রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৪ সক্রিয় সদস্য আটক
রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।
আটককৃতদের মধ্যে তিনজনকে যাত্রাবাড়ী থানার ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন- মো. সম্রাট (২০), মো. শান্ত (১৯), মো. সোহাগ (১৯)। বাকি ১১ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, মঙ্গলবার র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪ কিশোর-তরুণকে আটক করে। আটকরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর থানার বিভিন্ন এলাকায় পথচারীদের ঘিরে ধরে অস্ত্রের মুখে মানিব্যাগ, টাকা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপ ছিনতাই করে দ্রুত পালিয়ে যেত।
তিনি আরও বলেন, চুরি-ছিনতাই ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের কারবারি, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়া-মহল্লায় মারামারি করে আসছিল। প্রায়ই তারা এলাকায় প্রভাব বিস্তার করতে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়-ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করত। তারা সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল।
অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/এসজি