সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ | ৩০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

দুই-তিন মাসের মধ্যে দেনা পরিশোধ শুরু করবেন রাসেল

ছবি: সংগৃহীত

আগামী দুই থেকে তিন মাসের মধ্যে গ্রাহক ও ব্যবসায়ীদের দেনা পরিশোধ করা শুরু করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ফেসবুক লাইভ উইথ সিইও’ শীর্ষক লাইভ অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন ।

তিনি বলেন, যেসব গ্রাহক ও ব্যবসায়ী ইভ্যালির কাছে টাকা পান, আমি আপনাদের কষ্টটা ফিল করি। আমি মনে করি, ইভ্যালিকে যদি বিজনেস করতে দেওয়া হয়, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের সব দেনা পরিশোধ করব। আমি এটা আত্মবিশ্বাসের সঙ্গেই বলছি। সেটা কীভাবে সম্ভব হবে তার সব উত্তর আমি দেব। জাতীয় নির্বাচনের পর একটি সংবাদ সম্মেলন করে গ্রাহক, ব্যবসায়ী ও মিডিয়ার সব প্রশ্নের উত্তর দেব। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আমরা এ দেনা পরিশোধ করা শুরু করব। সেই অ্যামাউন্টটা কত হবে তা পরে জানিয়ে দেওয়া হবে।

লাইভে তিনি বলেন, অজস্র মানুষ ইভ্যালিকে ভালোবাসে বলেই আজ ইভ্যালি ফিরে আসতে পেরেছে। গুটিকয়েক মানুষ যারা ইভ্যালির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাই ইভ্যালির বিরুদ্ধে নিজে বা অন্য কাউকে দিয়ে অপপ্রচার করায়। ইভ্যালিকে ব্যবসার সুযোগ দেওয়া হলে রাসেল বা ইভ্যালি যতটা উপকৃত হবে, তার চেয়ে বেশি লাভবান হবে এ দেশের জনগণ। যারা ইভ্যালিতে কেনাকাটা করে পণ্য পাননি এবং যারা ইভ্যালিতে পণ্য দিয়ে পেমেন্ট পাননি, তারাও উপকৃত হবে।

ইভ্যালি নতুন অফার বাজারে নিয়ে এসেছে উল্লেখ করে রাসেল বলেন, আজকের ক্যাম্পেইনের উদ্দেশে এটা নয় যে আমি যা লাভ করব সেটা দিয়ে বিলাসবহুল জীবনযাপন করব। বরং আজকের লাভের টাকা দিয়ে অল্প কিছু গ্রাহককে অন্তত এ দেনা মুক্তি হতে চাই। এতে একটু চাপ কমবে আমার।

দেনা পরিশোধের প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ ছিল আমাদের কাছে সাড়ে তিনশ কোটি টাকা পাওনা আছে। নিঃসন্দেহে এটা বড় একটি অ্যামাউন্ট। যদি আমরা স্মল স্কেলে চিন্তা করি। কিন্তু বৃহৎ স্কেলে চিন্তা করলে আজকের দিনে ইভ্যালি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ই-কমার্স। এই জনপ্রিয় ই-কমার্স হওয়ার কারণ এ প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ী ও গ্রাহক। গ্রাহক কখনোই আমরা ধরে রাখতে পারতাম না, যদি মার্চেন্টরা স্পেশাল প্রাইস না দিতেন। এই ব্যবসায়ীরা যে বিশেষ মূল্য আমাদের দেন, সেখান থেকেই আমরা একটা প্রোফিট রেখে সেগুলো সেল করি। আপনাদের কাছে মনে হতে পারে, এত দেনা কিন্তু দেশের ৫ শতাংশ লোকও যদি ইভ্যালি থেকে তাদের পণ্য নেয় তাহলে এ দেনা পরিশোধ করা খুবই সহজ হবে।

এর আগে সম্প্রতি ফেসবুকে দেওয়া একটি পোস্টে গ্রাহকদের জন্য সাড়া জাগানো আয়োজন নিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন রাসেল।

