্মদ আলী (৩৮) এবং ড্রাইভার মো. হান্নান মিয়া ওরফে হানিফ (২৮)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি চাপাতি, দুইটি ছুরি, লাঠি, চশমা এবং ফিতা উদ্ধার করা হয়।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি দল মিরপুর-১, রাইনখোলা, চিড়িয়াখানা রোডের ইসরা দিয়া কাচ্চি হাউজের সামনে একটি এক্সিউ মডেলের প্রাইভেটকার আটক করে এই তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। পরে গাড়ি তল্লাশি করে একটি চাপাতি, দুইটি ছুরি, একটি লাঠি, দুইটি ফিতা, একটি সানগ্লাস জব্দ করা হয়।
তিনি বলেন, তারা ভোর ৬টা থেকে ঢাকা জেলা ও মহানগরীর বিভিন্ন স্থানে ঘুরেন। এরপর ভাড়ায় যাবে বলে যাত্রী উঠান। যাত্রী উঠার সঙ্গে সঙ্গেই দুইপাশ থেকে আরও দুইজন এসে উঠেন। তারা প্রথমেই সেখানে ফিতা দিয়ে তার হাত বেঁধে ফেলেন, চোখে চশমা পরিয়ে দেন। এরপর সঙ্গে থাকা সব টাকা হাতিয়ে নেন। পরে সেই লাঠি দিয়ে পায়ে মারতে থাকেন এবং মোবাইলে বাসা থেকে টাকা আনতে বলেন। এতে কেউ অস্বীকার করলে তখন চাপাতি ও ছুরি দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে দুইটি, মোহাম্মদ আলীর বিরুদ্ধে তিনটি এবং হানিফের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। ২০১৩ সাল থেকেই তারা এই কাজ করেন। এর আগে আরও একবার জেলে গিয়ে প্রায় এক বছর জেল খেটে মাত্র দুই মাস আগে মুক্তি পেয়ে ফের এই কাজে নামেন। এই কাজের জন্যই মাসে ৩০ হাজার টাকায় এক্সিউ প্রাইভেটকার ভাড়া নেন তারা।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।
কেএম/আরএ/