‘বিগ ব্যাং’ শিরোনামে পোস্টারের ক্যাপশনে তিনি লিখেছিলেন, দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা গ্রাহকদের দীর্ঘ সময়ের এ দূরত্ব ইভ্যালির ‘বিগ ব্যাং’ অফারের মাধ্যমে ঘোচাবেন তিনি। সেখানে ২৯ ডিসেম্বর ইতিহাস গড়ার কথাও উল্লেখ করেন তিনি। তাই আজই হয়ত ‘বিগ ব্যাং’ ক্যাম্পেইনটি প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর কাশিমপুর কারাগার থেকে জামিনে বের হন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ রাসেল। এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল এবং কোম্পানির চেয়ারম্যান ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাব।

Header Ad
Header Ad

পদ্মা ব্যাংকে ঋণ জালিয়াতি: নাফিজ সরাফাতসহ চারজনের বিরুদ্ধে মামলা

নাফিজ সরাফাত। ছবি: সংগৃহীত

পদ্মা ব্যাংক থেকে পাঁচ কোটি টাকার ‘টাইম লোন’ নিয়ে অপব্যবহার ও আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৩ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা কার্যালয় (ঢাকা-১) এ মামলা দায়ের করেন উপসহকারী পরিচালক মুহাম্মদ রাকিব উদ্দিন মিনহাজ।

মামলার বাকি তিন আসামি হলেন—আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএসএম মঈনউদ্দীন মোনেম, পরিচালক ফারহানা মোনেম এবং পদ্মা ব্যাংকের গুলশান করপোরেট শাখার সাবেক ব্যবস্থাপক ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাব্বির মোহাম্মদ সায়েম।

এজাহারে বলা হয়, ২০২২ সালে গুলশান শাখা থেকে আব্দুল মোনেম লিমিটেডের নামে পাঁচ কোটি টাকার একটি টাইম লোন অনুমোদন করা হয়। শর্ত অনুযায়ী, ঋণের অর্থ দুধ গুঁড়া, কাঁচামাল ও যন্ত্রাংশ কেনার মাধ্যমে আইসক্রিম ইউনিট চালু রাখতে ব্যবহারের কথা ছিল। কিন্তু তদন্তে উঠে এসেছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ঋণের অর্থ ব্যবসায়িক মূলধনের পরিবর্তে পুরোনো ঋণের দায় পরিশোধে ব্যবহার করেন। এতে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।

দুদক কর্মকর্তারা জানান, ঋণ অনুমোদনের সময় পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন নাফিজ সরাফাত, যিনি একই সঙ্গে ঋণদাতা ও ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। অনুসন্ধান শুরু না হলে অর্থ আত্মসাতের শঙ্কা ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ১০৯, ৪২০ ও ৫১১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা হয়েছে।

আর্থিক খাতে বারবার অনিয়মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থাকা নাফিজ সরাফাত এতদিন আইনের বাইরে থাকলেও, ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধেও অনুসন্ধানে নামে দুদক, বিএফআইইউ, সিআইডি ও বিএসইসি।

এই মামলাকে বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের অংশ হিসেবে দেখা হচ্ছে।

Header Ad
Header Ad

হাতে হাত রেখে প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে এলেন আমির খান

হাতে হাত রেখে প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে এলেন আমির খান। ছবি: সংগৃহীত

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান সম্প্রতি তার নতুন প্রেমিকা গৌরী স্প্রাটকে নিয়ে প্রকাশ্যে এলেন। কয়েকদিন আগেই নিজের ৬০তম জন্মদিনে প্রেমের ঘোষণা দিয়ে ইন্ডাস্ট্রিতে আলোচনার ঝড় তোলা এই অভিনেতাকে এবার দেখা গেল গৌরীর সঙ্গে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, উৎসবের মঞ্চে ছবি তোলার আগে আমির খানের দিকে হাত বাড়িয়ে দেন গৌরী। এরপর হাতে হাত রেখে ক্যামেরার সামনে পোজ দেন দু’জন। তাদের সঙ্গে ছিলেন চীনা অভিনেতা শেন টেং ও মা লি।

অনুষ্ঠানে আমির খান পরেছিলেন কালো কুর্তা ও সাদা পায়জামা, সঙ্গে ছিল কালো ও সোনালি রঙের শাল। গৌরী ছিলেন হালকা সাজে, শিফনের শাড়ি আর চোখে চশমা—দেখাচ্ছিলো অনবদ্য।

 

ছবি: সংগৃহীত

গত মাসে এক সাক্ষাৎকারে আমির জানান, গৌরী ব্যাঙ্গালুরুর মেয়ে এবং তারা একে অপরকে চেনেন দীর্ঘ ২৫ বছর ধরে। তবে প্রেমের সম্পর্কের শুরু মাত্র দেড় বছর আগে। এই সম্পর্ক নিয়ে কোনো লুকোচুরি নেই বলেও স্পষ্ট জানিয়ে দেন আমির।

সম্প্রতি তাদের একসঙ্গে মুম্বাইয়েও দেখা গেছে, যা নিশ্চিত করেছে এই জুটির নতুন সম্পর্কের পথচলা আরও দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

Header Ad
Header Ad

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ চেম্বার আদালতের

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে ৭ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার (১৩ এপ্রিল) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বিচারপতির আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে গত ৯ এপ্রিল হাইকোর্ট শারমিন তামান্নার আগাম জামিন মঞ্জুর করেছিল। বিচারপতি মো. মাহবুব উল আলম ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার স্ত্রী শারমিন ফেসবুক লাইভে এসে বলেন, ‘কাড়ি কাড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো।’ ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে তিনি প্রতিপক্ষকে হুমকিও দেন।

সাজ্জাদের বিরুদ্ধে হত্যাসহ ১৫টি মামলা রয়েছে। তিনি গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রামের অক্সিজেন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান এবং পালিয়ে যান। এরপর ২৯ জানুয়ারি পুলিশ তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে। গ্রেপ্তারের পরপরই চট্টগ্রামে জোড়া খুনের ঘটনা ঘটে, যেখানে পুলিশের ধারণা অনুযায়ী, সাজ্জাদ ও প্রতিপক্ষ সরোয়ার হোসেনের দ্বন্দ্ব ছিল কেন্দ্রবিন্দু।

গত ১ এপ্রিল নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম চট্টগ্রামের বাকলিয়া থানায় মামলা করেন। সেখানে সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নাকে হুকুমের আসামি করা হয়। আদালতের আদেশে এখন শারমিন তামান্নাকে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পদ্মা ব্যাংকে ঋণ জালিয়াতি: নাফিজ সরাফাতসহ চারজনের বিরুদ্ধে মামলা
হাতে হাত রেখে প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে এলেন আমির খান
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ চেম্বার আদালতের
প্রতি ছক্কা ও উইকেটে ফিলিস্তিনে এক লাখ রুপি দেবে পিএসএল-এর দল মুলতান সুলতানস
পয়লা বৈশাখে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা
সারা দেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা
আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে: সালাহ উদ্দিন আহমদ
সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার: আশিক চৌধুরী
বাংলাদেশে তিনটি বড় হাসপাতাল নির্মাণ করতে চায় চীন
গভর্নিং বডির সিদ্ধান্তে বাতিল ১০ অর্থনৈতিক অঞ্চল: বিডা চেয়ারম্যান
ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া ব‍্যক্তি শনাক্ত, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে আছে সম্পৃক্ততা
আজ থেকে সৌদিতে ওমরাহ উদ্দেশ্যে প্রবেশে নিষেধাজ্ঞা, হজ পর্যন্ত কার্যকর
ভারতে স্যুটকেসে প্রেমিকাকে হোস্টেলে নিতে গিয়ে ধরা, ভিডিও ভাইরাল
বাংলাদেশি পাসপোর্টে ‘ ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত
গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
বাংলাদেশ ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিলো: আইন উপদেষ্টা
ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র
চার বিসিএস নিয়ে সিদ্ধান্ত জানাল পিএসসি, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি ৮ আগস্ট
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
সরিয়ে দেওয়া হলো ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে